ETV Bharat / state

বিজেপি এলেই লক্ষ্মীর ভাণ্ডারে 3 হাজার টাকা, বিনা পয়সায় বিদ্যুৎ; প্রতিশ্রুতি শুভেন্দুর - SUVENDU ADHIKARI

এখন থেকেই বিধানসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছেন শুভেন্দু অধিকারী ৷ বিজেপি ক্ষমতায় এলে কী কী পাবে সাধারণ জনগণ রানিগঞ্জে তারই ফিরিস্তি দেন তিনি ৷

Suvendu Adhikari
বিধানসভা নির্বাচন নিয়ে ঢালাও প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 11, 2025, 11:59 AM IST

আসানসোল, 11 জানুয়ারি: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রতিশ্রুতির বন্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । তাঁর কথায়,"বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3 হাজার দেব, বাড়ি দেব, আলো দেব, শৌচাগার দেব, আনুন আমাদের ।"

2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তাকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন সভায় ভোট প্রচার শুরু করেছেন বিজেপি নেতৃত্ব । রানিগঞ্জে 'সংকল্প রাম রাজ্যের' শীর্ষক একটি সভা হয়ে গেল শুক্রবার বিকেলে । আর এই সভায় বক্তব্য দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও । এদিন রাম পুজোর মাধ্যমে পশ্চিমবঙ্গকে 'রামরাজ্য' তৈরি করার সংকল্প নেন বিজেপি নেতৃত্ব ।

বিনা পয়সায় বিদ্যুতের প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর (ইটিভি ভারত)

শুভেন্দুর গলায় এদিন ছিল প্রতিশ্রুতির বন্যা । পাশাপাশি, রাজ্য এখন জঙ্গিদের আস্তানা হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি । বিরোধী দলনেতা তাঁর বক্তব্যে বলেন, "রাজ্যে এমন জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা বিপজ্জনক । আইডি দিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে তেমনই জঙ্গি জাভেদ মুন্সি । তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিল । মুখ্যমন্ত্রীর পুলিশ ধরেনি । কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে । আরেক বহিরাগত জঙ্গি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা চালাচ্ছিল । তার এপিক কার্ডও হয়ে গিয়েছিল । মমতার পুলিশ তাকেও ধরেনি ৷ ধরেছে অসমের এসটিএফ ।"

Suvendu Adhikari
রানিগঞ্জের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

এরপরেই শুভেন্দু অধিকারী সাধারণ জনতার উদ্দেশে বলেন, "ঠিক করুন বাংলাকে জঙ্গিদের রাজত্ব করবেন, নাকি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে গিয়েছেন, তাকে রক্ষা করবেন । জোট বাঁধুন, তৈরি হন ৷" লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই বিজেপি নেতা । শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, শুভেন্দুর বক্তব্যে বাড়ি, শৌচাগার, বিদ্যুতের খরচ নিয়েও ঢালাও প্রতিশ্রুতি ।

Suvendu Adhikari
বিজেপিকে বিধানসভা নির্বাচনে জেতানোর আর্জি বিরোধী দলনেতার (নিজস্ব ছবি)

শুভেন্দু অধিকারীর কথায়, "লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভয় দেখাচ্ছে তো ওরা (তৃণমূল) । আরে আমরা যে রাজ্যে আছি, এর চেয়ে বেশি দিই । ওরা হাজার টাকা দেয় । বিজেপি এলে 3 হাজার টাকা দেবে । এক লাখ কুড়ির ঘর হয় নাকি? আমরা তিনলাখ কুড়ির ঘর দেব । সঙ্গে বিনা পয়সায় শৌচাগার বানিয়ে দেব । নলে জল দেব । সোলার আলো দেব । ইলেকট্রিকের বিল দিতে হবে না । আনুন আমাদের ।"

