কলকাতা, 16 ফেব্রুয়ারি: বকেয়া করদাতাদের মাথায় হাত ৷ করের উপর সুদে ও জরিমানায় আর একলপ্তে মিলবে না বিরাট ছাড় ৷ নতুন অর্থবর্ষে চালু হবে নতুন ধরনের ওয়েভার ৷ যত বেশি দিনের বকেয়া তত কম ছাড় ৷ দীর্ঘদিন ধরে বকেয়া থাকা কর একসঙ্গে মেটালে সুদের উপর 50 শতাংশ, জরিমানার উপর 99 শতাংশ ছাড় মিলত ৷ ইতিমধ্যে নতুন ওয়েভার স্কিমের প্রস্তাব মেয়র পরিষদের বৈঠক ও মাসিক অধিবেশনে পাশ হয়েছে ৷
আগামী 2024-25 অর্থবর্ষের এই ওয়েভার স্কিম চালু হবে ৷ বর্তমানে চলা ওয়েভার স্কিম বন্ধ হবে আগামী মাসের শেষ দিনে ৷ নয়া পদ্ধতিতে ওয়েভার শুরু হলে করদাতাদের কর না-দিয়ে ফেলে রাখার প্রবণতা অনেকটাই কমবে বলে আশাবাদী পৌর আধিকারিকরা ৷ এতে করবাবদ আয়ও অনেকটাই বাড়বে বলে মনে করা হচ্ছে ৷
কলকাতা পৌরনিগম সূত্রে খবর, নতুন অর্থবর্ষে যে ওয়েভার স্কিম চালু হচ্ছে, তাতে যত বেশি সময় ধরে বকেয়া তত কম ছাড় ৷ নতুন স্কিমে বলা হয়েছে, কর বকেয়া যদি দু'বছর পর্যন্ত থাকে, তাহলে সুদের উপর 50 শতাংশ ও জরিমানায় 99 শতাংশ মুকুব হবে ৷ দুবছরের বেশি পাঁচ বছরের কম সময় পর্যন্ত বকেয়া করদাতারা কর মেটালে সুদের উপর 45 শতাংশ ও জরিমানা উপরে 75 শতাংশ মকুব হবে ৷ 5-10 বছর সময় কর বাকি আছে, এমন ক্ষেত্রে সুদের উপর 35 শতাংশ এবং জরিমানায় 50 শতাংশ ছাড় মিলবে ৷ 10 বছরের বেশি সময় পর্যন্ত বকেয়া কর মেটালে সুদের উপর 30 ও জরিমানায় 25 শতাংশ ছাড় মিলবে ৷
এই প্রসঙ্গে কলকাতা পৌরনিগমের আধিকারিকরা জানান, বকেয়া করদাতাদের আর বেশি সুযোগ দেওয়া হবে না ৷ কর ফেলে রাখার প্রবণতা কমাতে হবে ৷ তাই এই নয়া ওয়েভার স্কিম ৷ বেশি ছাড় চাইলে বেশি সময় ধরে কর বকেয়া রাখতে পারবেন না করদাতারা ৷
আরও পড়ুন:
- 'আইন করলেই তো ধাক্কা খাব', শহরে ছাদ বিক্রির কথা স্বীকার করে বললেন ফিরহাদ
- নাগরিকদের জন্য সুখবর ! সম্পত্তি কর ছাড় নিয়ে বড় ঘোষণা পৌরনিগমের
- সম্পত্তি করে লক্ষ্মীলাভ কলকাতা পৌরনিগমের, কোষাগারে জমা পড়ল হাজার কোটির বেশি টাকা