পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দু’টি বহুতলের মাঝে ব্যবধান এক আঙুলের চেয়েও কম, কীভাবে প্ল্যান পাশ; জানতে তৎপর লালবাজার

Garden Reach Building Collapsed: গার্ডেনরিচের পাহাড়পুরের ফতেপুর দু’টি বাড়ির মাঝে এক আঙুলের চেয়েও কম ব্যবধান ৷ এই পরিস্থিতিতে কীভাবে পাশ হল ওই দু’টি বাড়ি তৈরির প্ল্যান ৷ জানতে চায় কলকাতা পুলিশ ৷

Garden Reach area
Garden Reach area

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 6:02 PM IST

Updated : Mar 19, 2024, 9:44 PM IST

গার্ডেনরিচে মৃত্যুফাঁদ

কলকাতা, 19 মার্চ: গার্ডেনরিচ থানা এলাকার পাহাড়পুর রোড ৷ ফতেপুরে মাথা তুলে সারি সারি দাঁড়িয়ে রয়েছে একাধিক বহুতল ৷ দু’টি আবাসন কার্যত একে অন্যের গায়ে হেলে পড়েছে । দু’টি বাড়ির মাঝে ব্যবধান এক আঙুলের চেয়েও কম, যা কার্যত নজিরবিহীন । গার্ডেনরিচে বহুতল ভেঙে পড়ার ঘটনার তদন্তে নেমেছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হোমিসাইড শাখা । ওই ঘটনার তদন্তে নেমে পুলিশের নজরে এসেছে ওখানকার বাড়িগুলির অবস্থার ছবি ৷ সংশ্লিষ্ট দু’টি আবাসন নিয়ে মুখ খুলেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও । পাশাপাশি কীভাবে এই দু’টি বিল্ডিংয়ের প্ল্যান স্যাংশন বা পাশ হল তা জানার জন্য এবার পৌর আধিকারিক এবং বেশ কয়েকজন প্রোমোটারকে জিজ্ঞাসাবাদ করতে চায় লালবাজারের গোয়েন্দা বিভাগ ।

লালবাজার সূত্রে খবর, বহুতল বিপর্যয়ের ঘটনায় ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসিকে রাতভর জেরা করেছে গোয়েন্দারা ৷ এই জেরায় আরও পাঁচ থেকে ছ'জন প্রমোটারের নাম পরিচয় জানতে পেরেছেন তদন্তকারী আধিকারিকরা । পাহাড়পুর রোডের সামনেই দু’টি বিল্ডিংয়ের মধ্যে এক আঙুলেরও কম ছাড় রয়েছে । যা সচরাচর দেখা যায় না ৷ পাশাপাশি লালবাজারের হোমিসাইড বিভাগের নজরে রয়েছে কলকাতা পৌরনিগমের বেশ কয়েকজন আধিকারিক ৷ যারা মূলত শহর কলকাতার বিল্ডিং প্ল্যান পাশ করানোর দায়িত্বে থাকেন ।

জানা গিয়েছে, জেরায় উঠে আসা ওই সকল প্রোমোটার এবং ধীরে ধীরে কলকাতা পৌরসভার বেশ কয়েকজন আধিকারিককে লালবাজারে ডেকে এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে চান গোয়েন্দারা । শেষ খবর পাওয়া পর্যন্ত ধৃত প্রোমোটার মহম্মদ ওয়াসিমকে আলিপুর পুলিশ আদালতে পেশ করা হয়েছে ।

সূত্রের খবর, কলকাতা পুলিশের আওতাধীন চারটি থানায় প্রোমোটার মহম্মদ ওয়াসিম ওরফে ওয়াসির বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়েছে ৷ স্থানীয়দের অভিযোগ, এই প্রোমোটারের স্থানীয় কাউন্সিলরের সঙ্গে সুসম্পর্ক ছিল ৷ আর তিনি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়ায় থাকতেন ৷ এই প্রোমোটার ওই এলাকাতেই আরও চারটি বিল্ডিং নির্মাণের কাজ করছেন বলে জানা গিয়েছে ৷ বাম আমলে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অনেক অভিযোগ রয়েছে ওই প্রোমোটারের বিরুদ্ধে ৷ এছাড়া মধ্য কলকাতার বড়বাজার থানা এলাকায় ডাকাতির ঘটনায় টানা ন'বছর জেলে ছিলেন ওয়াসিম ৷ তারপরও তৃণমূল পরিচালিত সরকারের আমলে তাঁর এত প্রভাব নিয়ে ইতিমধ্যে একাধিক প্রশ্ন উঠেছে ৷

আরও পড়ুন:

  1. প্রমাণ পেলে চাকরি 'খাব', কাউন্সিলর প্রসঙ্গ এড়িয়ে আধিকারিকদের হুঁশিয়ারি মেয়রের
  2. ড্যামেজ কন্ট্রোলে কলকাতা কর্পোরেশন, 6টি বাড়িকে বেআইনি নির্মাণের নোটিশ
  3. ধৃত প্রোমোটার ওয়াসিমের সঙ্গে তৃণমূল কাউন্সিলর শামস ইকবালের ছবি, তুঙ্গে জল্পনা
Last Updated : Mar 19, 2024, 9:44 PM IST

ABOUT THE AUTHOR

...view details