কলকাতা, 11 জানুয়ারি: রাজ্যের বেহাল শিক্ষা ব্যবস্থা নিয়ে ফের সুর চড়াচ্ছে সিপিএমের ছাত্র সংগঠন । এবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর হাতে শূন্য পাওয়া মার্কশিট ধরাতে চলেছে তারা । বিকাশ ভবনে গিয়ে বিকল্প শিক্ষানীতির খসড়াও তুলে দেবে নেতৃত্ব । সেই লক্ষ্যেই 27 তারিখ হবে ভারতের ছাত্র ফেডারেশনের ডাকে বিকাশ ভবন অভিযান । এদিন এক সাংবাদিক সম্মেলনে একথাই জানান সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে । উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কাজ্জ্যি ।
সম্প্রতি কেন্দ্রীয় সরকারের একটি রিপোর্ট তোলপাড় ফেলেছে রাজ্য-রাজনীতিতে । তাতে দাবি করা হয়েছে, এরাজ্যে 8000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে । কোনও পড়ুয়া নেই 3254টি স্কুলে । এমন 6366টি স্কুল আছে, যেখানে একজন মাত্র শিক্ষক। তার উপর শিক্ষামন্ত্রী জানিয়েছেন, বিভিন্ন স্কুল মার্জ করা হবে । ফলে ভবিষ্যতে স্কুলের সংখ্যা আরও কমতে চলেছে । রাজ্যের স্কুল শিক্ষার এমন কঙ্কালসার চেহারা সামনে আসায় কার্যত অস্বস্তির মুখে সরকার ।
এদিন সাংবাদিক সম্মেলনে ভারতের ছাত্র ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি প্রণয় কাজ্জ্যি জানান, কেন্দ্রের সমীক্ষায় বাংলা স্কুলছুটের সংখ্যা বেড়েছে । বিকল্প শিক্ষানীতির কথা বলা হয়েছে । প্রয়োজনে রাজ্যের শিক্ষা দফতর আলোচনায় বসুক । বিকল্প শিক্ষানীতি লাগু করা হোক । সংগঠনের সম্পাদক দেবাঞ্জন দে বলেন, ‘‘স্কুল পরিচালনার জন্য অতিরিক্ত ফি নিচ্ছে, কারণ সরকার অনুদান দিচ্ছে না । সরকারি টাকা পরিকাঠামো উন্নয়নে খরচ হচ্ছে না । সেই টাকায় ছাত্র সপ্তাহ পালন করছে সরকার । মুখ্যমন্ত্রী পিকনিক করছেন । গায়ক-নায়ক নিয়ে মার্কশিট দিচ্ছেন ।
তিনি দাবি করেন, রাজ্যের শিক্ষামন্ত্রী কাজের মার্কশিট হলে 10 নম্বরে শূন্য পাবেন । পড়া নিয়ে ছিনিমিনি খেলছেন উনি । স্কুলে পড়তে না-পেরে মৃত্যুর পথ বেছে নিচ্ছে ছাত্রী । স্কুলছুট বাড়ছে । বিধানসভায় গিয়ে বলা হয়েছে । তারপরেও সরকার উদাসীন ।
এদিন সংগঠনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, বিকাশ ভবনে তাঁরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করবেন ৷ কিন্তু, তার জন্য কোনও অনুমতি নেবেন না । কারণ, যে মেয়েটি স্কুলে ভর্তি হতে না-পেরে মৃত্যুর পথ বেছে নিল, তার বাড়ি শিক্ষামন্ত্রী একবারও যাননি । তাঁকেও তাই সৌজন্য দেখানোর জায়গা নেই ।
ভিসি নিয়োগ নিয়ে ইউজিসির নির্দেশের সমালোচনাও করেছে এসএফআই । তাদের কথায়, শিক্ষা জগতের লোক না-হলেও ভিসি করা যাবে বলছে ইউজিসি । রাজ্যপাল যাকে মনে করবেন তাঁকেই ভিসি করা যাবে । এতে বিশ্ববিদ্যালয়ের ক্ষমতা ক্ষুণ্ন হচ্ছে । এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে অনেক বিজেপি শাসিত রাজ্যও । কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় একবারও কিছু বলেননি ।
বিকল্প পথ হিসেবে এসএফআই নেতৃত্ব জানিয়েছেন, ভিসি নিয়োগের একাধিক নাম আসুক ৷ তাঁদের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন হোক । তবে শিক্ষাক্ষেত্রের মানুষকেই ভিসি করতে হবে ।