পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চিকিৎসক কুণাল-সুবর্ণের সমন খারিজ পুলিশের, লালবাজারে সিবিআই - RG Kar doctor Rape and murder case - RG KAR DOCTOR RAPE AND MURDER CASE

RG Kar Doctor Death
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার মৃত্যুতে উত্তপ্ত রাজ্য তথা দেশ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 12:13 PM IST

Updated : Aug 16, 2024, 10:48 PM IST

আরজি করে মহিল চিকিৎসকের বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদ আন্দোলন জারি রইল ৷ রবিবার জুনিয়র চিকিৎসকদের সংগঠনের তরফে শহরে মহামিছিল ৷ বুধবার রাতে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার প্রতিবাদে আজ রাজ্যে 12 ঘণ্টার বনধ ডেকেছে এসিইউসিআই ৷ জেলা জেলায় বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ কলকাতাতেও বনধের প্রভাব পড়েছে ৷ হাজরা মোড়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও বনধ সমর্থকদের মধ্যে ৷ এই ইস্যুতে আজ রাজ্যে দু'ঘণ্টার অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে বিজেপি ৷

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভাঙচুরের ঘটনার পরিপ্রেক্ষিতে, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) ফের কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে ৷ এর আগে, 13 অগস্ট কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার সঙ্গে বৈঠকের পরে ধর্মঘট প্রত্যাহার করেছিল আবাসিক চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ৷ পাশাপাশি ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তরফে কর্মবিরতির কথা জানানো হয়েছে ৷ শনিবার সকাল 6টা থেকে কর্মবিরতি শুরু হবে ৷ চলবে রবিবার সকাল 6টা পর্যন্ত ৷

উত্তর থেকে দক্ষিণ, কলকাতা থেকে কাকদ্বীপ রাজ্যজুড়ে 'মেয়েদের রাত দখল'৷ আরজি করে চিকিৎসক পড়ুয়া খুনের প্রতিবাদে রাত জাগলেন মেয়েরা ৷ সঙ্গে ছিলেন হাজার হাজার প্রতিবাদী পুরুষও ৷ রাজ্যের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র মোমবাতি হাতে মিছিল, স্লোগান, গান, কবিতায় প্রতিবাদ জানাল নারী শক্তি ৷ শহর কলকাতা তো বটেই, রাত জাগল কলকাতা থেকে কাকদ্বীপ ৷ শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি ৷ শান্তিনিকেতন থেকে সোদপুর ৷ আর সব জায়গার ছবিটা প্রায় একই ৷ রাজনৈতিক দলের কোনও পতাকা নেই, সাধারণ গৃহবধূ থেকে সেলিব্রিটি 14 অগস্ট রাতে এক সারিতে হাঁটলেন সকলেই ৷ সকলেরই মুখে একটাই কথা, 'এই নৃশংশ খুনের বিচার চাই' ৷

স্বাধীনতা দিবসের প্রাককালে রাতে মেয়েদের রাত দখলের কর্মসূচির মাঝেই তাণ্ডব চলল আরজি কর হাসপাতালে ৷ ভয়ঙ্কর অবস্থা ধরা পরল আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে । একদল দুষ্কৃতী আচমকা তাণ্ডব চালিয়ে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ৷ আরজি করে তাণ্ডবের ঘটনায় প্রশ্ন উঠেছে সিবিআই ও পুলিশের ভূমিকায় নিয়ে ৷ কেন পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না ৷

LIVE FEED

5:01 PM, 19 Aug 2024 (IST)

লালবাজারে সিবিআই

লালবাজারে ঢুকলেন সিবিআই-এর তিন সদস্যের একটি দল ৷ তাঁরা কলকাতা পুলিশের যে তদন্তকারী দল আরজি করে চিকিৎসক হত্যার ঘটনার তদন্ত করছিল, সেই স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যদের সঙ্গে কথা বলবেন ৷

4:34 PM, 19 Aug 2024 (IST)

দুই ডাক্তারের সমন বাতিল করল লালবাজার

প্রায় এক ঘণ্টা পর লালবাজার থেকে বেরিয়ে এলেন দুই চিকিৎসক কুণাল ও সুবর্ণ ৷ তাঁরা বেরিয়ে এসে জানান, পুলিশের সঙ্গে তাঁদের সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে ৷ কিন্তু তাঁরাও পরিষ্কার জানিয়ে দিয়েছেন, চিকিৎসকদের সমন দিয়ে ডাকার কোনও প্রয়োজন নেই ৷ চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, "আমরা পুলিশকে জানিয়েছি, সমন দিয়ে ডাকার কোনও দরকার ছিল না ৷ এতে সমগ্র চিকিৎসক সমাজ একে কড়া প্রতিক্রিয়া দিয়েছে ৷ এরপর কোনও চিকিৎসককে সমন দেওয়ার আগে 5 বার ভাববেন ৷ অনেক আগেই তাঁরা আমাদের সঙ্গে আলোচনায় বসতে পারতেন ৷ আমরা গঠনমূলক পরামর্শ দিতে পারতাম ৷" তিনি আরও জানান, পুলিশ কোথায় তদন্ত করতে ব্যর্থ হয়েছে, দোষীকে খুঁজতে ব্যর্থ হয়েছে, সেবিষয়েও পুলিশকে জানিয়েছেন তাঁরা ৷ ডাক্তার কুণাল সরকারও বলেন, "ডাক্তারদের সঙ্গে কথা বলার জন্য সমন পাঠানোর প্রয়োজন নেই ৷ এমনি কথা বলতেই পারেন ৷"

দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী (ইটিভি ভারত)

3:23 PM, 19 Aug 2024 (IST)

লালবাজারে ঢুকলেন দুই চিকিৎসক

আরজি করে মহিলা চিকিৎসক মৃত্যুর ঘটনায় নির্যাতিতার নাম, পরিচয় প্রকাশ করার অভিযোগ উঠেছে দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীর বিরুদ্ধে ৷ রবিবারই লালবাজার তাঁদের তলব করেছিল ৷ দুই চিকিৎসকই জানিয়েছিলেন তাঁরা সোমবার দুপুরে লালবাজারে হাজিরা দেবেন ৷ সোমবার দুপুরে কলকাতা মেডিক্যাল কলেজে দুই চিকিৎসককে তলবের প্রতিবাদে বিশাল সংখ্যায় চিকিৎসকরা জমায়েত করেন ৷ সেখানে সাংবাদিকদের সঙ্গে কথা বলে দুই চিকিৎসককে নিয়ে চিকিৎসকদের একটি মিছিল রওনা দেয় লালবাজারের উদ্দেশ্যে ৷ এরপর লালবাজারের বেশ কিছুটা আগেই চিকিৎসকদের মিছিল আটকে দেয় বিশাল পুলিশ বাহিনী ৷ শুধুমাত্র দুই চিকিৎসককেই লালবাজারে ঢুকতে দেওয়া হবে বলে জানানো হয় ৷ পুলিশ তাঁদের সঙ্গে নিয়ে লালবাজারে ঢোকে ৷ এদিকে লালবাজারের অদূরে যেখানে মিছিল আটকে দেওয়া হয়েছিল, সেখানে মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছেন চিকিৎসকেরা ৷

লালবাজারে ঢুকলেন দুই চিকিৎসক (ইটিভি ভারত)

3:03 PM, 19 Aug 2024 (IST)

আরজি করে চিকিৎসকদের হাতে রাখি পরাল পুলিশ

একদিকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের মিছিল এগিয়ে চলেছে লালবাজারের দিকে ৷ অন্য়দিকে আরজি কর হাসপাতালের ছবিটা অন্যরকম ৷ সেখানে পুলিশ কর্মীরা আন্দোলনরত চিকিৎসকদের হাতে রাখি পরিয়ে দিচ্ছেন ৷ এদিন হাসপাতাল চত্বরে নির্যাতিতার প্রতিকৃতি তৈরি করে তাতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ৷

আরজি করে নিহত চিকিৎসকের প্রতিকৃতি (ইটিভি ভারত)

2:39 PM, 19 Aug 2024 (IST)

কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চিকিৎসকদের মিছিল

লালবাজারের উদ্দেশ্যে রওনা দিলেন দুই চিকিৎসক কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামী ৷ তাঁদের নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ থেকে লালবাজারের দিকে রওনা দিল চিকিৎসকদের মিছিল ৷ আন্দোলনকারী চিকিৎসকদের আটকাতে লালবাজারে গার্ডরেল দিকে রাস্তা বন্ধ করা হয়েছে ৷ তাই লালবাজার পর্যন্ত চিকিৎসকরা আদৌ পৌঁছতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে ৷

2:10 PM, 19 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মানববন্ধন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের

আজ রাখি বন্ধনে আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে মানববন্ধন কলকাতা মেডিক্যাল কলেজের পড়ুয়াদের ৷ এদিন সকালে হাতে রাখি পড়ে মানববন্ধন করে প্রতিবাদ দেখান চিকিৎসক পড়ুয়ারা ৷

1:45 PM, 19 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে এবার পথে নামলেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরা ৷ সোমবার হাইকোর্ট চত্ত্বরে পথে প্ল্যাকার্ড হাতে 'বিচার চাই' এই স্লোগানে হাঁটলেন আইনজীবীরা ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট ৷

1:26 PM, 19 Aug 2024 (IST)

'বিচার চাই'! আরজি করের আন্দোলন মঞ্চে এবার প্রাক্তনীরা

ভালোবাসার বাড়ি আজ কলঙ্কিত ! তাই পথে নামলেন আরজি কর হাসপাতালের প্রাক্তনীরা । রাখির দিন তাঁরা আসেন আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । এখানে তাঁরা সামিল হন জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ৷ 1964 ও 1968 দীর্ঘ চার বছর ধরে মেডিক্যাল কলেজে তাঁদের সময় কেটেছে ৷ পুরো আরজি কর জুড়ে তাঁদের স্মৃতির পাহাড় । ভালোবাসার নাম দিয়ে জীবনের মণিকোঠায় তুলে রেখেছেন তাঁদের প্রিয় এই হাসপাতালকে । কিন্তু সেই আরজি কর আজ রক্তাক্ত ৷ প্রাণ গিয়েছে এক মহিলা চিকিৎসক পড়ুয়ার । এই মৃত্যু কোনভাবেই মেনে নিচ্ছেন না তাঁরা ৷ আন্দোলনের সামিল হয়ে তাঁদের মুখেও এক দাবি, 'বিচার চাই' ।

12:44 PM, 19 Aug 2024 (IST)

গ্রেফতার হওয়া মোহন-ইস্ট সমর্থকদের ছেড়ে দেওয়া হচ্ছে, হাইকোর্টে জানাল রাজ্য

রবিবার যে সকল মোহন-ইস্ট সমর্থক গ্রেফতার হয়েছিলেন তাঁদের পিআর বন্ডে মুক্তি দেওয়া হবে ৷ ইতিমধ্যে এ ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে পুলিশ । সোমবার হাইকোর্টে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এমনটাই জানালেন রাজ্যের আইনজীবী অমিতেশ বন্দ্যোপাধ্যায় । তিনি আরও জানান, মোহন-ইস্ট সমর্থকদের ছেড়ে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ৷ কিছুটা সময় লাগবে ।

