হায়দরাবাদ: দীর্ঘ অপেক্ষার পর ইচ্ছাপূরণ হতে চলেছে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৷ এবার অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরাও দেখতে পাবেন অ্যাপল টিভির কনটেন্ট ৷ অ্যান্ড্রয়েড ব্য়বহারকারীদের কথা ভেবে অ্যাপল টিভি+ চালু করা হয়েছে ৷ সহজেই গুগল প্লে-স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে ৷ ব্যবহারকারীরা ট্যাবলেট এবং ফোল্ডেবল ডিভাইসে অ্যাপলের জনপ্রিয় অরিজিনাল শো এবং সিনেমা স্ট্রিম করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল টিভি এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে তাদের গুগল প্লে অ্যাকাউন্ট থেকে অ্যাপল টিভি+ সাবস্ক্রাইব করতে পারবেন ৷ সাত দিনের বিনামূল্যে ট্রায়াল পরিষেবা ব্যবহারের সুযোগ পারবেন ৷ অ্যাপটি অফলাইনে দেখার জন্য শো এবং সিনেমা ডাউনলোড করার সুবিধা রয়েছে ৷ দীর্ঘ সময়ধরে বিমান যাত্রার সময় আগে থেকে ডাউনলোড করা কনটেন্ট অনায়াসে অফলাইনে দেখতে পারবেন ব্য়বহারকীররা ৷ অ্যান্ড্রয়েডের অ্যাপল টিভি+ অ্যাপটিতে iOS এবং iPadOS-এর মতোই 'কন্টিনিউ ওয়াচিং' এবং 'ওয়াচলিস্ট'-এর সুবিধা রয়েছে ।
Apple TV+ is now available on Android.
— Apple TV (@AppleTV) February 12, 2025
Stream Severance, Ted Lasso, Silo, Pachinko and more.#Severance #TedLasso #Silo #Pachinko pic.twitter.com/JYVZ6U8RQN
ফলে ব্যবহারকারীদের তাদের সিনেমা বা ওয়েব সিরিজ যেখানে দেখা বন্ধ করেছিলেন সেখান থেকেই আবার শুরু করতে পারবেন ৷ প্রতিটি শো এবং সিনেমা যে সমস্ত অ্যন্ড্রয়েড ডিভাইসে অ্যাপল টিভি+ ডাউনলোড করা আছে সবগুলিতেই দেখা যাবে। ওয়াচলিস্ট ফিচার থাকায় ব্যবহারকারীরা পছন্দের শো অ্যাড করে রাখতে পারবেন ৷
অ্যান্ড্রয়েডে অ্যাপল টিভি+ কীভাবে এটি অ্যাক্সেস করবেন?
অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা তাদের গুগল অ্যাকাউন্ট ব্যবহার করে অ্যাপল টিভি+ সাবস্ক্রাইব করতে পারবেন। প্রথমবার অ্যাপটি ব্যবহার করলে, পরিষেবাটিতে সাইন আপ করার পর সাত দিনের জন্য বিনামূল্যে ট্রায়ালের সুবিধা পাওয়া যাবে। ট্রায়াল শেষে স্ট্রিমিং পরিষেবা চালিয়ে যেতে প্রতি মাসে 99 টাকা দিতে হবে। প্রসঙ্গত, অ্যাপল টিভি+ এর সাবস্ক্রিপশনটি আরও চার সদস্যের সঙ্গেও শেয়ার করতে পারবেন।
পাশাপাশি, অ্যাপল ডিভাইস কিনলে তিন মাসের জন্য অ্যাপল টিভি+ সাবস্ক্রিপশন বিনামূল্যে পাবেন সংশ্লিষ্ট নাগরিকরা । এই পরিষেবাটি অ্যাপল ওয়ান সাবস্ক্রিপশনের অংশ, যা আরও তিনটি অ্যাপল পরিষেবাকে একটিমাত্র মাসিক সাবস্ক্রিপশনের মধ্যে একত্রিত করে। অ্যাপল মিউজিক স্টুডেন্ট প্ল্যানের সঙ্গে অ্যাপল টিভি+ এর সাবস্ক্রিপশন বিনামূল্যে পাওয়া যায়।
অ্যাপল টিভি+ 2019 সালের 1 নভেম্বর চালু হয়েছিল। সংস্থার দাবি অ্যাপল টিভি+ বিশ্বের প্রথম সম্পূর্ণ অরিজিনাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। অ্যাপল অরিজিনাল চলচ্চিত্র, তথ্যচিত্র এবং অনুষ্ঠানগুলি538টি পুরষ্কার এবং 2,553টি মনোনয়ন পেয়েছে।