মালদা, 24 ডিসেম্বর: অপরাধ দমনে জেলা পুলিশের নয়া হাতিয়ার সিসি ম্যাপ ৷ একে ব্যবহার করেই দু’দিন আগে হরিশ্চন্দ্রপুরের সালালপুর গ্রাম থেকে অপহৃত কিশোরীকে উদ্ধার করতে পেরেছে পুলিশ ৷ গ্রেফতার করা হয়েছে দুই অপহরণকারীকেও ৷ শুধু এক্ষেত্রেই নয়, জেলায় একাধিক অপরাধজনিত ঘটনার তদন্তে পুলিশকে সাহায্য করেছে এই হাতিয়ার ৷ পুলিশ মহলের একাংশের দাবি, এটি উত্তরবঙ্গে প্রথম মালদাতেই চালু হয়েছে ৷ এখন উত্তরবঙ্গের অন্য জেলাগুলির পুলিশ বিভাগও এই পথে হাঁটার কথা ভাবছে ৷
সিসি ম্যাপ আদপে কী ?
জেলার 15টি ব্লক ও দু’টি পুর এলাকার কোথায় কোথায় সিসিটিভি ক্যামেরা বসানো রয়েছে, তার পূর্ণাঙ্গ চিত্রই এই সিসি ম্যাপ ৷ শুধুমাত্র সরকারি বা আধা সরকারি নয়, কোনও বাড়িতে সিসি ক্যামেরা বসানো থাকলেও তা পুলিশের এই ম্যাপে তালিকাভুক্ত হয় ৷ এনিয়ে জেলা পুলিশের তরফে নিজস্ব একটি নেটওয়ার্ক কম্পোজিশন তৈরি করা হয়েছে ৷ যদিও সেটি কোনও অ্যাপ নয় ৷ কোথাও কোনও ঘটনা ঘটলে পুলিশ এই ম্যাপের মাধ্যমে সেই এলাকার কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো রয়েছে, তা সঙ্গে সঙ্গেই জেনে ফেলতে পারে ৷ সেই অনুযায়ী সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হয় ৷