11:41 AM, 19 Aug 2024 (IST)

সিবিআই হাতে তথ্য তুলে দিতে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষ

সোমবার সকালে সিজিও কমপ্লেক্সের সিবিআই দফতরে পৌঁছলে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র কুণাল ঘোষ ৷ তাঁর দাবি, তিনি জুনিয়র ডাক্তারদের দেওয়া তথ্য সিবিআই আধিকারিকদের হাতে তুলে দেবেন ৷ এর আগে কলকাতা পুলিশের হাতে এই তথ্য দেননি কেন? এর উত্তরে তিনি জানান, তখন এই তথ্যগুলি জুনিয়র ডাক্তাররা মুখে বলেছিলেন ৷ সেই তথ্য তিনি কীভাবে দেবেন ৷ এখন হাতে লেখা পুরো তথ্য তাঁর কাছে এসেছে ৷ সেটা তিনি সিবিআইকে দিতে চান ৷

11:25 AM, 19 Aug 2024 (IST)

গ্রেফতার এড়াতে হাইকোর্টের দ্বারস্থ সুখেন্দু শেখর রায়, মামলার শুনানি মঙ্গলে

গ্রেফতার হওয়ার আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ আরজি কর-কাণ্ডে তাঁকে দু'বার নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ ৷ হাজিরা না-দেওয়ায় গ্রেফতারির আশঙ্কা করছেন তিনি ৷ সোমবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে মামলার আবেদন করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ৷ আগামিকাল মামলার শুনানি ৷

11:00 AM, 19 Aug 2024 (IST)

মোহন-ইস্ট সমর্থকদের আটকের বিরুদ্ধে সরব তৃণমূল সাংসদ সুখেন্দু

রবিবার আরজি কর-কাণ্ডের প্রতিবাদে কলকাতার রাজপথে গর্জে উঠেছিলেন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সমর্থকররা ৷ যা ছিল নজিরবিহীন ৷ কারণ চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাবের একই ইস্যুতে প্রতিবাদে গর্জের নজির বিশ্বফুটবলেও নেই বললেই চলে ৷ তবে মোহন-ইস্ট সমর্থকরা যুবভারতী পৌঁছনোর আগেই পুলিশ ব্যারিকেড করে আটকে দেয় দুই দলের সমর্থকদের ৷ ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করতে ইস্ট-মোহন সমর্থকদের ধরপাকড় শুরু করে পুলিশ ৷ তাঁদের আটক করে প্রিজন ভ্যানেও তোলা হয় ৷ এরই প্রতিবাদে তৃণমূল সাংসদ এক্স হ্যান্ডেলে লেখেন, "আমি সকল ফুটবল ও ক্রীড়াপ্রেমীদের কাছে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পদ্ধতিতে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের সমর্থকদের নির্বিচারে গ্রেফতারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করার আহ্বান জানাই ৷ জয় মোহনবাগান ! জয় ইস্টবেঙ্গল!

10:21 AM, 19 Aug 2024 (IST)

আরজি করে তাণ্ডবের ঘটনায় গ্রেফতারের সংখ্যা বেড়ে 35

আরজি কর হামলা চালানোর ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করলেন কলকাতা পুলিশের গুন্ডাদমন শাখার গোয়েন্দারা ৷ এই নিয়ে আরজি করে হামলার ঘটনায় মোট ৩৫ জনকে গ্রেফতার করা হল ৷ সেই সঙ্গে আরজি কর-কাণ্ডে আরও এক চিকিৎসককে নোটিশ দিয়েছে পুলিশ । তাঁকে আজই লালবাজারে তলব করা হয়েছে ৷

10:30 PM, 18 Aug 2024 (IST)

আরজি কর হাসপাতালের আশপাশে 163 ধারা জারি

18-24 অগস্ট আরজি কর হাসপাতালের আশপাশের বেশ কয়েকটি রাস্তায় ভারতীয় ন্যায় সুরক্ষা সংহিতার 163 ধারা (পূর্বে ভারতীয় দণ্ডবিধির 144 ধারা) জারি করা হয়েছে ৷ কোনও ধরনা, মিছিল করা যাবে না এই রাস্তায় ৷

9:44 PM, 18 Aug 2024 (IST)

আরজি কর নিয়ে বার্তা দিলেন অভিনেতা-নেতা মিঠুন

আরজি করে চিকিৎসক হত্যার ঘটনায় বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বার্তা দিলেন ৷ রবিবার একটি ভিডিয়ো বার্তায় তিনি বলেন, "আমি অনেকদিন ধরে অনেক জায়গায় অনেক বার বলে এসেছি যে, আগামী দিনে পশ্চিমবঙ্গের অবস্থা খুবই ভয়াবহ হয়ে উঠবে ৷ বাঙালি হয়ে মাথা উঁচু করে দাঁড়াবার ক্ষমতা হারিয়ে ফেলছি ৷ পরিবারের (নির্যাতিতার) প্রতি আমার সম্পূর্ণ সহানুভূতি রইল ৷ যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তাড়াতাড়ি তাদের গ্রেফতার করে শাস্তি দেওয়া হোক ৷ এটাই সবথেকে বড় কাম্য ৷"

মিঠুন চক্রবর্তীর বার্তা (ইটিভি ভারত)

9:39 PM, 18 Aug 2024 (IST)

70 জন পদ্ম সম্মানে ভূষিত চিকিৎসকরা চিঠি দিলেন প্রধানমন্ত্রীকে

70 জন পদ্ম সম্মানে ভূষিত চিকিৎসক এবার চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ৷ কলকাতার আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের নৃশংস মৃত্যুর প্রতিবাদ জানিয়েছেন তাঁরা এই চিঠিতে ৷ দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে হওয়া হিংসাত্মক ঘটনায় দ্রুত পদক্ষেপ করার দাবি তুলেছেন ওই চিকিৎসকরা ৷ এধরনের ঘটনাগুলিতে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য আইন প্রণয়নের আবেদন জানিয়েছেন তাঁরা ৷

7:32 PM, 18 Aug 2024 (IST)

সোমবার দুপুরে লালবাজার পৌঁছবেন ডাঃ কুণাল ও ডাঃ সুবর্ণ

আরজি করে চিকিৎসক হত্যার ঘটনায় অন্যান্য চিকিৎসকদের সঙ্গে সরব হয়েছেন ডাঃ কুণাল সরকার এবং ডাঃ সুবর্ণ গোস্বামী ৷ তাঁরা সোশাল মিডিয়া, সংবাদমাধ্যমে তাঁদের বক্তব্য জানিয়েছেন ৷ পুলিশের অভিযোগ, তাঁরা এই ঘটনায় ভুল তথ্য ছড়িয়েছেন ৷ তাই তাঁদের দু'জনকেই রবিবার লালবাজারে তলব করা হয়েছিল ৷ দুই প্রবীণ চিকিৎসকই জানিয়ে দেন যে, রবিবার তাঁরা লালবাজারে যাবেন ৷ জানা গিয়েছে সোমবার দুপুর 2টো নাগাদ ডাঃ কুণাল সরকার এবং ডাঃ সুবর্ণ গোস্বামী লালবাজারে যাবেন ৷ রাজ্যের জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস সংগঠন জানিয়েছে, চিকিৎসকরা মিছিল করে তাঁদের নিয়ে যাবেন ৷ এদিকে দ্বিতীয় বারের জন্য তলব করা হল সুখেন্দু শেখর রায়কে ৷

6:19 PM, 18 Aug 2024 (IST)

বিচারের দাবিতে তারকাদের মিছিল

টলি সেলেবরাও আজ পথে ৷ তাঁদের মিছিল খান্না থেকে শ্যামবাজারের দিকে এগিয়ে চলেছে ৷ মিছিলে হাঁটছেন পাওলি দাম, পরমব্রত চট্টোপাধ্যায়, ঐন্দ্রিলা-অঙ্কুশ, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, ঋত্বিক চক্রবর্তী এবং আরও অনেকে ৷

6:03 PM, 18 Aug 2024 (IST)

'ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট', কটাক্ষ শুভেন্দু অধিকারীর

একদিকে যখন জুনিয়র ডাক্তারদের সংগঠন কলেজ স্কোয়ার থেকে মেগা মিছিল নিয়ে শ্যামবাজারের দিকে যাচ্ছে, সেই সময় ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের সমর্থকরা জড়ো হয়েছেন যুবভারতীর সামনে ৷ দু'জায়গাতেই স্লোগান একটাই 'উই ওয়ান্ট জাস্টিস' ৷ আরজি কর হাসপাতালের মৃত মহিলা চিকিৎসকের ন্যায় বিচারের দাবিতে উত্তাল কলকাতা ৷ যুবভারতীতে তিন প্রধানের সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি হয় ৷ লাঠি চার্জও করতে দেখা যায় পুলিশকে ৷ বেশ কয়েকজন সমর্থককে পুলিশ প্রিজন ভ্যানে তুলে আটক করে ৷ পরে তাঁদের ছেড়ে দেওয়া হয় ৷ অবরুদ্ধ হয়ে পড়ে বাইপাস ৷

এরই মধ্যে কবিতা লিখে সোশাল মিডিয়ায় পোস্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ তিনি লিখলেন, "প্রতিবাদের ডার্বি করে বাতিল, মমতা বন্দ্যোপাধ্যায় কি করলে হাসিল? উঠিয়েছো লাঠি এবার যবে, দেখবে কেমন খেলা হবে ! ইলিশ-চিংড়ি বেঁধেছে জোট, মমতা পুলিশ এবার ফোট..."

