ETV Bharat / bharat

ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশের সময়সীমা বৃদ্ধি, স্বাগত জানাল তৃণমূল - WAQF AMENDMENT BILL

ওয়াকফ সংশোধনী বিল পর্যালোচনা করতে যৌথ সংসদীয় কমিটি গঠিত হয়েছে ৷ আগামিকাল এই কমিটির রিপোর্ট পেশের কথা ছিল ৷ চাপের মুখে সময় বৃদ্ধি হল ৷

Joint Parliamentary Committee on the Waqf (Amendment) Bill
ওয়াকফ সংশোধনী বিলের রিপোর্ট পেশের সময় বৃদ্ধি (ফাইল ছবি)
author img

By PTI

Published : Nov 28, 2024, 10:44 PM IST

নয়াদিল্লি, 28 নভেম্বর: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশ করার সময়সীমা বৃদ্ধি করা হল ৷ আগামী বাজেট অধিবেশন অর্থাৎ 2025 সালের প্রথম সংসদীয় অধিবেশনের শেষ দিনে এই রিপোর্ট পেশ করতে পারবে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি) ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

বৃহস্পতিবার এই প্রস্তাবনা গৃহীত হয় লোকসভায় ৷ ওয়াকফ সংশোধনী বিল বিষয়ক জেপিসির চেয়ারম্যান বিজেপি নেতা জগদম্বিকা পাল লোকসভায় এই প্রস্তাবনা পেশ করেন ৷ পরে ধ্বনিভোটের মাধ্যমে তা গৃহীত হয় ৷

বুধবার, সংসদীয় অধিবেশনের তৃতীয় দিনে এনিয়ে তুলকালাম কাণ্ড বাধে সংসদের নিম্নকক্ষে ৷ জগদম্বিকা পাল দাবি করেন যে কমিটির খসড়া রিপোর্ট তৈরি আছে ৷ এরপরই বিরোধীরা ওয়াকআউট করেন ৷ বিজেপি বিরোধী শিবির প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে আসছে ৷

এরপরই জগদম্বিকা পাল এবং যৌথ সংসদীয় কমিটির বিজেপি সদস্যরা বিরোধীদের সঙ্গে দেখা করেন ৷ বিল সংক্রান্ত খসড়া রিপোর্ট 29 নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তার মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ গত 8 অগস্ট লোকসভায় ওয়াকফ বিল পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে লোকসভা ৷ শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষদিনে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ওই কমিটির ৷

শ্রীরামপুরের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সময়সীমা বৃদ্ধিতে অন্য রাজ্য, জায়গা থেকে এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানা যাবে ৷ তিনি বলেন, "গতকাল জেপিসি বৈঠকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা গ্রহণ করা হয় এবং তা লোকসভায় পেশ করা হয় ৷ সেই অনুযায়ী সম্মানীয় চেয়ারম্যান রিপোর্ট পেশের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা পেশ করেন এবং পরে তা গৃহীত হয়েছে ৷ বাজেট সেশনের শেষ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে ৷"

তিনি আরও বলেন, "এবার এই বিল নিয়ে কমিটির কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা জানানোর সুযোগ পাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ এবং আমরাও তা পরীক্ষা করে খতিয়ে দেখার অবকাশ পাব ৷ এখনও অনেকগুলি রাজ্য সরকারের মতামত জানা বাকি রয়েছে ৷ তারা তাদের ভাবনা জানাতে পারবে ৷ এরপর ক্লজ অনুযায়ী আলোচনা হবে ৷ এরপর খসড়া রিপোর্ট দেখে বিবেচনা করা হবে ৷"

নয়াদিল্লি, 28 নভেম্বর: ওয়াকফ সংশোধনী বিল নিয়ে রিপোর্ট পেশ করার সময়সীমা বৃদ্ধি করা হল ৷ আগামী বাজেট অধিবেশন অর্থাৎ 2025 সালের প্রথম সংসদীয় অধিবেশনের শেষ দিনে এই রিপোর্ট পেশ করতে পারবে ওয়াকফ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটি (জয়েন্ট পার্লামেন্টারি কমিটি, জেপিসি) ৷ এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ৷

বৃহস্পতিবার এই প্রস্তাবনা গৃহীত হয় লোকসভায় ৷ ওয়াকফ সংশোধনী বিল বিষয়ক জেপিসির চেয়ারম্যান বিজেপি নেতা জগদম্বিকা পাল লোকসভায় এই প্রস্তাবনা পেশ করেন ৷ পরে ধ্বনিভোটের মাধ্যমে তা গৃহীত হয় ৷

বুধবার, সংসদীয় অধিবেশনের তৃতীয় দিনে এনিয়ে তুলকালাম কাণ্ড বাধে সংসদের নিম্নকক্ষে ৷ জগদম্বিকা পাল দাবি করেন যে কমিটির খসড়া রিপোর্ট তৈরি আছে ৷ এরপরই বিরোধীরা ওয়াকআউট করেন ৷ বিজেপি বিরোধী শিবির প্রথম থেকেই ওয়াকফ সংশোধনী বিলের তীব্র বিরোধিতা করে আসছে ৷

এরপরই জগদম্বিকা পাল এবং যৌথ সংসদীয় কমিটির বিজেপি সদস্যরা বিরোধীদের সঙ্গে দেখা করেন ৷ বিল সংক্রান্ত খসড়া রিপোর্ট 29 নভেম্বর জমা দেওয়ার কথা থাকলেও তার মেয়াদ বৃদ্ধি করা হয় ৷ গত 8 অগস্ট লোকসভায় ওয়াকফ বিল পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে লোকসভা ৷ শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহের শেষদিনে রিপোর্ট জমা দেওয়ার কথা ছিল ওই কমিটির ৷

শ্রীরামপুরের লোকসভা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, সময়সীমা বৃদ্ধিতে অন্য রাজ্য, জায়গা থেকে এই বিষয়ে তাদের দৃষ্টিভঙ্গি জানা যাবে ৷ তিনি বলেন, "গতকাল জেপিসি বৈঠকে মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা গ্রহণ করা হয় এবং তা লোকসভায় পেশ করা হয় ৷ সেই অনুযায়ী সম্মানীয় চেয়ারম্যান রিপোর্ট পেশের মেয়াদ বৃদ্ধির প্রস্তাবনা পেশ করেন এবং পরে তা গৃহীত হয়েছে ৷ বাজেট সেশনের শেষ দিন পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়েছে ৷"

তিনি আরও বলেন, "এবার এই বিল নিয়ে কমিটির কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি, চিন্তাভাবনা জানানোর সুযোগ পাবে সংশ্লিষ্ট ব্যক্তিরা ৷ এবং আমরাও তা পরীক্ষা করে খতিয়ে দেখার অবকাশ পাব ৷ এখনও অনেকগুলি রাজ্য সরকারের মতামত জানা বাকি রয়েছে ৷ তারা তাদের ভাবনা জানাতে পারবে ৷ এরপর ক্লজ অনুযায়ী আলোচনা হবে ৷ এরপর খসড়া রিপোর্ট দেখে বিবেচনা করা হবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.