কলকাতা 9 মে: এবার মানিকতলা বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের পথ প্রশস্ত হল। কলকাতা হাইকোর্টে থাকা মামলা প্রত্যাহার করে নিলেন বিজেপি নেতা কল্যাণ চৌবে। প্রায় দু'বছর আগে মানিকতলার তৎকালীন বিধায়ক সাধন পাণ্ডের বিরুদ্ধে দায়ের করা ইলেকশন পিটিশন দায়ের করেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি। এবার সেই পিটিশন প্রত্যাহার করে নিলেন তিনি। নির্বাচন কমিশনের তরফে একাধিকবার বলা হয়েছে, মামলা চলছে বলেই ভোট হচ্ছে না মানিকতলায়। মামলা না-থাকায় এবার দ্রুত ভোট হবে বলেই মনে করছে বিভিন্ন মহল।
29 এপ্রিল কল্যাণ চৌবে ইলেকশন পিটিশন তুলে নেওয়ার আর্জি জানান বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে। বিচারপতি জানিয়েছিলেন 6 মে মামলার শুনানি হবে। পরে তিনি জানান শুনানি হবে 9 মে । এদিন কল্যাণের আর্জিতেই অনুমতি দিলেন বিচারপতি। এতদিন মামলা চলার পর তা প্রত্যাহারের আবেদনের জন্য কোনও ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়নি। কল্যাণ চৌবেকে মামলা প্রত্যাহার করার নির্দেশ দিলেন বিচারপতি জয় সেনগুপ্ত। গত 29 এপ্রিল বিচারপতি জয় সেনগুপ্তর এজলাসে শুনানিতে অংশ নেন কল্যাণ।
আদালতে তার সাক্ষ্য গ্রহণ পর্ব চলছিল। কিন্তু সেদিন শুনানির শুরুতেই কল্যাণ চৌব্যের আইনজীবী মক্কেল ব্যক্তিগত কারণে মামলা তুলে নিতে চান বলে আদালতকে জানান। আদালত 9 মে পরবর্তী শুনানির দিন ধার্য করে। ওইদিন আদালত বিষয়টি বিবেচনা করে প্রত্যাহারের বিষয়ে অনুমতি দেবে বলে জানায়। শেষমেশ বৃহস্পতিবার গোটা বিষয়টি স্পষ্ট হল।