কলকাতা, 17 ফেব্রুয়ারি: মণ্ডল সভাপতিদের নামের তালিকা প্রকাশ হতেই জেলায় বিজেপির অন্দরে কোন্দল দেখা দিয়েছে । এই নিয়ে সোমবার সোশাল মিডিয়ায় সরব হলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় ।
সোশাল মিডিয়া পোস্টে তিনি জানান, মণ্ডল কমিটির জেলা সভাপতিদের নাম ঘোষণা হওয়ার পর দেখা গেল যে গঙ্গারামপুর থেকে এমন একজনের নাম তালিকায় রয়েছে যাকে তিনি চেনেন না এবং জানেন না । 10 বছর বিধায়ক পদে রয়েছেন তাই তিনি সবাইকে চেনেন । তবে ওই ব্যক্তিকে তিনি চেনেন না ।
বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়ের বক্তব্য (ইটিভি ভারত) বিধায়কদের সঙ্গে কোনও আলোচনা না করেই মণ্ডল সভাপতিদের নাম ঠিক করা হয় বলেই অভিমত তাঁর ৷ তিনি জানান, আলোচনা করলে দলের কোনও ক্ষতি হবে না বরং দল আরও সমৃদ্ধ হবে । সেটা না করে দল নিজের ইচ্ছেমতো যা খুশি তাই করছে । এতে দলের সর্বনাশ হচ্ছে । এটা অন্যায় হয়েছে বলেই দাবি করেন তিনি । শুধু একজন কেন, রাজ্যের 63 জন বিজেপি বিধায়কদের সঙ্গেই পরামর্শ করা উচিত । মণ্ডল কমিটিকে সঙ্গে নিয়েই আগামী বিধানসভা নির্বাচন করতে হবে । তাই দলের মধ্যে যদি সমন্বয় বজায় না থাকে তাহলে দলের ক্ষতি হবে । তিনি আরও জানান যে, এই তালিকায় যাঁদের নাম রয়েছে তারাই গত বিধানসভা নির্বাচনে রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদারকে কম ভোট দিয়েছিলেন । এবার মণ্ডল সভাপতি নির্বাচনের আগে কর্মী সমর্থকরা জানিয়েছিল যে এমন মানুষকে করা হোক যারা ভোট টানতে সক্ষম হবেন । কারণ সামনে 26-এর বিধানসভা নির্বাচন তাই এমন কিছু মানুষজনদেরকে মণ্ডল সভাপতি পদে আনা হোক যাদের পরিচিতি রয়েছে যারা ভোট করাতে পারবে এবং যারা প্রার্থীদের জেতাতে পারবেন ৷ কিন্তু সেই কথা ও আবেদন উপেক্ষা করে দল নিজের ইচ্ছেমত মণ্ডল সভাপতি নির্বাচন করেছে ।