পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করে তাণ্ডব ! মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ 7 জনকে তলব লালবাজারের - RG Kar Hospital Vandalism

RG Kar Hospital Vandalism: আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাতজনকে তলব করল লালবাজার ৷ শনিবার ও রবিবার তাঁদের ডেকে পাঠানো হয়েছে ৷ ওইদিনের ঘটনার ভিডিয়োতে ডিওয়াইএফআই-সহ বিভিন্ন দলের পতাকা দেখা গিয়েছিল ৷ দাবি করেছিলেন নগরপাল বিনীত গোয়েল ৷

RG Kar Hospital Vandalism
আরজি কর-কাণ্ডে মীনাক্ষী মুখোপাধ্যায়কে তলব লালবাজারের (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 17, 2024, 3:03 PM IST

Updated : Aug 17, 2024, 3:50 PM IST

কলকাতা, 17 অগস্ট: 14 অগস্ট রাতে আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনা ঘটেছিল ৷ সেই ঘটনায় এবার ডিওয়াইএফআই-এর নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাতজনকে শনিবার ও রবিবার ডেকে পাঠাল লালবাজার ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের তরফে তাঁদের ডাকা হয়েছে ।

জানা গিয়েছে, শুক্রবার কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল একটি ভিডিয়ো দেখিয়ে বলেছিলেন, স্বাধীনতা দিবসের আগের রাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসাপাতালে তাণ্ডব ও ভাঙচুরের ঘটনায় একাধিক রাজনৈতিক দলের পতাকা হাতে কাউকে কাউকে দেখা যায় । তার মধ্যে ডিওয়াইএফআই-এর পতাকাও ছিল । তাই মীনাক্ষী মুখোপাধ্যায়-সহ সাতজনকে শনিবার ও রবিবার লালবাজারে ডাকা হয়েছে ।

সূত্রের খবর, মূলত মীনাক্ষী মুখোপাধ্যায়ের কাছে পুলিশ জানতে চাইবে যে, এই ঘটনায় তিনি কীভাবে যুক্ত হলেন । অর্থাৎ 14 অগস্ট যখন আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটল, সেদিনকে তাঁর ভূমিকা নিয়ে তিনি কী বলতে চান ?

শুক্রবার নগরপাল বিনীত গোয়েল সাংবাদিক সম্মেলন করেছিলেন ৷ সেসময় তিনি একটি ভিডিয়ো ফুটেজ প্রকাশ্যে আনেন ৷ সেই ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, আরজি করে তাণ্ডবের রাতে কিছু রাজনৈতিক নেতা-নেত্রীরা ঘটনাস্থলে এসেছিলেন এবং মূলত ডিওয়াইএফআই-এর পতাকা ওই ঘটনার দিনের ভিডিয়োতে সেখানে দেখা গিয়েছিল ৷ ফলে এই ঘটনার নেপথ্যে কোনোরকমের প্ররোচনা ছিল কি না, সেই সমস্ত তথ্য জানার জন্যই ডিওয়াইএফআই নেত্রী-সহ সাতজনকে ডেকে পাঠাল লালবাজার ।

ইতিমধ্যে আরজি করে তাণ্ডবের ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ৷ এই ঘটনায় এখনও পর্যন্ত 30 জনকে গ্রেফতার করেছে লালবাজার । আরও একাধিক অভিযুক্তের ছবি চিহ্নিত করে তা সোশাল মিডিয়ায় পোস্ট করেছে কলকাতা পুলিশ । পাশাপাশি সাধারণ মানুষের কাছে আর্জি জানানো হয়েছে, এই ঘটনায় যদি কারও কাছে কোনও রকমের তথ্য থাকে, তাহলে যেন তারা কলকাতা পুলিশের কাছে এসে যোগাযোগ করে ।

Last Updated : Aug 17, 2024, 3:50 PM IST

ABOUT THE AUTHOR

...view details