কলকাতা, 20 নভেম্বর: মেয়র পারিষদের বোর্ড লাগানো গাড়ির ধাক্কায় গুরুতর জখম এক বৃদ্ধা ৷ অভিযোগ, কলকাতা পুরনিগমের 99 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা মেয়র পারিষদ মিতালি বন্দ্যোপাধ্যায়ের ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় গাড়ি চালাচ্ছিলেন ৷ রবিবার সন্ধের ঘটনায় আজ অভিযুক্তকে গ্রেফতার করে রবীন্দ্র সরোবর থানার পুলিশ ৷ পরে অবশ্য থানা থেকেই জামিন পেয়ে যান অভিযুক্ত ৷
অভিযোগ, রবিবার সন্ধে সাড়ে 6টা নাগাদ রবীন্দ্র সরোবর এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে আসছিলেন মেয়র পারিষদের ছোট ছেলে শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায় ৷ পুলিশ সূত্রে খবর, মেয়র পারিষদের বোর্ড লাগানো গাড়ি নিয়ে রবিবার সন্ধেয় চা খেতে বেরিয়েছিলেন তিনি ৷ সেই সময় বৃদ্ধাকে সামনে থেকে ধাক্কা মারেন অভিযুক্ত ৷ ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন বৃদ্ধা ৷
তাঁকে প্রথমে নিকটবর্তী শিশুমঙ্গল হাসপাতালে ভর্তি করানো হয় ৷ তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে, এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ বর্তমানে সেখানেই আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন বৃদ্ধা ৷ ঘটনার তিনদিনের মাথায় অভিযুক্ত শুদ্ধসত্ত্ব বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হলেও, কিছুক্ষণের মধ্যেই থানা থেকেই জামিন পেয়ে যান তিনি ৷ পুলিশ সূত্রে খবর, জামিন যোগ্য ধারায় পুলিশ মামলা রুজু করেছে ৷ ফলে থানা থেকে ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন অভিযুক্ত ৷