5:05 PM, 18 Aug 2024 (IST)

আরজি করে চিকিৎসকের হত্যার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের

আরজি করের নিহত চিকিৎসকের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ সুপ্রিম কোর্টের ৷ 20 অগস্ট মামলার শুনানি হবে ৷

সুপ্রিম কোর্টের স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ (ছবি: পিটিআই)

4:51 PM, 18 Aug 2024 (IST)

তিন প্রধানের সমর্থকদের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাস

ডার্বি বাতিলের প্রতিবাদে ফুটল সমর্থকদের প্রতিবাদকে ছত্রভঙ্গ করতে পুলিশের লাঠিচার্জ ৷ পুলিশ ধেয়ে গেল ইস্টবেঙ্গল, মোহনবাগানের সমর্থকদের দিকে ৷ তাঁদের অনেককে প্রিজন ভ্যানে তুলল পুলিশ ৷ ঘটনাস্থলে পৌঁছেছেন কল্যাণ চৌবে ৷ এলাকায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী ৷ সমর্থকদের জার্সি ধরে পুলিশের টানাটানি, ধস্তাধস্তিতে ক্ষুব্ধ সমর্থকরা ৷ উলটোডাঙার দিকে সমর্থকদের তাড়িয়ে নিয়ে যাচ্ছে পুলিশ ৷ আটকদের একে একে ছেড়ে দিচ্ছে পুলিশ ৷ তিন প্রধান ফুটবল ক্লাবের সমর্থকদের বিক্ষোভে অবরুদ্ধ বাইপাস ৷

আটক ফুটবল সমর্থক (ইটিভি ভারত)

4:05 PM, 18 Aug 2024 (IST)

'আমরা বিচার চাই', এক হল ইস্ট-মোহন

ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান সব শিবিরের সমর্থকরা জড়ো হয়েছেন যুবভারতীর সামনে ৷ পুলিশের সঙ্গে তাঁদের কথা হয় ৷ পুলিশ সমর্থকদের আবেদন জানান, শান্তিপূর্ণ প্রতিবাদে কোনও আপত্তি নেই ৷ তবে এলাকায় বিএনএসএস-এর 163 ধারা (ভারতীয় দণ্ডবিধির 144 ধারা) জারি করা হয়েছে ৷ তাই তাঁদের যুবভারতী থেকে 200 মিটার দূরে গিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদের অনুরোধ জানায় পুলিশ ৷ সমর্থকরা তা মেনে নিয়েছেন ৷

3:09 PM, 18 Aug 2024 (IST)

যুবভারতীর সামনে ইস্টবেঙ্গল-মোহন বাগানের সমর্থকদের 'উই ওয়ান্ট জাস্টিস'

ডার্বি বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানাচ্ছে দুই প্রধানের সমর্থকরা ৷ আরজি করের বর্বরোচিত ঘটনাকে হাতিয়ার করে বিভিন্ন ফ্যান ক্লাব তাদের মতো করে ডার্বি বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ করছে ৷ ইতিমধ্যে মোহনবাগান ক্লাবের সামনে সমর্থকদের একাংশ 'উই ওয়ান্ট জাস্টিস' লেখা পোস্টারে প্রতিবাদ করেছেন ৷ বেলেঘাটায় প্রতিবাদ হয়েছে ৷ সোমবার হরিনাভিতে প্রতিবাদ সূচি করা হয়েছে ৷ যুবভারতী ক্রীড়াঙ্গনের মূল প্রবেশদ্বারে রবিবার বিকেলে প্রতিবাদে সামিল হবেন ইস্ট-মোহনের সমর্থকরা ৷

1:36 PM, 18 Aug 2024 (IST)

জুনিয়র চিকিৎসকদের মহামিছিল

রবিবার দুপুরে কলেজ স্কোয়ারে এক হাঁটু জল, মাথার উপর প্রবল বৃষ্টি ৷ এর মধ্যেই আরজি করে নিহত চিকিৎসকের বিচারের দাবিতে পথে নামল জুনিয়র চিকিৎসক সংগঠন ৷ কলেজ স্কোয়ার থেকে নির্ধারিত সময় মেনেই শুরু হয় জুনিয়র ডক্টর্স ফ্রন্টের মহামিছিল ৷ শ্যামবাজার পর্যন্ত এই দিন মিছিল করেন চিকিৎসকরা ৷ প্রায় 25টি মেডিক্যাল কলেজ থেকে জুনিয়র চিকিৎসকেরা সামিল হন মিছিলে ৷ বৃষ্টিতে ভিজে ছাতা মাথায় নিয়ে তাঁদের গলায় স্লোগান 'বিচার চাই' ৷ এদিকে শ্যামবাজার ও বেলগাছিয়া এবং তার আশেপাশের বেশ কিছু রাস্তায় 144 ধারা বা ভারতীয় ন্যায় সংহিতার 163 ধারা জারি করা হয়েছে ৷ রবিবার সকাল থেকেই আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে চলছে মাইকিং ৷

চিকিৎসক আন্দোলনে অবরুদ্ধ শ্যামবাজার (ইটিভি ভারত)

1:19 PM, 18 Aug 2024 (IST)

নির্ধারিত সময়ের আগেই সিজিওতে সিবিআই দফতরে সন্দীপ ঘোষ

রবিবার সিজিও কমপ্লেক্সে সকাল 11টা নাগাদ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে। কিন্তু, নির্ধারিত সময়ের আগেই সিবিআই দফতরে হাজির হন সন্দীপ ঘোষ ৷ এদিন, সকাল 10টা 15 মিনিট নাগাদ বেলেঘাটায় নিজের বাড়ি থেকে বের হয়ে সকাল 10টা 40 মিনিট নাগাদ পৌঁছে যান সিজিওতে ৷ এর আগে শুক্রবার বিকেলে সিবিআই দফতরে প্রায় টানা 10 ঘণ্টা জেরা করা হয় তাঁকে । শনিবার সিজিওতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে 13 ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। আজও ফের ডাকা হয়েছে তাঁকে ৷

11:24 AM, 18 Aug 2024 (IST)

নির্যাতিতার পরিচয় প্রকাশ, গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসককে তলব লালবাজারে

আরজিকর কাণ্ডে নির্যাতিতার নাম প্রকাশ করার অভিযোগে এবার শহরের দুই নামজাদা চিকিৎসককে ডেকে পাঠালো কলকাতা পুলিশ । ডাঃ সুবর্ণ গোস্বামী এবং ডাঃ কুণাল সরকারকে আজ বেলা তিনটের মধ্যে লালবাজারে তলব করা হয়েছে। বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কেও রবিবার ডেকে পাঠানো হয়েছে লালবাজারে ৷ কিন্তু, বিজেপির সাংসদকে কলকাতা পুলিশের সদর দফতরে ডেকে পাঠানোর সঠিক কারণ এখনও জানা যায়নি ৷

10:06 AM, 18 Aug 2024 (IST)

আরজি করের ঘটনায় বিনীত গোয়েলের গ্রেফতারি চান তৃণমূল সাংসদ

আরজি কর কাণ্ডে দল এবং সরকারের অস্বস্তি বাড়িয়ে কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের গ্রেফতারি চাইলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সুখেন্দুশেখর রায়। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন, সিবিআই সঠিকভাবে তদন্ত করুক। সিপি, প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরা করুক ৷ কারা আত্মহত্যার কথা রটিয়েছিল? কেন ঘটনার 3 দিন পরে ঘটনাস্থলে স্নিফার ডগ? কেন সেমিনার হলের দেওয়াল ভাঙা হল? এরকম শতাধিক প্রশ্ন আছে। তাহলেই জানা যাবে কীভাবে তাঁরা এতটা প্রভাবশালী, কাদের আশ্রয়ে এই কর্মকাণ্ড।

9:01 AM, 18 Aug 2024 (IST)

চিকিৎসকদের সুরক্ষায় আইন চাই, আরজি কর কাণ্ডে প্রধানমন্ত্রীকে চিঠি দিল আইএমএ

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে মহিলা পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশে। এই ঘটনার প্রক্ষিতে দেশের সর্বত্র হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। চিঠিতে প্রধানমন্ত্রীর কাছে পাঁচটি দাবি জানানো হয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠনের তরফে ৷ স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় প্রধানমন্ত্রীর কাছে একটি কেন্দ্রীয় আইন কার্যকর করার দাবি জানিয়েছে আইএমএ ৷ চিঠিতে আরজি কর কাণ্ডে স্বচ্ছ তদন্ত নিশ্চিত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয়েছে ৷ হাসপাতালগুলিতে বিমানবন্দরের মতো নিরাপত্তা চেয়েছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ৷

7:40 AM, 18 Aug 2024 (IST)

সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ রাজ্য অর্থোপেডিক অ্যাসোসিয়েশনের

এবার আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশন। সন্দীপ ঘোষের সদস্যপদ বাতিল করে দেওয়া হল। যতদিন না তিনি নির্দোষ প্রমাণিত হচ্ছেন, ততদিন তাঁর সদস্যপদ বাতিল থাকছে। ফলে, আপাতত রাজ্য অর্থপেডিক অ্যাসোসিয়েশনের ব্যানারে কোনও কাজই করতে পারবেন না আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ।

আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (ইটিভি ভারত)

6:28 AM, 18 Aug 2024 (IST)

গিরীশ মঞ্চ থেকে আরজি কর পর্যন্ত হাঁটলেন নাট্যকর্মীরা

আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে শনিবারের রাতে গিরীশ মঞ্চ থেকে আরজি কর হাসপাতাল পর্যন্ত হাঁটলেন বাংলার নাট্যকর্মীরা। হাঁটলেন দেবশঙ্কর হালদার থেকে শুরু করে সুজন মুখোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, পৌলমী বসু, লোকনাথ দে, নিবেদিতা মুখোপাধ্যায়, দেবলীনা দত্ত, দেবনাথ চট্টোপাধ্যায়-সহ এই প্রজন্মের প্রথম সারির নাট্য-ব্যক্তিত্বরা। চড়া সুরে দাবি জানালেন অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির।

আরজি কর কাণ্ডে সুবিচার চেয়ে পথে নাট্যকর্মীরা (ইটিভি ভারত)

7:13 PM, 17 Aug 2024 (IST)

42 জন চিকিৎসকের বদলির নির্দেশ প্রত্যাহার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 42 জন চিকিৎসকের বদলির নির্দেশ প্রত্যাহার ৷ আরজি কর হাসপাতালে মৃত চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর প্রতিবাদে আন্দোলন চলছে ৷ তার সঙ্গে যুক্ত থাকা 42 জন চিকিৎসকের ট্রান্সফার নিয়ে শনিবার সকাল থেকেই রাজ্য রাজনীতি উত্তাল হয়ে রয়েছে ৷ চিকিৎসকদের একাংশের মধ্যে এই বিজ্ঞপ্তি নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল ৷ বিরোধী বিজেপি রাজ্য সরকারের এই পদক্ষেপের বিরোধিতা করে সরব হয়েছে ৷ এবার পূর্ব প্রকাশিত সেই বিজ্ঞপ্তি ফিরিয়ে নিল রাজ্য সরকার ৷ শনিবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম জানিয়ে দিলেন, আপাতত এই বদলি স্থগিত রাখা হচ্ছে ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বদলি স্থগিতের এই সিদ্ধান্ত, জানিয়েছেন স্বাস্থ্যসচিব ৷

6:04 PM, 17 Aug 2024 (IST)

প্রবল বৃষ্টিতেই বাম-কংগ্রেসের যৌথ মিছিল

আরজি করে ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বাম ও কংগ্রেসের যৌথ মিছিল ৷ বৃষ্টির মধ্যেই রাসবিহারী থেকে অ্যাকাডেমি পর্যন্ত হচ্ছে মিছিল ৷ মিছিলেন রয়েছেন বামেদের শীর্ষ নেতৃত্ব বিমান বসু ৷

5:36 PM, 17 Aug 2024 (IST)

হাওড়া ব্রিজ অবরোধ বামেদের

এবার হাওড়া ব্রিজ অবরোধ করল বামেরা ৷ শনিবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে এই কর্মসূচি নিয়েছে বামফ্রন্ট ৷

5:08 PM, 17 Aug 2024 (IST)

