আসানসোল, 11 জানুয়ারি: পশ্চিম বর্ধমানের রানিগঞ্জে প্রতিশ্রুতির বন্যা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায় । তাঁর কথায়,"বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মীর ভাণ্ডার 3 হাজার দেব, বাড়ি দেব, আলো দেব, শৌচাগার দেব, আনুন আমাদের ।"
2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচন । আর তাকে সামনে রেখে এখন থেকেই বিভিন্ন সভায় ভোট প্রচার শুরু করেছেন বিজেপি নেতৃত্ব । রানিগঞ্জে 'সংকল্প রাম রাজ্যের' শীর্ষক একটি সভা হয়ে গেল শুক্রবার বিকেলে । আর এই সভায় বক্তব্য দিতে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালও । এদিন রাম পুজোর মাধ্যমে পশ্চিমবঙ্গকে 'রামরাজ্য' তৈরি করার সংকল্প নেন বিজেপি নেতৃত্ব ।
শুভেন্দুর গলায় এদিন ছিল প্রতিশ্রুতির বন্যা । পাশাপাশি, রাজ্য এখন জঙ্গিদের আস্তানা হয়ে গিয়েছে বলেও দাবি করেন তিনি । বিরোধী দলনেতা তাঁর বক্তব্যে বলেন, "রাজ্যে এমন জঙ্গিদের আশ্রয় দেওয়া হচ্ছে, যারা বিপজ্জনক । আইডি দিয়ে বিস্ফোরণ ঘটাতে পারে তেমনই জঙ্গি জাভেদ মুন্সি । তাকে মমতা বন্দ্যোপাধ্যায় লুকিয়ে রেখেছিল । মুখ্যমন্ত্রীর পুলিশ ধরেনি । কাশ্মীরের পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছে । আরেক বহিরাগত জঙ্গি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মাদ্রাসা চালাচ্ছিল । তার এপিক কার্ডও হয়ে গিয়েছিল । মমতার পুলিশ তাকেও ধরেনি ৷ ধরেছে অসমের এসটিএফ ।"
এরপরেই শুভেন্দু অধিকারী সাধারণ জনতার উদ্দেশে বলেন, "ঠিক করুন বাংলাকে জঙ্গিদের রাজত্ব করবেন, নাকি যে বাংলাকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তৈরি করে গিয়েছেন, তাকে রক্ষা করবেন । জোট বাঁধুন, তৈরি হন ৷" লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও বড় ধরনের প্রতিশ্রুতি দিয়ে গেলেন এই বিজেপি নেতা । শুধু লক্ষ্মীর ভাণ্ডারই নয়, শুভেন্দুর বক্তব্যে বাড়ি, শৌচাগার, বিদ্যুতের খরচ নিয়েও ঢালাও প্রতিশ্রুতি ।
শুভেন্দু অধিকারীর কথায়, "লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে ভয় দেখাচ্ছে তো ওরা (তৃণমূল) । আরে আমরা যে রাজ্যে আছি, এর চেয়ে বেশি দিই । ওরা হাজার টাকা দেয় । বিজেপি এলে 3 হাজার টাকা দেবে । এক লাখ কুড়ির ঘর হয় নাকি? আমরা তিনলাখ কুড়ির ঘর দেব । সঙ্গে বিনা পয়সায় শৌচাগার বানিয়ে দেব । নলে জল দেব । সোলার আলো দেব । ইলেকট্রিকের বিল দিতে হবে না । আনুন আমাদের ।"
রানিগঞ্জ, আসানসোলের ধস ও বেআইনি কয়লা কাটা নিয়েও শুভেন্দু অধিকারী এদিন গর্জে ওঠেন । তিনি বলেন, "এই যে যেখানে দাঁড়িয়ে আছেন, ধপ করে পড়ে যাবে । নিচটা ফাঁকা করে দিয়ে গিয়েছে । আসানসোল, রানিগঞ্জ, জামুড়িয়া, পাণ্ডবেশ্বর, বারাবনির নিচটা ফাঁকা হয়ে গিয়েছে ।"