ETV Bharat / bharat

শৌচালয়ে নববধূর দেহ ! কূটনীতিকের ব্যক্তিগত সচিবের স্ত্রী'র রহস্যমৃত্যু - MYSTERIOUS DEATH OF NEWLY WED WIFE

ভিয়েতনামের এক কূটনীতিকের ব্যক্তিগত সচিবের সদ্যবিবাহিত স্ত্রীর মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে ৷ শৌচালয় থেকে মিলল নববধূর দেহ ৷

Newly wed couple Dipak and Damini
নববধূ দামিনী ও দীপক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 28, 2024, 10:34 PM IST

বরেলি, 28 নভেম্বর: বিয়ের মাত্র 5 দিন কেটেছে ৷ এর মধ্যে বুধবার সকালে শৌচালয় থেকে উদ্ধার হল নববধূর অচেতন দেহ ৷ চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর আরেকটি পরিচয়, নববধূর স্বামী ভিয়েতনামের এক কূটনীতিকের ব্যক্তিগত সচিব ৷ আর কয়েকদিন পরেই সস্ত্রীক ভিয়েতনামে উড়ে যাওয়ার কথা ছিল নবদম্পতির ৷

নববধূ দামিনীর শ্বশুর-শাশুড়ির দাবি, শৌচালয়ে গিজারের গ্যাস লিক করেছিল এবং সেই গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুত্রবধূর ৷ পুলিশ অবশ্য এই দাবি খারিজ করে জানিয়েছে, শ্বাসরোধ হয়ে নববধূর মৃত্যু হয়নি ৷ ইন্সপেক্টর প্রবীণ সোলাঙ্কি জানিয়েছেন, দামিনীর মৃত্যু গ্যাস লিক করার কারণে হয়নি ৷ তিনি বলেন, "ময়নাতদন্ত হয়েছে ৷ এবার তার রিপোর্ট এলে সেই ভিত্তিতে পদক্ষেপ করা হবে ৷"

22 নভেম্বর দীপকের সঙ্গে বিয়ে হয় দামিনীর ৷ দীপক উত্তর প্রদেশের বরেলি জেলার ভোজিপুরা থানার আওতায় পিপালসনা গ্রামের বাসিন্দা ৷ আর দামিনীর পরিবার বুলন্দশহরে থাকে ৷ দীপকের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ৷ বিয়ের পর রীতি অনুযায়ী নববধূ তাঁর বাবার বাড়িতে যান ৷ সেই রেওয়াজও পালন হয়নি ৷

দীপকের বাবা-মায়ের দাবি, বুধবার সকালে দামিনী স্নান করতে গিয়েছিলেন ৷ সেই সময় তিনি গরম জলের জন্য গিজার অন করেন ৷ সেখান থেকে কোনওভাবে গ্যাস লিক করে এবং শ্বাসরোধ হয়ে শৌচালয়ের মধ্যেই মৃত্যু হয় পুত্রবধূ দামিনীর ৷

দীর্ঘ সময় কেটে গেলেও দামিনী শৌচালয় থেকে বেরিয়ে না আসায় তাঁর স্বামী দীপক এবং শাশুড়ি তাঁকে ডাকতে থাকেন ৷ এই সময় কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে শৌচালয়ের দরজা ভেঙে ফেলেন দীপক ৷ তিনি দেখতে পান, দামিনী অচেতন অবস্থায় শৌচালয়ের মেঝেয় পড়ে রয়েছেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে দামিনীকে ৷

আর কয়েকদিন পরেই দীপকে নিয়ে ভিয়েতনামে পাড়ি দেওয়ার কথা ৷ তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল দামিনীরও ৷ সরকারি প্রক্রিয়ায় সেই ব্যবস্থা করছিলেন দীপক ৷ তা হয়ে উঠল না ৷

বরেলি, 28 নভেম্বর: বিয়ের মাত্র 5 দিন কেটেছে ৷ এর মধ্যে বুধবার সকালে শৌচালয় থেকে উদ্ধার হল নববধূর অচেতন দেহ ৷ চিকিৎসকরা জানান, তাঁর মৃত্যু হয়েছে ৷ তাঁর আরেকটি পরিচয়, নববধূর স্বামী ভিয়েতনামের এক কূটনীতিকের ব্যক্তিগত সচিব ৷ আর কয়েকদিন পরেই সস্ত্রীক ভিয়েতনামে উড়ে যাওয়ার কথা ছিল নবদম্পতির ৷

নববধূ দামিনীর শ্বশুর-শাশুড়ির দাবি, শৌচালয়ে গিজারের গ্যাস লিক করেছিল এবং সেই গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুত্রবধূর ৷ পুলিশ অবশ্য এই দাবি খারিজ করে জানিয়েছে, শ্বাসরোধ হয়ে নববধূর মৃত্যু হয়নি ৷ ইন্সপেক্টর প্রবীণ সোলাঙ্কি জানিয়েছেন, দামিনীর মৃত্যু গ্যাস লিক করার কারণে হয়নি ৷ তিনি বলেন, "ময়নাতদন্ত হয়েছে ৷ এবার তার রিপোর্ট এলে সেই ভিত্তিতে পদক্ষেপ করা হবে ৷"

22 নভেম্বর দীপকের সঙ্গে বিয়ে হয় দামিনীর ৷ দীপক উত্তর প্রদেশের বরেলি জেলার ভোজিপুরা থানার আওতায় পিপালসনা গ্রামের বাসিন্দা ৷ আর দামিনীর পরিবার বুলন্দশহরে থাকে ৷ দীপকের বাবা একজন অবসরপ্রাপ্ত সেনা জওয়ান ৷ বিয়ের পর রীতি অনুযায়ী নববধূ তাঁর বাবার বাড়িতে যান ৷ সেই রেওয়াজও পালন হয়নি ৷

দীপকের বাবা-মায়ের দাবি, বুধবার সকালে দামিনী স্নান করতে গিয়েছিলেন ৷ সেই সময় তিনি গরম জলের জন্য গিজার অন করেন ৷ সেখান থেকে কোনওভাবে গ্যাস লিক করে এবং শ্বাসরোধ হয়ে শৌচালয়ের মধ্যেই মৃত্যু হয় পুত্রবধূ দামিনীর ৷

দীর্ঘ সময় কেটে গেলেও দামিনী শৌচালয় থেকে বেরিয়ে না আসায় তাঁর স্বামী দীপক এবং শাশুড়ি তাঁকে ডাকতে থাকেন ৷ এই সময় কোনও সাড়া না পেয়ে প্রতিবেশীদের সাহায্যে শৌচালয়ের দরজা ভেঙে ফেলেন দীপক ৷ তিনি দেখতে পান, দামিনী অচেতন অবস্থায় শৌচালয়ের মেঝেয় পড়ে রয়েছেন ৷ সঙ্গে সঙ্গে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ কিন্তু সেখানে চিকিৎসকরা জানান, মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসা হয়েছে দামিনীকে ৷

আর কয়েকদিন পরেই দীপকে নিয়ে ভিয়েতনামে পাড়ি দেওয়ার কথা ৷ তাঁর সঙ্গে যাওয়ার কথা ছিল দামিনীরও ৷ সরকারি প্রক্রিয়ায় সেই ব্যবস্থা করছিলেন দীপক ৷ তা হয়ে উঠল না ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.