পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আই অ্যাম ভেরি সরি, অ্যাডভোকেট জেনারেলের সঙ্গে নিজেই দ্বন্দ্ব মেটালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় - বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Justice Abhijit Gangopadhyay: দিনকয়েক আগে মেডিক্যাল সংক্রান্ত একটি মামলার শুনানির সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের অ্যাডভোকেট জেনারেলে কিশোর দত্তর বাকবিতণ্ডা হয় ৷ সোমবার অন্য একটি মামলার শুনানির সময় নিজেই সেই দ্বন্দ্ব মেটালেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ বললেন, ‘‘আই অ্যাম ভেরি সরি ৷’’

etv bharat
etv bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 6, 2024, 2:34 PM IST

কলকাতা, 6 ফেব্রুয়ারি: শেষপর্যন্ত মিটল কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ও রাজ্যের অ্যাডভোকেট জেনারেলের (এজি) দ্বন্দ্ব । সেই দ্বন্দ্ব মেটাতে রাজ্যের এজি কিশোর দত্তর কাছে নিজেই ক্ষমা চেয়ে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় ৷ বললেন, "বন্ধু কিশোরের কাছে ক্ষমা চাইতে হবে ৷ কয়েকদিন আগে আমি আপনাকে অনেক কিছু বলেছি । আমি আপনাকে অনেক বছর ধরে চিনি । প্রায় 37 বছর । আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থী । আই অ্যাম ভেরি সরি ।’’

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও বলেন, ‘‘আমি রাগের মাথায় অনেক কিছু বলেছি । বারের সকলের জানা উচিত ৷ আমি ক্ষমাপ্রার্থী ।’’ বিচারপতির কথা শুনে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেন, ‘‘আমিও ওই দিন অনেক কিছু বলেছিলাম ।’’ তখন বিচারপতি পালটা বলেন, ‘‘আপনি যা শুনেছেন, তাই বলেছেন । তবে আমি যা বলেছিলাম রাগ করে ।’’

এর পর বিচারপতি গঙ্গোপাধ্যায় অন্যদের উদ্দেশ্যে বলেন, ‘‘আপনারা জানেন না, কিশোর আমার কত উপকার করেছে । এমনও হয়েছে, কিশোর আর আমার আরেক বন্ধু না থাকলে আমি মরে যেতাম ।’’ তিনি আরও বলেন, ‘‘কিশোর, আমি ও জয়মাল্য আরও কয়েকজন আমরা এক সঙ্গে ঘুরে বেড়াতাম ।’’

উল্লেখ্য, মেডিক্যাল কলেজগুলিতে ভরতির ক্ষেত্রে জাতিগত শংসাপত্র জাল করার অভিযোগকে কেন্দ্র করে দায়ের হওয়া মামলা নিয়ে দিনকয়েক আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় ও এজি কিশোর দত্তর মধ্যে বাকবিতণ্ডা নয় ৷ এজি বিচারপতির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ৷ পালটা বিচারপতি দাবি করেন যে কিশোর দত্ত ‘পাদুকালেহন’ করে দ্বিতীয়বার এজি হয়েছেন ৷ সেই প্রসঙ্গই সোমবার অন্য একটি মামলার শুনানির সময় তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ আর ক্ষমা চেয়ে নেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে ৷

আরও পড়ুন:

  1. বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চ থেকে সরল প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সমস্ত মামলা
  2. হাইকোর্টের দুই বিচারপতির সংঘাতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ, শনি-সকালেই শুনানি
  3. 'বিচারপতি সৌমেন সেন একটি রাজনৈতিক দলের সুবিধা করে দিচ্ছেন', বিস্ফোরক বিচারপতি গঙ্গোপাধ্যায়

ABOUT THE AUTHOR

...view details