সল্টলেকের পর সঞ্জয়ের ভবানীপুরের বাড়িতে সিবিআই

আরজি কর কাণ্ড নিয়ে সকাল থেকে সিবিআই-এর তৎপরতা তুঙ্গে ৷ তিনটি দলে বিভক্ত হয়ে সিবিআই আধিকারিকরা সকাল থেকে তদন্ত চালাচ্ছেন ৷ একটি দল আরজি কর হাসপাতালে, একটি দল সিজিও কমপ্লেক্সে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ করছে, আরেকটি দল ঘটনায় একমাত্র গ্রেফতার হওয়া অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে নিয়ে সল্টলেকে কলকাতা আর্মড পুলিশ ফোর্থ ব্যাটেলিয়নের ব্যারাকে পৌঁছন তদন্ত করতে ৷ এরপর এখন সিবিআই আধিকারিকরা ভবানীপুরে শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিটে সঞ্জয় রায়ের বাড়িতে তদন্ত চালাচ্ছেন ৷ যদিও এর আগে সঞ্জয় রায়ের মা জানিয়েছিলেন, তাঁর ছেলে এই বাড়িতে খুব কমই আসেন ৷ তবু কলকাতা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সঞ্জয় রায় ঘটনার পর কালীঘাট অঞ্চলে ছিলেন ৷ সিবিআই আধিকারিকরা সম্ভবত জানার চেষ্টা করছেন, সেইদিন রাতে তিনি তাঁর ওই বাড়িতে এসেছিলেন কি না ৷

5:03 PM, 17 Aug 2024 (IST)

মিছিল রুখল পুলিশ

শনিবার বিকেলে কলেজ স্কোয়ারে মিছিল আটকাল পুলিশ ৷ সম্পূর্ণ অরাজনৈতিক এই নাগরিক মিছিলের কোনও অনুমতি নেই বলে জানায় পুলিশ ৷ এ নিয়ে পুলিশের সঙ্গে বচসা বাধে ৷ এই কর্মসূচির নাম দেওয়া হয়েছিল 'অধিকার দখলের' কর্মসূচি ৷

4:14 PM, 17 Aug 2024 (IST)

শনি-রবি পথে নামছেন অভিনেতা-অভিনেত্রীরা

শনিবার সাড়ে 10টায় গিরিশ মঞ্চ থেকে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল পর্যন্ত হাঁটবেন থিয়েটার শিল্পীরা ৷ তাঁরা জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলবেন ৷ পাশাপাশি রবিবার পথে নামবে গোটা টলিউড ৷ জানা গিয়েছে 'নির্যাতিতার বিচার চাই' ধ্বনি তুলে বাংলা বিনোদন দুনিয়ার সঙ্গে যুক্ত সবাই এদিন মিছিল করবেন ৷ সিনে পরিবারের তরফে কর্মসূচির বার্তা, "আরজি কর পরিবারের পাশে চলচ্চিত্র পরিবার ৷ আগামিকাল বিকেল 4টে নাগাদ টেকনিশিয়াম স্টুডিয়োয় মিলিত হয়ে, সেখান থেকে সন্ধ্যায় আরজি কর হাসপাতাল যাওয়া হবে ৷ প্রতিটি সংবেদনশীল চলচ্চিত্র কর্মীবন্ধুদের আসতে অনুরোধ করছি ৷"

টলিউডের মিছিল (ইটিভি ভারত)

2:48 PM, 17 Aug 2024 (IST)

লালবাজারে তলব মিনাক্ষীদের

আরজি করে ভাঙচুরের ঘটনায় মিনাক্ষী মুখোপাধ্যায়-সহ এসএফআই-ডিওয়াইএফআই-এর সাত নেতা-নেত্রীকে লালবাজারে তলব ৷ স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনা ঘটে ৷

মিনাক্ষী মুখোপাধ্যায়-সহ 7জন নেতানেত্রীকে তলব (ছবি সৌজন্য: মিনাক্ষী মুখোপাধ্যায়ের এক্স হ্যান্ডেল)

2:46 PM, 17 Aug 2024 (IST)

বাতিল হল কলকাতা ডার্বি

আরজি কর কাণ্ডের জেরে বাতিল হল কলকাতা ডার্বি ৷

বাতিল হল কলকাতা ডার্বি (ইটিভি ভারত)

2:43 PM, 17 Aug 2024 (IST)

আরজিকর কাণ্ডে মুখ খোলার জের! সরলেন ডাঃ শান্তনু সেন

তৃণমূল কাউন্সিলরদের গ্রুপ থেকে তাড়িয়ে দেওয়া হল কাকলি সেনকে ৷ আরজি কর হাসপাতাল কাণ্ডের প্রতিবাদ করেছিলেন তিনি ৷ তার জেরেই এই ঘটনা ঘটল বলে মনে করা হচ্ছে ৷ শনিবার কলকাতা পুরনিগমের স্বাস্থ্য উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়া হল প্রাক্তন তৃণমূলের মুখপাত্র ডাঃ শান্তনু সেনকে ৷

1:17 PM, 17 Aug 2024 (IST)

সঞ্জয়কে নিয়ে পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে সিবিআই

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে সল্টলেকে পুলিশের চতুর্থ ব্যাটেলিয়নের হেড কোয়ার্টারে গেলেন সিবিআই আধিকারিকরা ৷ সঞ্জয়ের গ্রেফতারের পরই প্রকাশ্যে আসে, সে অবৈধভাবে এই পুলিশ হেড কোয়ার্টারের ব্যারাকেই ইদানিং থাকছিল ৷ জেরায় সঞ্জয় এ কথা জানায় বলে দাবি পুলিশের ৷ আজ তাই সঞ্জকে নিয়ে পুলিশ ব্যারাকে আসেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা ৷

12:09 PM, 17 Aug 2024 (IST)

আজ ফের আরজি কর হাসপাতালে এলেন সিবিআই আধিকারিকরা

শুক্রবারের পর আজ ফের আরজি কর হাসপাতালে এলেন সিবিআই আধিকারিকরা । তাঁদের সঙ্গে রয়েছে থ্রিডি ম্যাপিং স্ক্যানার । তদন্তকারীরা হাসপাতালে পৌঁছে সোজা চারতলায় সেমিনার হলে চলে যান ৷

10:40 AM, 17 Aug 2024 (IST)

গতকাল 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ফের সিজিও-তে সন্দীপ ঘোষ

গতকাল মাঝ রাস্তা থেকে তুলে সিজিও কমপ্লেক্সে আনা হয়েছিল আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে ৷ 14 ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আজ ভোর রাতে তাঁকে ছাড়া হয় ৷ আজ সকালে ফের সল্টলেক সিজিও কমপ্লেক্সে এলেন তিনি ৷ সিবিআই-এর দাবি গুরুত্বপূর্ণ তথ্যগোপন করছেন সন্দীপ।

9:49 AM, 17 Aug 2024 (IST)

আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় গ্রেফতার আরও 6

আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় আরও 6 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ শুক্রবার রাতে হাওড়ায় তল্লাশি চালিয়ে বেশ কয়েকজনকে গ্রেফতার করে লালবাজার ৷ এ নিয়ে হাসপাতালে ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত মোট 30 জনকে গ্রেফতার করল পুলিশ ৷

8:38 AM, 17 Aug 2024 (IST)

সিজিও-তে সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ শুক্রবার রাত 9টা থেকে রাত 1:30 মিনিট পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় বলে জানা গিয়েছে ৷

6:54 AM, 17 Aug 2024 (IST)

আজ দেশজুড়ে 24 ঘণ্টার কর্মবিরতি চিকিৎসকদের

আরজি কর মেডিক্যাল কলেজে নির্যাতিতের ঘটনার বিচার দেয়ে এবং হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে আজ দেশজুড়ে 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ৷ চিকিৎসকদের কর্মবিরতি চলবে শনিবার সকাল 6টা থেকে রবিবার সকাল 6টা পর্যন্ত ৷

9:08 PM, 16 Aug 2024 (IST)

তদন্ত ত্রুটিপূর্ণ, লোপাট প্রমাণ!

সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে আরজি কর কাণ্ডে রিপোর্ট জমা দিল জাতীয় মহিলা কমিশন। এই রিপোর্টে নিরাপত্তা, পরিকাঠামো এবং মামলার তদন্তে ত্রুটির উল্লেখ করেছে । জাতীয় মহিলা কমিশনের তদন্ত রিপোর্টে বেশ কিছু বিষয়ে ত্রুটির উল্লেখ করা হয়েছে যাতে হাসপাতালের মহিলা চিকিৎসক, নার্সদের জন্য অপর্যাপ্ত সুবিধা এবং নিরাপত্তার অভাবের কথাও বলা হয়েছে।

7:20 PM, 16 Aug 2024 (IST)

আরজি কর কাণ্ডের তদন্তে থ্রি ডি ম্যাপিং

বগটুই, সন্দেশখালির পর এবার আরজি কর কাণ্ডের তদন্তে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দাদের হাতিয়ার থ্রি ডি ম্যাপিং ৷ ঘটনাস্থল থেকে খুঁটিনাটি প্রমাণ হাতে পেতে থ্রি ডি ম্যাপিং ব্যবহার করবেন সিবিআই আধিকারিকরা । দিল্লি থেকে আজই এই থ্রি ডি ম্যাপিং মেশিন নিয়ে কলকাতায় আসেন সিবিআইয়ের অতিরিক্ত গোয়েন্দারা। এই পদ্ধতিতে থ্রি ডি লেজার স্ক্যানারের মাধ্যমে ঘটনাস্থল থেকে প্রায় 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ছবি তোলা যায় ।

5:29 PM, 16 Aug 2024 (IST)

প্রয়োজনীয় নিরাপত্তার দাবি তুলল আইএমএ

আরজি কর কাণ্ডে সারা দেশে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা আতঙ্কিত হয়ে পড়েছেন ৷ চিকিৎসকদের সর্বভারতীয় সংগঠন ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় সরকারের কাছে নির্দিষ্ট আইন প্রণয়নের দাবি তুলেছে ৷ হাসপাতালগুলিকে নিরাপদ জোন বা সেফ জোন হিসেবে ঘোষণার জন্য প্রয়োজনীয় নিরাপত্তার বন্দোবস্ত করতে হবে বিজেপি সরকারকে ৷ আগামিকাল দেশের সর্বত্র 24 ঘণ্টার কর্মবিরতির ডাক দিয়েছে আইএমএ ৷ জরুরি বিভাগে পরিষেবা দেওয়া হবে ৷ বহির্বিভাগে রোগীদের পরিষেবা বন্ধ থাকবে ৷ হবে না কয়েকটি বিশেষ অস্ত্রোপচারও ৷ 17 অগস্ট ভোর 6টা থেকে এই কর্মবিরতি শুরু হয়ে শেষ হবে 17 অগস্ট, রবিবার ভোর 6 টায় ৷

ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের বিজ্ঞপ্তি (ছবি সৌজন্য: চিকিৎসক সংগঠনের সোশাল মিডিয়া)

3:57 PM, 16 Aug 2024 (IST)

চিকিৎসকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে মিছিল মমতার

পূর্ব নির্ধারিত ঘোষণা মতো পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আরজি করের মৃতা চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় অপরাধীর শাস্তি চেয়ে মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন তিনি ৷ সেইমতো আজ হঠাৎ 16 অগস্ট খেল দিবসের দিনে মিছিলে হাঁটলেন মুখ্যমন্ত্রী ৷ তাঁর সঙ্গে পে মেলালেন দলের অন্যরাও ৷

3:44 PM, 16 Aug 2024 (IST)

আরজি কর কাণ্ডে সিবিআই-এর মুখোমুখি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ

আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে মাঝ রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে নিয়ে গেল সিবিআই ৷ তবে তাঁকে গ্রেফতার করা হয়েছে কি না, এমনটা এখনও সামনে আনছে না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে বলে দাবি করেছে সিবিআই ৷

2:17 PM, 16 Aug 2024 (IST)

আরজি করে হামলার ঘটনায় গ্রেফতার আরও 5, মোট 24

আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় আরও 5 জনকে গ্রেফতার করল পুলিশ ৷ ছবি দেখে তাদের চিহ্নিত করে লালবাজার ৷ পাশাপাশি এদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করেছে কলকাতা পুলিশ । নিয়ে আরজি কর হাসপাতালে তাণ্ডবের ঘটনায় মোট 24 জনকে গ্রেফতার করল লালবাজার।

2:06 PM, 16 Aug 2024 (IST)

স্বাধীনতার পর রাজ্যের সবচেয়ে কলঙ্কিত মুখ্যমন্ত্রীর নাম মমতা: বিজেপি

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন ও ভাঙচুরের ঘটনায় এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি বিজেপি-র। শুক্রবার এই দাবিতে রাজ্যে অবস্থান বিক্ষোভ করে গেরুয়া শিবির ৷ বিজেপি নেতৃত্ব কর্মী ও সমর্থকরা এদিন শিলিগুড়ির মহাত্মা গান্ধি চকে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করে ৷ সেখানেই এই মন্তব্য করেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ ৷ অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন শিলিগুড়ি সাংগঠনিক শাখা বিজেপির সাধারণ সম্পাদক রাজু সাহা, পুরনিগমের বিরোধী দলনেতা অমিত জৈন-সহ অন্যান্যরা।

1:22 PM, 16 Aug 2024 (IST)

শ্যামবাজারে বিজেপির বিক্ষোভ অবস্থান মঞ্চ খুলে দেওয়া পথ অবরোধ

আরজিকর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের প্রতিবাদ ও প্রমাণ লোপাটের বিরুদ্ধে আজ শ্যামবাজার মোড়ে প্রতিবাদ অবস্থান ছিল বিজেপির । সেই প্রতিবাদ মঞ্চ আজ কাকভরে পুলিশ খুলে দেয় বলে অভিযোগ বিজেপি-র । তবে মঞ্চ ভাঙলেও প্রতিবাদে অনড় বিজেপি। ফের মঞ্চ বাঁধতে গেলে পুলিশ বাধা দেয় ৷ এরই প্রতিবাদে পথ অবরোধ করেন বিজেপি সমর্থকরা ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ।

12:29 PM, 16 Aug 2024 (IST)

আরজি করে হামলার ঘটনাস্থলে সিবিআই-কে যাওয়ার নির্দেশ হাইকোর্টের

আরজি করে হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম সিবিআইকে নির্দেশ দিয়েছেন হাসপাতালে ঘটনাস্থলে যেতে ৷ ঘটনা খতিয়ে দেখে হলফনামা জমা দিতে বলেছে আদালত ৷ পরবর্তী শুনানি বুধবার ৷

12:03 PM, 16 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে এসইউসিআই বনধে হাজরা মোড়ে খণ্ডযুদ্ধ

আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় রাজ্যে আজ 12 ঘণ্টা বনধ চলছে এসইউসিআই-এর ডাকে ৷ জেলা জেলায় বনধের মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে ৷ কলকাতাতেও বনধের প্রভাব পড়েছে ৷ হাজরা মোড়ে খণ্ডযুদ্ধ বাধে পুলিশ ও বনধ সমর্থকদের মধ্যে ৷

11:28 AM, 16 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে এসইউসিআই বনধে মেদিনীপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষ

আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় রাজ্যে আজ 12 ঘণ্টা বনধের ডাক দিয়েছে এসইউসিআই ৷ রাজ্য এর মিশ্র প্রভাব পড়লেও দফায় দফায় অশান্তি জেলাজুড়ে ৷ তার বিক্ষিপ্ত ছবি দেখা গেল পশ্চিম মেদিনীপুরে ৷ বাস আটকাতে গিয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বনধ সমর্থকদের ৷

11:06 AM, 16 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে সরব দেশের ক্রীড়া, চলচ্চিত্র তারকারা

আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ ও খুনের মামলায় সরব হলেন বলিউড তারকা হৃতিক রোশন ৷ নিরাপদ ও সভ্য সমাজ গড়ে তোলার বার্তা দিলেন তিনি ৷ কলকাতার এই ঘটনায় নারী সুরক্ষা ও ধর্ষকদের আইনের কঠোরতম সাজার পক্ষে সওয়াল করেছেন ভারতী মহিলা ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মিতালি রাজ ৷ কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার তাঁর সোশাল মিডিয়া পোস্টে আরজি কর-কণ্ডে মৃত নির্যাতিতার সুবিচারের দাবি জানিয়েছেন ৷ নীরবতা ভাঙার ডাক দিলেন কবি প্রীতিশ নন্দী ৷

9:22 AM, 16 Aug 2024 (IST)

আরজি করে হামলার ঘটনায় এখনও পর্যন্ত 19 জনকে গ্রেফতার করেছে পুলিশ

বৃহস্পতিবার পর্যন্ত আরজি কর হাসপাতালে হামলার ঘটনায় 12 জনকে গ্রেফতার করেছিল পুলিশ ৷ আজ আরও 7 জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। এই নিয়ে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে হল 19 । রাতভর তল্লাশি চালিয়ে পুলিশ এদের গ্রেফতার করে ৷ আজ এদের শিয়ালদা আদালতে পেশ করা হবে।

7:30 AM, 16 Aug 2024 (IST)

আরজি কর কান্ডে উদ্ধার ডায়েরি

আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায়, সোদপুরে নির্যাতিতার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা ৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতার মা ও বাবার বয়ান নথিভুক্ত করেন তাঁরা ৷ পাশাপাশি নির্যাতিতার হাতে লেখা ডায়েরি ও খাতা উদ্ধার করে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসেন সিবিআই আধিকারিকরা।

6:18 AM, 16 Aug 2024 (IST)

সিবিআই আধিকারিকদের সঙ্গে সিজিও কমপ্লেক্সে গিয়েছিলেন প্রিন্সিপাল

বৃহস্পতিবার রাতে আরজি কর হাসপাতাল ভালোভাবে ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা ৷ আরজি করের প্রিন্সিপালকে দেখে বিক্ষোভ দেখান সেখানকার চিকিৎসকরা পড়ুয়ারা ৷ পরে সিবিআই আধিকারিকদের সঙ্গে নিজের গাড়ি করেই প্রিন্সিপাল সোজা সিজিও কমপ্লেক্সে যান। তবে সিজিওতে গিয়ে গাড়ির ভিতরে বসেই ফোনে কথা বলেন ৷ পরে গাড়ি থেকে না-নেমে সেখান থেকে বেড়িয়ে যান তিনি। কিন্তু, কেন তিনি আচমকাই সিজিও কমপ্লেক্সে গেলেন ? তা জানা যায়নি ৷

8:23 PM, 15 Aug 2024 (IST)

অধ্যক্ষের সঙ্গে দেখা করল সিবিআই

বৃহস্পতিবার সন্ধ্যায় আরজি কর হাসপাতালের অধ্যক্ষের সঙ্গে কথা বলতে এলেন সিবিআই আধিকারিক। প্রথমে বোঝার ভুলে তাঁকে ঢুকতে বাধা দেয় আন্দোলনকারীরা ৷ পরে তাঁকে ঢুকতে দেওয়া হয় ৷ ডিসি টু নর্থের তপন দে আসেন বৈঠকে যোগ দিতে ৷ অধ্যক্ষ সুহৃতা পাল আরেকবার কথা বলেন আন্দোলনকারীদের সঙ্গে ৷ কিন্তু বৈঠক নিষ্ফলা হয় ৷ বৃহস্পতিবার রাতে ঘটনার সময় কেন তিনি হাসপাতালে এলেন না ? তাতে অধ্যক্ষ জানিয়েছেন, তিনি মহিলা তাই কাল আসতে পারেননি। তাঁর কাছে কোনও বাহন ছিল না ৷ তবে সব কর্তব্য পালন করেছেন বলে দাবি তাঁর ৷ তাঁকে ঘিরে ঘরের বাইরে থেকে বিক্ষোভ চলে ৷ এরপরে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দেখা যায় বিশাল পুলিশ বাহিনী ৷ তারা লাঠি হাতে পাহারা দিচ্ছে ৷ তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায় আন্দোলনরত চিকিৎসক নার্সরা ৷

আরজি করে হাসপাতালে বিশাল পুলিশ বাহিনী (ইটিভি ভারত)

7:47 PM, 15 Aug 2024 (IST)

আরজি করে সিবিআই

বুধ-বৃহস্পতিবার মধ্য রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের ঘটনার পর সন্ধ্যায় হাসপাতালে পৌঁছায় সিবিআই ৷ তাঁদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনী ৷ আরজি করের সেমিনার হল সুরক্ষিত রয়েছে কি না, তা দেখার জন্যই সিবিআইয়ের গোয়েন্দারা সেখানে যান বলে সূত্রের খবর।

7:12 PM, 15 Aug 2024 (IST)

অন্য মেডিক্যাল কলেজ ও হাসপাতাল থেকে নিরাপত্তারক্ষীদের আরজি করে, সমাধান অধ্যক্ষের

দু'ঘণ্টা পর বৈঠক শেষ করে আন্দোলনরত জুনিয়র চিকিৎসক ও নার্স কর্মীদের সঙ্গে দেখা করলেন অধ্যক্ষ সুহৃতা পাল ৷ তিনি জানান, যে দাবি আন্দোলনকারীরা তুলেছিলেন, সেই বিষয়ে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করেছেন তিনি ৷ আরজিকর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিরাপত্তা দেওয়ার জন্য অন্য সমস্ত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রাতের দ্বায়িতে থাকা নিরাপত্তারক্ষীদের নিয়ে আসা হবে । যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যথাযথভাবে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল নিজেদের নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করতে পারছে, ততদিন পর্যন্ত এই ব্যবস্থা চলবে ৷

এই সমস্ত কথাগুলি বলার সময়ে অধ্যক্ষ ছিলেন গেটের ভিতরে । তাঁর এই বক্তব্য ফের বিক্ষোভ দেখান আন্দোলনকারীরা । আন্দোলনকারী পড়ুয়াদের দাবি, "কেন অন্য কলেজ থেকে ভাড়া করে আমাদের নিরাপত্তার ব্যবস্থা হবে ৷" গতকাল যে ঘটনা ঘটেছে সেখানে তিনি নিরাপত্তারক্ষীরা কিছুই করতে পারেনি ৷

