কলকাতা, 13 জানুয়ারি: এই মুহূর্তে উত্তরপ্রদেশে জমে উঠেছে মহাকুম্ভ মেলা । পূর্ণ কুম্ভে ডুব দেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে যাচ্ছেন সাধারণ মানুষ থেকে শুরু করে নামী-দামি ভক্তরা । আর সেই মহাকুম্ভ মেলায় এবার আমন্ত্রণ পেলেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় । মহাকুম্ভ মেলায় যাওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন উত্তরপ্রদেশ বিধানসভার অধ্যক্ষ সতীশ মহানা । তাঁকেও গঙ্গাসাগর মেলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন এ রাজ্যের বিধানসভার স্পিকার ৷
তবে অধ্যক্ষ জানিয়েছেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করলেও ব্যক্তিগত কাজ থাকার জন্য তিনি আমন্ত্রণ রক্ষা করে মহাকুম্ভে পুন্যস্নানের জন্য যেতে পারছেন না ৷ তবে এই বড় ইভেন্ট যাতে সফলভাবে সমাপন হয়, তার জন্য শুভকামনা জানিয়েছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ । উত্তরপ্রদেশের সরকার এবং আমন্ত্রক তথা উত্তরপ্রদেশ বিধানসভার স্পিকারকে শুভকামনা জানান তিনি ৷
প্রসঙ্গত, এই আমন্ত্রণ প্রসঙ্গে আনুষ্ঠানিকভাবে স্পিকার কোনও প্রতিক্রিয়া না দিলেও ঘনিষ্ঠ মহলে তিনি জানিয়েছেন, উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় শাহী স্নানের আগে তাঁর কাছে উত্তরপ্রদেশের স্পিকার সতীশ মহানার তরফে আমন্ত্রণ আসে । তিনি টেলিফোন মারফত অধ্যক্ষকে এই হিন্দু ধর্মের অন্যতম প্রধান কর্মযজ্ঞে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানান ।
শাহী স্নানের দিনগুলোয় যেহেতু মহাকুম্ভে সবচেয়ে বেশি পুণ্যার্থীদের ভিড় জমে, সেই কারণে ওই দিনগুলো বাদ দিয়ে অন্য কোনও দিন বিমান বন্দ্যোপাধ্যায়কে মহাকুম্ভ মেলায় যাওয়ার পরামর্শ দেন উত্তরপ্রদেশের অধ্যক্ষ ৷ তবে ব্যক্তিগত কিছু কাজ থাকায় তিনি যেতে পারছেন না বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ ৷
একইভাবে পশ্চিমবঙ্গের অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ও উত্তরপ্রদেশের স্পিকারকে গঙ্গাসাগর মেলায় আসার জন্য আমন্ত্রণ জানিয়েছেন । মহাকুম্ভের বিশাল কর্মকাণ্ডের মাঝে তাঁর পক্ষে গঙ্গাসাগরে আসা সম্ভব না-হলে, আগামী দিনে তিনি যাতে একবার বাংলায় আসেন, সেই জন্যও আমন্ত্রণ জানিয়েছেন বিমান বন্দ্যোপাধ্যায় ।