কলকাতা, 10 সেপ্টেম্বর: আরজি কর কাণ্ডের প্রতিবাদীরা সকলেই যে রাজনীতির সঙ্গে যুক্ত এ কথা মানতে রাজি নন তৃণমূল সাংসদ জহর সরকার। ইতিমধ্যেই আরজি করের ঘটনাকে সামনে রেখে নিজের সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন প্রাক্তন আমলা। বিস্ফোরক চিঠি লিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তাঁর পদত্যাগের ইচ্ছাও প্রকাশ করেছেন। পরবর্তী পদক্ষেপ হিসেবে তিনি এবার উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনকড়ের কাছে সময় চাইলেন। সেইসঙ্গে তিনি বললেন, "সঠিক সময় মুখ্যমন্ত্রী পদক্ষেপ করলে আজ পরিস্থিতি তাঁর নিয়ন্ত্রণের বাইরে চলে যেত না।"
প্রসঙ্গত, এই মুহূর্তে দিল্লিতে নেই উপরাষ্ট্রপতি। তাই আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেওয়া হয়নি প্রসার ভারতীর এই প্রাক্তন সিইও-র। তবে তিনি ইটিভি ভারতকে জানিয়েছেন, আগামিকাল, বুধবার দিল্লি গিয়ে পদত্যাগ করতে আবেদন করে আসবেন। এরপর উপরাষ্ট্রপতি যেদিন সময় দেবেন সেদিনই গিয়ে পদত্যাগ পত্র জমা দেবেন। মুখ্যমন্ত্রীকে তাঁর চিঠি দিয়ে পদত্যাগের ইচ্ছেপ্রকাশ করার পর মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তাঁর সঙ্গে ফোনে যোগাযোগ করা হয়েছিল। প্রাক্তন আমলাকে অনুরোধ করা হয়েছিল এই মুহূর্তে তিনি যেন পদত্যাগ না-করেন। কিন্তু তাতেও রাজি হননি জহর ।