পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধাতুবিদ্যা গবেষণার স্বার্থে জিন্দাল স্টেইনলেসের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর খড়গপুর আইআইটির - Kharagpur IIT - KHARAGPUR IIT

Kharagpur IIT: বৃহস্পতিবার জিন্দাল স্টেইনলেসের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল খড়গপুর আইআইটি ৷ তাদের সহযোগিতা ধাতুবিদ্যা গবেষণায় নতুন দিশা দেখাবে ৷ আগামিদিনে বিভিন্ন প্রকল্পে একসঙ্গে কাজ করবে এই দুই প্রতিষ্ঠান ৷

Kharagpur IIT
Kharagpur IIT

By ETV Bharat Bangla Team

Published : Mar 28, 2024, 10:56 PM IST

খড়গপুর, 28 মার্চ: দেশের বৃহত্তম স্টিল প্রস্তুতকারক কোম্পানি জিন্দাল স্টেইনলেসের সঙ্গে মউ চুক্তি স্বাক্ষর করল খড়গপুর আইআইটি ৷ মূলত শিল্প-অ্যাকাডেমি সহযোগিতা বৃদ্ধির জন্য জিন্দাল স্টেইনলেস এবং আইআইটি খড়গপুর ধাতুবিদ্যা প্রকল্পগুলিতে একসঙ্গে কাজ করবে । যেমন, প্রক্রিয়া অপ্টিমাইজেশন, উপকরণ বৈশিষ্ট্যকরণ এবং প্রাথমিক খাদ্য উৎপাদন প্রভৃতি । এই সহযোগিতা ধাতুবিদ্যায় অগ্রগতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে জানিয়েছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষে । এই মউ চুক্তি গ্রাউন্ড ব্রেকিং অগ্রগতির প্রতিশ্রুতি দেয় এবং উদ্ভাবনের সংস্কৃতিকে উৎসাহিত করে । কারণ উভয় সংস্থাই অর্থপূর্ণ অগ্রগতি চালাতে এবং শিল্পের বৃদ্ধিতে অবদান রাখতে তাদের শক্তির ব্যবহার করবে ।

এই বিষয়ে খড়গপুর আইআইটি ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি বলেন, "জিন্দাল স্টেইনলেসের সঙ্গে এই মউ চুক্তি শিল্প-শিক্ষাবিদ্যায় সহযোগিতায় আরেকটি মাইলফলক যোগ করেছে ৷ ভারতের বৃহত্তম স্টিল প্রস্তুতকারক সংস্থা জিন্দাল স্টেইনলেসের সঙ্গে আইআইটি খড়গপুরের অ্যাকাডেমিক দক্ষতাকে একত্রিত করা হবে । আমরা ধাতুবিদ্যার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলি মোকাবিলা করব এবং নতুন সুযোগগুলিকে কাজে লাগাবো । আমাদের আইআইটি প্রযুক্তিগত এবং কর্মক্ষম সমাধান প্রদানের জন্য উপযুক্তভাবে প্রস্তুত ।"

এই সহযোগিতার বিষয়ে জিন্দাল স্টেইনলেসের ম্যানেজিং ডিরেক্টর অভ্যুদয় জিন্দাল বলেন, "ভারতের অন্যতম প্রাচীন এবং শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান আইআইটি খড়গপুরের সঙ্গে এই সহযোগিতামূলক যাত্রা শুরু করতে পেরে আমরা রোমাঞ্চিত ৷ এই অংশীদারিত্ব আমাদেরকে ধাতুবিদ্যায় অত্যাধুনিক গবেষণাকে কাজে লাগাতে এবং এটিকে বাস্তব সমাধানে অনুবাদ করতে সক্ষম করবে, যা শিল্প ও সমাজকে ব্যাপকভাবে উপকৃত করবে । এই মউ চুক্তি সাক্ষর হল স্টেইনলেস স্টিল প্রযুক্তির গতিপথকে রূপ দেওয়ার এবং শিল্পে উল্লেখযোগ্য অগ্রগতি করার জন্য আমাদের প্রতিশ্রুতির একটি প্রমাণ, যা আমাদের আত্মনির্ভর ভারত গড়ার সম্মিলিত প্রচেষ্টায় অবদান রাখে ।"

এই মউ চুক্তি সাক্ষরের সময় এ দিন উপস্থিত ছিলেন খড়গপুর আইআইটির ডিরেক্টর অধ্যাপক বীরেন্দ্র কুমার তিওয়ারি, আর এন্ড ডি ডিপার্টমেন্টের ডিন অধ্যাপক রিন্টু বন্দ্যোপাধ্যায়, বিটিবিএস বিভাগের প্রধান অধ্যাপক শিবব্রত সিং, এরই সঙ্গে ছিলেন ধাতুবিদ্যা বিভাগের অধ্যাপক মানস পালিওয়াল । আইআইটি খড়গপুরের ধাতুবিদ্যা বিভাগ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এই মউ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান । অন্যদিকে এই অনুষ্ঠানে ছিলেন জিন্দাল স্টেইনলেস জাজপুর ইউনিটের প্রধান দীপক আগরওয়াল এবং প্রধান ধাতুবিদ অবনীন্দ্র কে সিং, দৈতারী কামিলা-সহ আরও অনেকে ৷

উল্লেখ্য,এই মউ চুক্তির শর্তাবলীর অধীনে, আইআইটি খড়গপুর জিন্দাল স্টেইনলেস লিমিটেডের উৎপাদনশীলতা ও প্রক্রিয়া উন্নতির জন্য প্রযুক্তিগত পরামর্শ প্রদান করবে এবং অ্যাকাডেমিক ও শিল্প গবেষণায় নিয়োজিত হবে । তারা টেকসই ধাতুবিদ্যা অনুশীলনের জন্য বর্জ্য হ্রাস, পুনর্ব্যবহারযোগ্য এবং জল সংরক্ষণের গুরুত্বের উপর জোর দিয়ে ল্যাব-স্কেল পরীক্ষাগুলি পরিচালনা করবে । এরই সঙ্গে উপাদানের চরিত্রায়নের কৌশলগুলিকে সহজতর করবে এবং মডেলিং ও সিমুলেশন স্টাডিকে সাহায্য করবে ।

আরও পড়ুন:

  1. এমটেকের নয়া সিলেবাসে খড়গপুর আইআইটিতে এবার 'এআই' কোর্স! সুবিধা কী কী
  2. হস্টেলের ঘরে কালো পতাকা! আইএসে যোগ দেওয়ার পথে আটক আইআইটি পড়ুয়া
  3. পড়ুয়াদের গবেষণার স্বার্থে নৌ-সেনার সঙ্গে মউ স্বাক্ষর খড়গপুর আইআইটি'র

ABOUT THE AUTHOR

...view details