রানিগঞ্জ, আসানসোলের ধস ও বেআইনি কয়লা কাটা নিয়েও শুভেন্দু অধিকারী এদিন গর্জে ওঠেন । তিনি বলেন, "এই যে যেখানে দাঁড়িয়ে আছেন, ধপ করে পড়ে যাবে । নিচটা ফাঁকা করে দিয়ে গিয়েছে । আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, বারাবনির নিচটা ফাঁকা হয়ে গিয়েছে ।"

আসানসোল, 11 জানুয়ারি: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রতিশ্রুতির বন্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । তাঁর কথায়,"বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3 হাজার দেব, বাড়ি দেব, আলো দেব, শৌচাগার দেব, আনুন আমাদের ।"

2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তাকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন সভায় ভোট প্রচার শুরু করেছেন বিজেপি নেতৃত্ব । রানিগঞ্জে 'সংকল্প রাম রাজ্যের' শীর্ষক একটি সভা হয়ে গেল শুক্রবার বিকেলে । আর এই সভায় বক্তব্য দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও । এদিন রাম পুজোর মাধ্যমে পশ্চিমবঙ্গকে 'রামরাজ্য' তৈরি করার সংকল্প নেন বিজেপি নেতৃত্ব ।

বিনা পয়সায় বিদ্যুতের প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর (ইটিভি ভারত)

শুভেন্দুর গলায় এদিন ছিল প্রতিশ্রুতির বন্যা । পাশাপাশি, রাজ্য এখন জঙ্গিদের আস্তানা হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি । বিরোধী দলনেতা তাঁর বক্তব্যে বলেন, "রাজ্যে এমন জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা বিপজ্জনক । আইডি দিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে তেমনই জঙ্গি জাভেদ মুন্সি । তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিল । মুখ্যমন্ত্রীর পুলিশ ধরেনি । কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে । আরেক বহিরাগত জঙ্গি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা চালাচ্ছিল । তার এপিক কার্ডও হয়ে গিয়েছিল । মমতার পুলিশ তাকেও ধরেনি ৷ ধরেছে অসমের এসটিএফ ।"

Suvendu Adhikari
রানিগঞ্জের সভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

এরপরেই শুভেন্দু অধিকারী সাধারণ জনতার উদ্দেশে বলেন, "ঠিক করুন বাংলাকে জঙ্গিদের রাজত্ব করবেন, নাকি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে গিয়েছেন, তাকে রক্ষা করবেন । জোট বাঁধুন, তৈরি হন ৷" লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই বিজেপি নেতা । শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, শুভেন্দুর বক্তব্যে বাড়ি, শৌচাগার, বিদ্যুতের খরচ নিয়েও ঢালাও প্রতিশ্রুতি ।

Suvendu Adhikari
বিজেপিকে বিধানসভা নির্বাচনে জেতানোর আর্জি বিরোধী দলনেতার (নিজস্ব ছবি)

শুভেন্দু অধিকারীর কথায়, "লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভয় দেখাচ্ছে তো ওরা (তৃণমূল) । আরে আমরা যে রাজ্যে আছি, এর চেয়ে বেশি দিই । ওরা হাজার টাকা দেয় । বিজেপি এলে 3 হাজার টাকা দেবে । এক লাখ কুড়ির ঘর হয় নাকি? আমরা তিনলাখ কুড়ির ঘর দেব । সঙ্গে বিনা পয়সায় শৌচাগার বানিয়ে দেব । নলে জল দেব । সোলার আলো দেব । ইলেকট্রিকের বিল দিতে হবে না । আনুন আমাদের ।"

রানিগঞ্জ, আসানসোলের ধস ও বেআইনি কয়লা কাটা নিয়েও শুভেন্দু অধিকারী এদিন গর্জে ওঠেন । তিনি বলেন, "এই যে যেখানে দাঁড়িয়ে আছেন, ধপ করে পড়ে যাবে । নিচটা ফাঁকা করে দিয়ে গিয়েছে । আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, বারাবনির নিচটা ফাঁকা হয়ে গিয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.