কলকাতা, 8 এপ্রিল: ভূপতিনগর বিস্ফোরণ মামলায় বিজেপির সঙ্গে মিলে চক্রান্ত করার অভিযোগে এবার এনআইএ-র ডিজির উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের অন্যতম রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সোশাল মিডিয়া এক্স-এ কুণালের দাবি, ‘‘ধন রাম সিং, আপনার এসপি, তৃণমূল-এর বিরুদ্ধে বিজেপির সঙ্গে এক গভীর রাজনৈতিক ষড়যন্ত্রে জড়িত । তিনি এনআইএর বিশ্বাসযোগ্যতা নষ্ট করছেন ।’’
তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের আরও দাবি, ‘‘নির্বাচনের ঘোষণার পরে তিনি (এনআইএ-র এসপি) বিজেপি নেতার সঙ্গে তাঁর বাসভবনে বৈঠক করেছিলেন কি না, তা তদন্ত শুরু করুন । তদন্ত চলাকালীন অবিলম্বে তাঁকে সাসপেন্ড করুন । অবিলম্বে তাঁকে বাংলা সংক্রান্ত মামলা থেকে অপসারণ করুন ।’’
এই বিষয়ে তিনি ও তৃণমূল কংগ্রেস এনআইএ-কে সবরকম সাহায্য করতে প্রস্তুত বলেও জানিয়েছেন কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, প্রয়োজনে তিনি এবং তৃণমূল কংগ্রেস তথ্য, নথি এবং সিসিটিভি ভিডিও ফুটেজ-সহ তদন্তে সহযোগিতা করতে প্রস্তুত । কুণালের আরও অভিযোগ, এনআইএ-র এসপি বিজেপি ক্যাডার হিসেবে কাজ করছেন এবং তৃণমূলের লোকদের গ্রেফতার বা হয়রানি করে বিজেপির উদ্দেশ্য পূরণ করছেন ।