পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মেয়র পারিষদের গাড়ির ধাক্কা বৃদ্ধাকে ! গ্রেফতারির পর জামিন কাউন্সিলরের ছেলের - RABINDRA SAROBAR ACCIDENT

99 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর তথা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ ৷ জনপ্রতিনিধি মায়ের গাড়ি নিয়ে চা-খেতে বেরিয়েছিলেন অভিযুক্ত ৷

RABINDRA SAROBAR ACCIDENT
কলকাতা পুরনিগমের মেয়র পারিষদের বোর্ড লাগানো ঘাতক গাড়ি ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2024, 5:08 PM IST

Updated : Nov 20, 2024, 6:38 PM IST

কলকাতা, 20 নভেম্বর: মেয়র পারিষদের বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধা ৷ অভিযোগ, কলকাতা পুরনিগমের 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়ি চালাচ্ছিলেন ৷ রবিবার সন্ধের ঘটনায় আজ অভিযুক্তকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ ৷ পরে অবশ্য থানা থেকেই জামিন পেয়ে যান অভিযুক্ত ৷

অভিযোগ, রবিবার সন্ধে সাড়ে 6টা নাগাদ রবীন্দ্র সরোবর এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন মেয়র পারিষদের ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় ৷ পুলিশ সূত্রে খবর, মেয়র পারিষদের বোর্ড লাগানো গাড়ি নিয়ে রবিবার সন্ধেয় চা খেতে বেরিয়েছিলেন তিনি ৷ সেই সময় বৃদ্ধাকে সামনে থেকে ধাক্কা মারেন অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা ৷

তাঁকে প্রথমে নিকটবর্তী শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন বৃদ্ধা ৷ ঘটনার তিনদিনের মাথায় অভিযুক্ত শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও, কিছুক্ষণের মধ্যেই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি ৷ পুলিশ সূত্রে খবর, জামিন যোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করেছে ৷ ফলে থানা থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অভিযুক্ত ৷

পুলিশ সূত্রে খবর, ঘাতক গাড়িটিকে রবীন্দ্র সরোবর থানায় নিয়ে যাওয়া হয়েছে ৷ গাড়ির সামনে রক্তের দাগও রয়েছে বলে জানা গিয়েছে ৷ লালবাজারের ট্রাফিক বিভাগ সূত্রের খবর, ঘাতক গাড়িটির ফরেনসিক পরীক্ষা করা হবে ৷ এক্ষেত্রে মেয়র পারিষদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে ৷ কীভাবে একজন মেয়র পারিষদ তাঁর জনপ্রিতিনিধির বোর্ড লাগানো গাড়ি ছেলেকে চালাতে দিলেন ?

উল্লেখ্য, এটাই প্রথম নয় ৷ এর আগেও এক তৃণমূল নেতার ছেলের বিরুদ্ধে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে বায়ুসেনার আধিকারিককে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল ৷ ঘটনাটি 2016 সালের ৷ ভোরবেলা রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজের মহড়া চলাকালীন দুর্ঘটনায় প্রাণ গিয়েছিল এক বায়ুসেনা আধিকারিকের ৷ মহড়া চলাকালীন লোহার ব্যারিকেড ভেঙে রেড রোডে ঢুকে পড়েছিল একটি অডি গাড়ি ৷

সেই ঘটনায় বায়ুসেনার আধিকারিক অভিমন্যু গওরকে পিষে দেয় গাড়িটি ৷ সেদিনের ঘটনায় চালকের আসনে বসেছিলেন সাম্বিয়া সোহরাব ৷ আর গাড়িটি ছিল ব্যবসায়ী তথা তৃণমূল নেতা মহম্মদ সোহরাবের ৷

Last Updated : Nov 20, 2024, 6:38 PM IST

ABOUT THE AUTHOR

...view details