মালদা, 4 জুন: একে একে নিভিছে বাম-কংগ্রেসের দেউটি ৷ উনিশে মালদা দক্ষিণের সঙ্গে বহরমপুর কেন্দ্রটিও ছিল ৷ এবার ইন্দ্রপতন হয়েছে সেই বহরমপুরেও ৷ ভোটের ময়দানে গুজরাতের ক্রিকেটারের কাছে পাঁচবারের সাংসদ অধীর রঞ্জন চৌধুরী মাথা নত করেছেন ৷ সঙ্গী বামেদের দশা আরও করুণ ