পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিরোধীদের অভিযোগ নাটক, উপনির্বাচনে 6 আসনেই জয় নিশ্চিত; বলছেন কুণাল - ASSEMBLY BYPOLLS 2024

উপনির্বাচনে অশান্তি নিয়ে বিরোধীদের অভিযোগকে নাটক বলে কটাক্ষ কুণাল ঘোষের ৷ তাঁর দাবি, 6টি আসনেই জয় নিশ্চিত তৃণমূলের ৷

ETV BHARAT
উপনির্বাচনে 6 আসনেই জয় নিশ্চিত, বলছেন কুণাল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 13, 2024, 7:05 PM IST

কলকাতা, 13 নভেম্বর: বিক্ষিপ্ত কিছু ঘটনা বাদ দিলে মোটের উপর শান্তিপূর্ণ হয়েছে রাজ্যের 6 আসনের উপনির্বাচন ৷ এমনটাই দাবি রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের । প্রধান বিরোধী দল বিজেপি বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ তুললেও বিরোধীদের সব অভিযোগ খারিজ করে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ । সবক'টি আসনে তাঁর দলের জয় নিশ্চিত বলে দাবি করেন তিনি ৷

এদিন বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "ছটি আসনে উপনির্বাচনে রাজ্যে কোনও অশান্তির ছবি নেই । জনগণের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিরোধীরা । নাচতে না পারলে উঠোন বাঁকা । নির্বাচনে নানা রকম নাটক করার চেষ্টা করেছে ।"

এদিন বিরোধীদের তোলা অশান্তির অভিযোগ খারিজ করে দিয়ে তিনি বলেন, "কারা অশান্তির কথা বলছেন ! তাঁদের দলের লোক কোথায় ! আমার মনে হয় বিরোধীরা সামনে থেকে পেরে উঠছে না । তাদের সামনে না-রেখে কোনও কোনও মিডিয়া তাদের হয়ে ভোটের লড়াই করলেও এর থেকে বেশি ভোট পাবে ।"

এদিন কুণাল ঘোষ বলেন, "উপনির্বাচনকে সামনে রেখে কিছু জায়গায় নাটক করার চেষ্টা করেছে বিরোধীরা । পরাজয় নিশ্চিত জানতে পেরেই এ রকম রাজনীতি করছে বিরোধীরা ।" ভাটপাড়ায় দলীয় কর্মী খুনের জন্য এদিন বিজেপিকেই দায়ী করেছেন তিনি । একইসঙ্গে তাঁর দাবি, "তৃণমূল কংগ্রেস উন্নয়নের উপর ভরসা রাখে । মানুষের উপর ভরসা রেখেই ভোট করছে । লোক নেই, জন নেই অধিকাংশ জায়গায় তারা এজেন্ট দিতে পারেনি । সেই জায়গা থেকে বিরোধীরা ভিত্তিহীন অভিযোগ করছেন । নাচতে না পারলে উঠোন বাঁকা, তারা জানে সরাসরি তারা হারতে চলেছে । পরাজয় থেকে গা বাঁচাতেই এখন তৃণমূলের কিছু আঙুল তোলা হচ্ছে ৷"

একইসঙ্গে, এদিন ভাটপাড়ায় তৃণমূল কর্মী খুন নিয়েও তাঁকে প্রশ্ন করা হয়েছিল । কুণাল বলেন, "ভাটপাড়ায় যে ঘটনাটি ঘটেছে, তা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল কর্মী খুন । নৈহাটি কেন্দ্রে বিজেপি হারতে চলেছে । এই অবস্থায় তাদের ভরসা বোমা, গুলি, সমাজ বিরোধীরাই । ওই এলাকায় এই ধরনের কাজ কারা করেন তা বাংলার মানুষ জানে । ওই এলাকায় তারা পরিচিত ।" কুণালের অভিযোগ, পরাজয় নিশ্চিত জেনেই তৃণমূল কর্মীর প্রাণ নেওয়া হল ।

ABOUT THE AUTHOR

...view details