আরজি কর হাসপাতালের অধ্যক্ষ সুহৃতা পাল (ইটিভি ভারত)

7:05 PM, 15 Aug 2024 (IST)

রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডাকল এসইউসিআই

আরজি কর কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে 12 ঘণ্টার বনধ ডেকেছে এসইউসিআই ৷ তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, সরকার এই বনধ সমর্থন করে না ৷ এটা এই সরকারের নীতিগত অবস্থান ৷ অতীতে কোনও রাজনৈতিক দল বনধ ডাকলে এভাবেই প্রশাসনিক স্তর থেকে তার বিরোধিতা করা হয়েছে ৷ বনধে যাতে নাগরিক জীবন স্বাভাবিক থাকে, তার জন্য বিজ্ঞপ্তি জারি করল নবান্ন ৷

6:24 PM, 15 Aug 2024 (IST)

স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি করে তাণ্ডব চালিয়েছে 'বহিরাগত রাজনৈতিক', মুখ্যমন্ত্রী

স্বাধীনতা দিবসের মধ্যরাতে আরজি করের জরুরি বিভাগে তাণ্ডবের ঘটনায় কিছু বহিরাগত রাজনৈতিক দলের লোক জড়িত, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৷ বৃহস্পতিবার বিকেলে রাজভবনে গিয়েছিলেন তিনি ৷ সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, "আমার কাছে যতদূর খবর আছে, বহিরাগত কিছু রাজনৈতিক লোক, যারা বাংলায় অশান্তি করতে চাইছে, তারা এই কাজ করেছে ৷ আমি এর জন্য ছাত্রছাত্রীদের কোনও দোষ দিই না ৷"

6:16 PM, 15 Aug 2024 (IST)

সিবিআই-এর হাতে অভিযুক্ত সঞ্জয়ের ফোন

আরজি কর কাণ্ডে এবার সিবিআই-এর হাতে এল সঞ্জয় রায়ের ফোন ৷ এই ফোন নিয়ে তদন্ত করছে সিবিআইয়ের সাইবার সেল ৷ ঘটনার দিন সঞ্জয়কে কে বা কারা ফোন করেছিল ? এই প্রশ্ন বারবার উঠে আসছে ৷ অভিযুক্ত সঞ্জয় রায়ের ফোনের কল লিস্ট চেক করে একাধিক নম্বর পেয়েছেন তদন্তকারীরা ৷ সিবিআই সূত্রের দাবি, ফোনে রয়েছে কলকাতা পুলিশের বেশ কয়েকজন পুলিশ আধিকারিক ও কর্মীর ফোন নম্বর ৷ অভিযুক্তের হোয়াটসঅ্যাপ ডিটেলস ঘেঁটে সিবিআই আধিকারিকরা জানতে পেরেছেন, বেশ কয়েকজন পুলিশ কর্মীর সঙ্গে সঞ্জয়ের কথাবার্তা হত ৷ তবে কী কথাবার্তা হত, সেগুলি প্রকাশ্যে আনতে চাইছেন না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা ৷

6:02 PM, 15 Aug 2024 (IST)

আরজি করে নয়া অধ্যক্ষের ঘরে বৈঠক, বাইরে বিক্ষোভ

প্রায় দুঘণ্টা ধরে বৈঠক চলছে আরজি করের নতুন অধ্যক্ষ সুহৃতা পালের ঘরে । সূত্রের খবর, তিনি ছাড়া এই বৈঠকে রয়েছেন উপাধ্যক্ষ, নার্সিং সুপার এবং ডেপুটি কমিশনার (উত্তর) অভিষেক গুপ্তা ৷ এদিকে বৈঠকে কী হচ্ছে, সেনিয়ে বিক্ষোভ চলছে প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং-এর সামনে ৷ এখন আর কাউকে ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না ৷

5:17 PM, 15 Aug 2024 (IST)

সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চে টালা থানার ওসি

টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল পৌঁছলেন সিবিআই-এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ অফিসে ৷ আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালটি টানা থানার অন্তর্ভুক্ত ৷

5:05 PM, 15 Aug 2024 (IST)

সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে পাঁচ চিকিৎসক

আরজি কর কাণ্ডে পাঁচজন চিকিৎসককে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই ৷ তাঁদের মধ্যে অন্যতম নির্যাতিতার দেহের ময়নাতদন্তকারী চিকিৎসক ৷ চিকিৎসকরা সিজিও কমপ্লেক্সে অ্যান্টি ক্রাইম ব্রাঞ্চে পৌঁছেছেন ৷

4:55 PM, 15 Aug 2024 (IST)

কর্মবিরতি চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চিকিৎসক সংগঠনের

আরজি করের জরুরি বিভাগে ভাঙচুরের ঘটনায় কর্মবিরতি চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করল ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন (FORDA) ৷ চিকিৎসকদের এই সংগঠন হাসপাতালে তাণ্ডবের ঘটনার নিন্দা করে জানিয়েছে, "সরকার সময়মতো ব্যবস্থা নিতে পারেনি ৷ তারা কথা রাখতে পারেনি ৷ এটা সরকারের ব্যর্থতা ৷"

চিকিৎসকদের সংগঠনের (ইটিভি ভারত)

4:40 PM, 15 Aug 2024 (IST)

নিরাপত্তার দাবিতে আরজি করের নয়া অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ

স্বাধীনতার মধ্যরাতে 'মেয়েরা রাত দখল করো' কর্মসূচির সময় আরজি কর হাসপাতালের জরুরি বিভাগে তাণ্ডব চালায় কয়েকজন দুষ্কৃতী ৷ এই ঘটনায় নিরাপত্তার প্রশ্নে বৃহস্পতিবার সকাল থেকে চিকিৎসক পড়ুয়া এবং নার্স কর্মীদের বিক্ষোভ চলছে ৷ অধ্যক্ষ এবং সুপারকে ঘিরে ধরে প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে বিক্ষোভ দেখান তাঁরা ৷ অধ্যক্ষ সুহৃতা পাল বিক্ষোভকারীদের উদ্দেশ্যে বলেন, "আমায় এক ঘণ্টা সময় দেওয়া হোক ৷ আমি আলোচনায় বসব ৷ সুপার থাকবেন ৷ তোমাদের সবার কথা আমি শুনব।"

আরজি কর হাসপাতালে বিক্ষোভকারী ছাত্রছাত্রীদের সঙ্গে অধ্যক্ষ সুহৃতা পাল (null)

3:18 PM, 15 Aug 2024 (IST)

'পুলিশের একটি অংশ রাজনৈতিক পক্ষপাতদুষ্ট', ক্ষোভ রাজ্যপালের

বুধ-বৃহস্পতিবার মধ্যরাতে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জরুরি বিভাগে ভাঙচুর চালায় কিছু দুষ্কৃতী ৷ শুক্রবার সকালে সেই ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ এদিন তিনি বলেন, "এই নৃশংস ঘটনা বাংলার জন্য লজ্জার, দেশের জন্য লজ্জার ৷"

1:53 PM, 15 Aug 2024 (IST)

শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দিল বিজেপি

বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে শুক্রবার মুখ্যমন্ত্রীর বাড়ি ঘেরাও কর্মসূচির ডাক দেওয়া হল ৷ আজ একটি ভিডিও বার্তা পোস্ট করে এই কর্মসূচির কথা জানান রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইনশৃঙ্খলা রক্ষা করতে একেবারে ব্যর্থ । আরজি করে মৃত মহিলা চিকিৎসকের সুবিচারের দাবিতে এবং বুধবার মধ্যরাতে আরজি কর হাসপাতালে ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যজুড়ে একাধিক আন্দোলনের ডাক দিল বিজেপি।

1:37 PM, 15 Aug 2024 (IST)

আরজি কর হাসপাতালে রাজ্যপাল সিভি আনন্দ বোস

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতাল পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ হাসপাতালে এসে তিনি কথা বলেন প্রথম আন্দোলনকারীদের সঙ্গে । তারপর তিনি যান গতকাল হাসপাতালের যে সমস্ত জায়গায় ভাঙচুর চালানো হয়েছে, সেখানে । আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে নিয়ে পুরো জায়গা পরিদর্শন করেন তিনি । দোষীদের শাস্তির আশ্বাসবাণী দেন রাজ্যপাল ৷

11:31 AM, 15 Aug 2024 (IST)

আরজি করে হামলার ঘটনায় দোষীদের খোঁজ পেতে ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ

এরা কারা ? সন্ধান জানা থাকলে তাড়াতাড়ি স্থানীয় থানা কিংবা লালবাজারে যোগাযোগ করুন ৷ এমনই নির্দেশ কলকাতা পুলিশের ৷ বুধবার রাতে আরজি কর হাসপাতালে ভাঙচুর চালানোর ঘটনায় অভিযুক্তদের চিহ্নিত করল লালবাজার ৷ সোশাল মিডিয়ায় নিজেদের পেজে তাদের ছবি প্রকাশ করল কলকাতা পুলিশ ৷ একই সঙ্গে বলা হয়েছে, তাদের পরিচয় যদি কারুর জানা থাকে, সেক্ষেত্রে তারা যেন স্থানীয় থানার সঙ্গে কথা বলেন।

10:49 AM, 15 Aug 2024 (IST)

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে রাত জাগল হায়দরাবাদ-দিল্লি-মুম্বই

আরজি কর-কাণ্ডে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের বিচার চেয়ে বুধবার রাত জেগেছে কলকাতা থেকে কাকদ্বীপ ৷ 78তম স্বাধীনতার প্রাককালে রাজ্য সাক্ষী রইল এক অন্যরকম রাতের। মেয়েদের রাত দখলের কর্মসূচিতে আরজি করের নির্যাতিতার বর্বরোচিত হত্যার প্রতিবাদে শহর থেকে জেলা সর্বত্র লক্ষ লক্ষ মানুষ পথে নেমে প্রতিবাদ দেখান। তবে শুধু রাজ্য বা শহর কলকাতা নয়, দেশের অনান্য শহর যেমন হায়দরাবাদ, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বইও আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে রাত জেগেছে ৷

আরজি কর-কাণ্ডে বিচার চেয়ে রাত জাগল হায়দরাবাদ (ইটিভি ভারত)

9:06 AM, 15 Aug 2024 (IST)

রাতে শিলিগুড়ি ও জলপাইগুড়ি শহরের দখল নিল নারী শক্তি

রাজ্যের অনান্য জায়গার মতো শিলিগুড়িতেও রাত দখলে রাজপথে হাজার হাজার নারী । শিলিগুড়ির বাঘাযতীন পার্ক ময়দান থেকে একটি মিছিল শুরু হয়। যা শহরের রাজপথগুলি পরিক্রমা করে । মশাল, প্ল্যাকার্ড, পোস্টার হাতে আরজি করের নির্যাতিতার ন্যায় ও অভিযুক্তর কড়া শাস্তির দাবি জানান তাঁরা ৷ শিলিগুড়ির মতো জলপাইগুড়ি সদর হাসপাতালের সামনে থেকে মিছিল করে শহরের প্রাণকেন্দ্র কদমতলায় জমায়েত হন মহিলারা ।

