কলকাতা, 12 জুন:নিউটাউনে হোটেল মালিককে মারধরকাণ্ডে অভিযুক্ত সোহমকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল দলের অন্দরে। অভিনেতা ও ঘাটালের সাংসদ দেবও ঘটনার তীব্র নিন্দা করেছিলেন ৷ সহকর্মী-অভিনেতা সোহমকে তীব্র কটাক্ষও করেন ৷ এরপরই দেবকে পালটা কটাক্ষ করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। বুধবার তাঁর গলাতেই শোনা গেল ভিন্ন সুর । এদিন বিধায়ক বলেন, "দেব যা বলেছে ঠিক করেছে। আমি অর্ধেকটা জানতাম। আমি দুঃখিত দেব পুরোটা না-জেনে বলেছি।" প্রকাশ্যেই এভাবে দলের তরুণ সাংসদ দেবের কাছে ক্ষমা প্রার্থনা করলেন মদন মিত্র ।
বুধবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিধায়ক মদন মিত্র বলেন, "আমি অর্ধেক জানতাম ঘটনাটা। এখন পুরোটা জেনেছি ৷ সোহম যেটা করেছে সেটা ঠিক নয়। প্রত্যেকের সংযত থাকা দরকার। মতিভ্রম হল কেন এমন বুঝতে পারছি না। ও এমন ছেলে নয়।" পাশপাশি তিনি আরও উল্লেখ করেন, "বাংলা সিনেমা জগতের তারকা উত্তমকুমার, সৌমিত্র চট্টোপাধ্যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতো পরবর্তী বাংলা সিনেমা জগতে দেব গুরুত্বপূর্ণ অভিনেতা । আমি ওর বড় সমর্থক। রোজকার রাজনীতিতে ঢুকলে ওর যেমন সিনেমার ক্ষতি তেমন আমাদেরও রাজনীতির ক্ষতি।"