বর্ধমান, 1 ফেব্রুয়ারি: মাধ্যমিক পরীক্ষার সময় যত এগিয়ে আসছে ততই বাড়ছে দুশ্চিন্তা ৷ প্রশ্ন একটাই, পরীক্ষার সময় এগিয়ে আসায় পরীক্ষাকেন্দ্রে সকাল সকাল পৌঁছানো যাবে কীভাবে? মাধ্যমিকের পরীক্ষা সকাল 9টা 45 মিনিট থেকে শুরু হওয়ার ঘোষণায় সমস্যায় পড়েছে পূর্ব বর্ধমান জেলার প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীরা।
জেলার আউশগ্রাম, কালনা-সহ বেশ কিছু এলাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের ভরসা সাইকেল। ফলে কাউকে কাউকে চার পাঁচ কিলোমিটার সাইকেলে যেতে হলে অনেকটাই সকালে বাড়ি থেকে বের হতে হবে। শুধু তাই নয় তাদের শীতের সকালে অনেকটাই আগে ঘুম থেকে উঠে রেডি হতে হবে। তারমধ্যে আছে প্রকৃতির খামখেয়ালিপনা। গত দু'দিন ধরে জেলা জুড়ে আবহাওয়া কিছুটা মেঘাছন্ন থাকছে। মঙ্গলবার রাতে এক পশলা বৃষ্টিও হয় জেলার বিভিন্ন এলাকায়। বুধবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল জেলার বিভিন্ন অংশে। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো নিয়ে ছাত্র-ছাত্রীদের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক ৷
মাধ্যমিক পরীক্ষার্থী সোনামণি কিস্কু বলে, "আমাদের জঙ্গল মহলের রাস্তা-ঘাট এমনিই ফাঁকা। সকালের দিকে যানবাহন পাওয়া নিয়ে সমস্যা রয়েছে। এমনকী, সাইকেল নিয়ে গেলে সাত-আট কিলোমিটার যেতে হবে। অনেক সকালে বাড়ি থেকে বের হতে হবে।" নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক জানান, যা পরিস্থিতি অনেক ছাত্র-ছাত্রীকে পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌঁছানোর জন্য আগের দিন না এসে কোনও হোটেল ভাড়া করে কিংবা আত্মীয়ের বাড়িতে থাকতে হয়! যদিও প্রশাসনের তরফে জানানো হয়েছে, কোনও ছাত্রছাত্রীর যাতে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা না হয় সেদিকে লক্ষ্য রাখা হয়েছে।
উল্লেখ্য, আউশগ্রামের ভেদিয়া হাইস্কুলের ছাত্র-ছাত্রীদের সিট পড়েছে আউশগ্রামের রামনগর হাইস্কুলে। দু'টো স্কুলের দূরত্ব প্রায় 13 কিলোমিটার। যেহেতু রামনগর হাইস্কুল আউশগ্রামের জঙ্গলমহল এলাকায়, ফলে ওই রাস্তায় যানবাহনের অভাব আছে। ফলে সালেহা খাতুন থেকে সোনামণি কিস্কু কিংবা ইন্দ্রজিৎ মাণ্ডি সকলের মুখেই চিন্তার ছাপ। তাদের মতে এমনিতেই জীবনের প্রথম বড়ো পরীক্ষায় বসা তার মধ্যে এতদূর সকাল সকাল পরীক্ষাকেন্দ্রে সঠিক সময়ে পৌঁছানো বড় চ্যালেঞ্জ ৷