8:54 AM, 15 Aug 2024 (IST)

আরজি করে ভাঙচুরের ঘটনায় প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে

আরজি কর হাসপাতালে দুষ্কৃতী তাণ্ডব এবং ভাঙচুরের ঘটনায় ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে পুলিশি নিরাপত্তা নিয়ে ৷ পাশাপাশি প্রশ্ন উঠেছে সিবিআই-এর ভূমিকা নিয়েও। কারণ ঘটনাস্থলের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে বর্তমানে রয়েছে পুলিশ। তবে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ ও খুনের ঘটনায় ইতিমধ্যেই তদন্তভার গ্রহণ করেছে সিবিআই ৷ বিগত কিছু তদন্তে দেখা গিয়েছে যে যেখানেই সিবিআই যায়, সেখানেই তারা কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে যায়।

8:17 AM, 15 Aug 2024 (IST)

দুর্গাপুরের সিটি সেন্টারে মেয়েদের রাত দখলে সমাজের সর্বস্তরের মানুষ

দেশের স্বাধীনতা দিবসে মধ্যরাতেই দুর্গাপুরের সিটি সেন্টারে রাত পাহারা সমাজের সর্বস্তরের আবাল-বৃদ্ধ-বনিতা ৷ উই ওয়ান্ট জাস্টিস স্লোগানে শহরজুড়ে মধ্যরাতে কলতান ৷ হাতে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে উচ্চস্বরে স্লোগান, প্রকৃত অপরাধীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। বন্ধ হোক দেশজুড়ে নারী নির্যাতন ৷

7:40 AM, 15 Aug 2024 (IST)

শুধু 'মেয়েরাই' নয় লক্ষ লক্ষ মানুষের দখলে রাত

78তম স্বাধীনতার প্রাককালে সারা রাজ্য সাক্ষী রইল এক অন্যরকম রাতের। আরজি করের নির্যাতিতার বর্বরোচিত হত্যার প্রতিবাদে শহর থেকে জেলা সর্বত্র লক্ষ লক্ষ মানুষ পথে নেমে প্রতিবাদ দেখান। 'মেয়েরা রাতের দখল' বা 'রিকলেম দা নাইট ' নামে কর্মসূচির ডাক দেওয়া হয়েছিল। আর সেই ডাকে সারা দিয়ে শুধু মহিলারাই নয় আট থেকে আশি লক্ষ লক্ষ মানুষ ৷ 'বিচার চাই' স্লোগান তুলে রাজপথে পায়ে পা-মেলান সকলেই।

রাজপথে মেয়েদের রাত দখল (ইটিভি ভারত)

6:58 AM, 15 Aug 2024 (IST)

মেয়েদের রাত দখলের কর্মসূচির মাঝেই আরজি করে দুষ্কৃতী তাণ্ডব

মেয়েদের রাত দখলের কর্মসূচির মাঝেই তাণ্ডব চলল আরজি কর হাসপাতালে ৷ ভয়ঙ্কর অবস্থা ধরা পরল আরজি কর মেডিক্যাল কলেজের ভিতরে। একদল দুষ্কৃতী আচমকা তাণ্ডব চালাল হাসপাতালে ৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল হাসপাতালের ইমার্জেন্সি বিভাগ ৷ যদিও এই হামলা কারা চালাল, তাদের পরিচয় এখনও অজানা।

6:41 AM, 15 Aug 2024 (IST)

শহর থেকে জেলা বাংলা দেখল মেয়েদের রাত দখল

কলকাতা থেকে কাকদ্বীপ, উত্তর থেকে দক্ষিণ ৷ আরজি কর-কাণ্ডের প্রতিবাদে স্বাধীনতার প্রাককালে রাজপথ দখল করলে বাংলার মেয়েরা ৷ কোথাও হাতে মোমবাতি, কোথাও আবার মশাল এবং প্ল্যাকার্ড হাতে মেয়েদের রাত দখলের মিছিলে সামিল আট থেকে আশি ৷ শুধু মেয়েরাই নয়, প্রতিবাদে রাত দখলের কর্মসূচিতে মধ্যরাতে রাস্তায় নেমে প্রতিবাদ করলেন পুরুষরাও ৷

10:53 PM, 14 Aug 2024 (IST)

রাত দখলের প্রস্তুতি শুরু, বিচারের দাবিতে জমায়েত মহিলাদের ৷ সল্টলেক থেকে করুণাময়ী, শহরের বিভিন্ন প্রান্তে গমগম করছে মেয়েদের মিছিল ৷

বুধ-বৃহস্পতিবার মধ্যরাত দখলে পথে নামলেন মহিলারা ৷ আরজি করে মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুতে তাঁকে ধর্ষণ ও নৃশংসভাবে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে ৷ ফের প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা ৷ এনিয়ে রাজ্য তথা দেশে আন্দোলনে নেমেছেন চিকিৎসকরা ৷ এরই মধ্যে নারীদের সুরক্ষা নিয়ে অভিনব প্রতিবাদে সামিল হলেন মহিলারা ৷ আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে 14 অগস্ট, রাত 11.55 মিনিটে কলকাতার যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিটে জমায়েত করবেন রাজ্যের মহিলারা ৷ এমনকী দেশের অন্য রাজ্যগুলিতেও এই কর্মসূচি পালন হচ্ছে বলে জানা গিয়েছে৷

আরজি কর কাণ্ডে ন্যায় বিচারের দাবিতে রাস্তায় জমায়েত মহিলাদের (ইটিভি ভারত)

7:32 PM, 14 Aug 2024 (IST)

আরজি কর কাণ্ডে হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা সিবিআইয়ের

আরজি কর কাণ্ডে হাসপাতালে গিয়ে তথ্য অনুসন্ধান করছে সিবিআই ৷ হাসপাতালের একাধিক সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করছেন আধিকারিকরা ৷ পাশাপাশি হাসপাতালের একেবারে নিচু তলার একাধিক কর্মীর সঙ্গে কিছুক্ষণের জন্য কথা বলেছেন তাঁরা ৷ এরপরই তাঁরা পৌঁছে যান আরজি কর হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেটিভ বা প্রশাসনিক বিল্ডিং-এ ৷ সেখানে গিয়ে বেশ কয়েকজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন তাঁরা ৷

6:02 PM, 14 Aug 2024 (IST)

আরজি করে বিজেপির মিছিল রুখল পুলিশ

বুধবার বিকেলে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে পৌঁছল বিজেপির মিছিল ৷ হাসপাতালের সামনেই পুলিশ এই মিছিল আটকে দেয় ৷ এই মিছিলে উপস্থিত ছিলেন, সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রাহুল সিনহা, বিজেপি নেতা রুদ্রনীল ৷ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, "আমরা কি অপরাধী ? যেদিন খুন হচ্ছিল, সেদিন এই নিরাপত্তা কোথায় ছিল ? আমরা রাষ্ট্রপতি শাসন চাইছি ৷ পশ্চিমবঙ্গে 356 ধারা প্রয়োগ করা হোক ৷ মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাইছি ৷" বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, "যখন খুনি খুন করে, তখন তাকে পাহারা দেয় পুলিশ ৷ যখন সাধারণ মানুষ বিচার চাইতে আসে, তখন ডান্ডা নিয়ে পুলিশ দাঁড়িয়ে থাকে ৷ তাদের আটকায় ৷ এটাই এ রাজ্যের ভবিতব্য ৷"

আরজি কর হাসপাতালে পৌঁছল বিজেপির মিছিল (ইটিভি ভারত)

5:52 PM, 14 Aug 2024 (IST)

'মেয়েরা রাত দখল করো', সতর্ক লালবাজার

স্বাধীনতা দিবসের মধ্যরাতে কলকাতায় রাজপথ দখলে নামছেন মহিলারা ৷ এই প্রতিবাদ কর্মসূচিতে যেন কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে, তার জন্য তৎপর লালবাজার ৷ এদিন মধ্যরাতে শহরের উত্তর থেকে দক্ষিণ, সব দিকেই মহিলারা জমায়েত করবেন ৷ রাজ্যের সর্বত্র এই বিক্ষোভে অংশ নেবেন মহিলারা ৷

লালবাজার সূত্রের খবর, স্বাধীনতা দিবসে শহরজুড়ে জোরদার নিরাপত্তা ব্যবস্থা রয়েছে ৷ তার মধ্যে মহিলাদের এই জমায়েতকে কেন্দ্র করে রাত থেকেই পথে থাকবেন কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী-সহ একাধিক পুলিশ ৷ জানা গিয়েছে কলকাতা পুলিশের প্রায় আড়াই হাজার বাহিনী এই জমায়েতের জন্য মোতায়েন থাকছে ৷ লালবাজারের তরফ থেকে বলা হয়েছে যে, প্রত্যেক থানার বাইরে থাকছে হেভি রেডিও ফ্ল্যাইং স্কোয়াড ৷ কোনও প্রকারের ঝামেলা হলে ঘটনাস্থলে গিয়ে তারা পরিস্থিতি সামলাতে পারেন ৷

রাতের দখলে মেয়েরা (ইটিভি ভারত)

4:58 PM, 14 Aug 2024 (IST)

তৃণমূলের মহিলা সাংসদরা আরজি কর ইস্যুতে জোর দিয়ে কিছু বলেননি, অভিযোগ সুকান্তর

  • মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে বিধানসভায় ধরনা-অবস্থান করেন বিজেপি বিধায়করা ৷ এদিন বিধানসভার বিরোধী দলনেতা বলেন, "সিবিআইকে আরজি কর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ এসপি দাস, কলকাতার নগরপাল বিনীত গোয়েলকে হেফাজতে নিতে হবে ৷ 9 অগস্ট ডাইরেক্টর অফ মেডিক্যাল এডুকেশন ডাঃ সুশান্ত রায় এবং ডাঃ অভীক দে সেদিন সকালে হাসপাতালে গিয়েছিলেন ? প্রমাণ লোপাট করতে ? সিবিআই যেন দ্রুত তদন্ত করে ৷"
  • অন্যদিকে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত বলেন, "চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অনেক কিছু উঠে আসছে ৷ কিছু স্ক্রিন শটে বলা হচ্ছে, মাদক, নারী পাচারের মতো অপরাধমূলক কাজকর্মের যোগ রয়েছে এই হাসপাতালে ৷ একজন তৃণমূল সাংসদ এবং তাঁর ভাইপোর নামও বারবার শোনা যাচ্ছে ৷ আমি জানি না কী হয়েছে, তবে কিছু গোলমাল আছে ৷ তৃণমূল এতজন মহিলা সাংসদ রয়েছেন, কেউ এই বিষয়ে তেমন কিছু কথা বলেননি ৷ এমনকী তৃণমূলের 2 জন সাংসদ, 3 জন বিধায়ক ওই আরজি কর হাসপাতাল থেকেই পাশ করেছেন ৷ কিন্তু কেউ একজন তাঁদের মুখে সেলোটেপ আটকে দিয়েছেন ৷"

