কলকাতা, 11 জানুয়ারি: আগামী দুই রবিবার কলকাতা মেট্রোর গ্রিন লাইন 2-তে বন্ধ থাকবে মেট্রো চলাচল। শুক্রবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ। এদিন অফিস, স্কুল, কলেজ বন্ধ থাকায় নিত্যযাত্রীরা সমস্যায় পড়বেন না, বলে ধারণা মেট্রো কর্তৃপক্ষের ৷ তবে, হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড অংশে যাঁরা প্রতিদিনই যাতাযাত করেন, তাঁদের কিছুটা সমস্যায় পড়তে হবে ৷
গ্রিন লাইন অর্থাৎ সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল বা সিবিটিসি ব্যবস্থার পরীক্ষা করার কাজ চলবে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো 16.6 কিলোমিটার অংশে পরিষেবা চালু করার জন্য সেই সিস্টেম ঠিকভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পুরো সিস্টেমকে একই বিন্দুতে নিয়ে আসতে হবে। তবেই ঠিকঠাকভাবে পরিষেবা মিলবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর পুরো 16.6 কিলোমিটার অংশে। তাই এই অংশের সিবিটিসি পরীক্ষার জন্য আগামী রবিবার অর্থাৎ 12 জানুয়ারি এবং তার পরের রবিবার অর্থাৎ 19 জানুয়ারি হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
আগামী দুই রবিবারই হুগলি নদীর নীচ দিয়ে থাকছে না মেট্রো পরিষেবা। সবকিছু ঠিকঠাক এগোলে আর কিছু দিনের মধ্যেই গ্রিন লাইন 1 আর গ্রিন লাইন 2 যুক্ত হয়ে যাবে এক অপরের সঙ্গে। তখন হাওড়া ময়দান থেকে এক টানা মেট্রো পৌঁছে যাবে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত। তাই স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থা বা সিবিটিসি ব্যবস্থা পরীক্ষা করার জন্যেই আগামী 12 ও 19 জানুয়ারি ইন্টারলকিং পরীক্ষা-নিরীক্ষা চলবে। উল্লেখ্য, আপাতত ইস্ট-ওয়েস্ট মেট্রোর দুটি অংশে পরিষেবা চালু আছে হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং সল্টলেক সেক্টর ফাইভ থেকে শিয়ালদা।