4:25 PM, 14 Aug 2024 (IST)

'অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন', লিখলেন কংগ্রেস নেতা রাহুল

কলকাতায় জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় সারা দেশ স্তব্ধ ৷ তাঁর সঙ্গে যে অমানবিক নিষ্ঠুরতা হয়েছে, তাতে বোঝাই যাচ্ছে চিকিৎসকরা, বিশেষত মহিলারা নিরাপদে নেই ৷ এই পরিস্থিতিতে অভিযুক্তদের বাঁচানোর চেষ্টা করছে স্থানীয় প্রশাসন ৷ এই প্রচেষ্টা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয় ৷ কংগ্রেস সাংসদ আশ্বস্ত করেছেন, তিনি নির্যাতিতার পরিবারের পাশে রয়েছেন ৷

4:23 PM, 14 Aug 2024 (IST)

আরজি করের সেমিনাল হলে সিবিআই

আরজি কর হাসপাতালে পৌঁছল সিবিআই ৷ সিবিআই আধিকারিকরা একেবারে আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেই সেমিনার হলে যান ৷ সেখান থেকে তাঁরা পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় করেন ৷ সিবিআই-এর সঙ্গে আরজি কর হাসপাতালে পৌঁছায় কেন্দ্রীয় ফরেন্সিক বিশেষজ্ঞরা ৷ সিবিআই-এর গোয়েন্দারা তিনটি দলে ভাগ হয়ে এই ঘটনার তদন্তে করছে ৷ এদিকে সিবিআই-এর একটি দল ধৃত সঞ্জয়কে নিজেদের হেফাজতে নেওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে শিয়ালদার বিআর সিং হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ গত 9 অগস্ট সকালে হাসপাতালের চার তলার সেমিনার হল থেকে এক মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয় ৷ তাঁকে ধর্ষণ ও খুন করা হয়েছে বলে অভিযোগ ৷ সেই তদন্তে এদিন বহাল হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

3:48 PM, 14 Aug 2024 (IST)

'হৃদয়হীন, অনুতাপহীন এক মহিলা মুখ্যমন্ত্রীকে দেখছি', কড়া সমালোচনা অধীরের

আরজি কর কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ রাজ্যের পুলিশ প্রশাসনের কড়া সমালোচনা করলেন প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী ৷ বুধবার দুপুরে বিধান ভবনে তিনি সাংবাদিক বৈঠক করেন ৷ এদিন তিনি বলেন, "হৃদয়হীন, অনুতাপহীন এক মহিলা মুখ্যমন্ত্রীকে দেখছি আমরা" ৷ এদিন কংগ্রেস নেতার নেতৃত্বে ধর্মতলার উদ্দেশ্যে কংগ্রেস কর্মী-সমর্থকরা মিছিল করেন ৷ মিছিল শেষে বেলা সাড়ে চারটে নাগাদ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে অধীর চৌধুরীর বৈঠক করার কথা রয়েছে বলে সূত্রের খবর ৷

প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী (ইটিভি ভারত)

3:23 PM, 14 Aug 2024 (IST)

আন্দোলনে ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা

বুধবার সন্ধ্যায় ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের আন্দোলনরত চিকিৎসকরা হাসপাতাল থেকে পার্ক সার্কাস 7 পয়েন্ট পর্যন্ত মোমবাতি মিছিল করবেন ৷ সেখানে কিছুক্ষণ অবস্থান-বিক্ষোভের পর পুনরায় হাসপাতালে ফিরে আসবেন ৷ তারপর রাত সাড়ে 11টা নাগাদ যাদবপুর 8বি মোড়ে 'রাত দখল' কর্মসূচিতে অংশগ্রহণ করবেন মহিলা এবং পুরুষ চিকিৎসকদের একাংশ ৷ আন্দোলনকারীদের মধ্যে এক মহিলা চিকিৎসক বলেন, "কেউ যখন আমাদের কাছে এসে বলেন দিদি বাঁচান, আমরা প্রাণ দিয়ে চিকিৎসা করে তাঁদের বাঁচানোর চেষ্টা করি। যদি মহিলা চিকিৎসকদের কেউ দুর্বল ভাবে, তাহলে ভুল হবে ৷ আমাদের উপর কেউ হাত তুললে বা কোনও রকম অন্যায় করলে, আমরা সেই হাত ভেঙেও দিতে পারি ৷ আমরা দুর্বল নই ৷"

ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের আন্দোলন (ইটিভি ভারত)

2:48 PM, 14 Aug 2024 (IST)

জোকা ইএসআই হাসপাতালে বিক্ষোভ! সঞ্জয়কে নিয়ে আলিপুরের পথে সিবিআই

জোকা ইএসআই হাসপাতালের চিকিৎসকদের বিক্ষোভের জেরে অভিযুক্ত সঞ্জয় রায়কে জোকা ইএসআই হাসপাতালের ভিতরে নিয়ে যাওয়া গেল না ৷ মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়ে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আলিপুর কমান্ড হাসপাতালে ৷ আপাতত সেখানেই তার স্বাস্থ্য পরীক্ষা হবে বলে সিবিআই সূত্রে খবর ৷ এদিকে মাঝ রাস্তায় গাড়ি কীভাবে ঘোরানো হবে ? তা নিয়ে সিবিআই আধিকারিক এবং পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সামান্য উত্তপ্ত বাক্য বিনিময় হয় বলে জানা গিয়েছে ৷ এই মুহূর্তে সঞ্জয়কে নিয়ে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সিবিআই ৷

অভিযুক্ত সঞ্জয় রায়কে নিয়ে আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করছে সিবিআই (ইটিভি ভারত)

2:00 PM, 14 Aug 2024 (IST)

সঞ্জয়কে নিয়ে জোকার ইএসআই হাসপাতালে সিবিআই

আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে নিয়ে জোকার ইএসআই হাসপাতালে গেল সিবিআই। সিবিআইয়ের সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ আজ সিবিআইয়ের হাতে ধৃত সঞ্জয় এবং সিটের তদন্তের যাবতীয় তথ্য তুলে দেয় লালবাজার

1:44 PM, 14 Aug 2024 (IST)

আরজি কর নিয়ে অমিত শাহের সঙ্গে কথা বলবেন সুকান্ত

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে আজই দিল্লিতে দেখা করছেন সুকান্ত মজুমদার ৷ কথা বললেন আরজি কর প্রসঙ্গে ৷ এদিন সকালে দিল্লি যাওয়ার আগে বিজেপি-র রাজ্য সভাপতি বলেন, "মেডিক্যাল কলেজের মধ্যে যদি কোনও মহিলাকে নিরাপত্তা দেওয়া না-যায় রাতে বাইরে বেরিয়েছেন বলে ! স্বাধীনতার ৭৫ বছর পরও তাহলে আমরা কী করলাম? স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠে যায় । মধ্যযুগীয় এই মন্তব্যের নিন্দা হওয়া উচিত ৷"

1:34 PM, 14 Aug 2024 (IST)

আজ মেয়েদের রাত দখল কর্মসূচি, যোগ দেবেন তৃণমূল সাংসদ

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে আজ মেয়েদের রাত দখলের কর্মসূচি ৷ স্বাধীনতা দিবসের সন্ধিক্ষণে বুধবার রাতে কলকাতা-সহ জেলার বিভিন্ন প্রান্তের ব্যস্ত জায়গাগুলিতে মেয়েরা জমায়েত করে এই কর্মসূচি পালন করবে ৷ সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়া পোস্ট থেকে তেমনটাই ইঙ্গিত পাওয়া গিয়েছে ৷ মেয়েদের এই রাত দখলের কর্মসূচিতে নিজে একজন বাবা ও দাদু হিসাবে যোগ দিতে দেবেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায় ৷ সোশাল মিডিয়ায় পোস্ট এমনটাই জানিয়েছেন তৃণমূল সাংসদ ৷

1:11 PM, 14 Aug 2024 (IST)

চিকিৎসক পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ, বিপাকে রোগীরা

কলকাতা শহর-সহ রাজ্যের বিভিন্ন হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ চলছে ৷ ফলে বিপাকে পড়েছেন রোগীরা ৷ ক্যালকাটা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ইমারজেন্সির সামনে অবস্থানে বসেছেন আন্দোলনকারীরা চিকিৎসকরা। বহির্বিভাগের পরিষেবা বন্ধ রেখেই অবস্থান বিক্ষোভ চলছে ৷ একই সঙ্গে শহরের অনান্য মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও চিকিৎসক পড়ুয়াদের অবস্থান বিক্ষোভের ফলে ব্যহত আউটডোর পরিষেবা ৷ রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা কৌস্তব নায়েক ৷ তিনি জানান, আলোচনার জায়গা খোলা আছে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে। চাইলে তাঁরা বৈঠক করতে পারে। তবে জুনিয়র চিকিৎসকদের কাজে যোগ দেওয়ার কথাই বলেন তিনি।

12:52 PM, 14 Aug 2024 (IST)

রাজ্যে এলেন আইএমএ-র সভাপতি ও সম্পাদক

আরজি করের নিহত মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করতে দিল্লি থেকে বুধবার সকালেই কলকাতায় এসে পৌঁছন কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ-র সভাপতি আর ভি অশোকান এবং সর্বভারতীয় সম্পাদক ও সর্বভারতীয় সম্পাদক ৷ শহরে পৌঁছেই বৈঠক করেন রাজ্যের আইএমএ পদাধিকারীদের সঙ্গে ৷ তারপর সোদপুরে মহিলা চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা ৷

12:41 PM, 14 Aug 2024 (IST)

দিল্লি থেকে কলকাতায় সিবিআইয়ের বিশেষ দল

আরজি কর-কাণ্ডে মহিলা চিকিৎসক পড়ুয়া খুনের তদন্তের জন্য বুধবার সকালেই দিল্লি থেকে কলকাতায় এসে পৌঁছয় সিবিআইয়ের বিশেষ দল ৷ এই দলে রয়েছেন কয়েকজন ফরেন্সিক বিশেষজ্ঞও ৷ এদিনই আরজি কর-কাণ্ডে ধৃত সঞ্জয় রায়কে সিবিআই-এর হাতে তুলে লালবাজার ৷

12:14 PM, 14 Aug 2024 (IST)

আরজি করে মহিলা চিকিৎসক পড়ুয়া খুনে সিবিআই তদন্ত

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসক পড়ুয়া খুনের ঘটনায় মঙ্গলবারই সিবিআই তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ ৷ এর কয়েক ঘণ্টা পরই সিবিআই আধিকারিকদের হাতে সিটের তদন্তের সমস্ত নথি তুলে দেয় ৷ তারপরই টালা থানায় যান সিবিআই-এর তদন্তকারী আধিকারিকরা ৷ সেখান থেকে আরও কিছু নথি ও তথ্য হাতে পায় তাঁরা ৷ একই সঙ্গে মঙ্গলবার রাতে বৈঠকের পর চিকিৎসক পড়ুয়ারা জানিয়ে দেয় তাঁদের অবস্থান বিক্ষোভ চলবে ৷

Last Updated : Aug 16, 2024, 10:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details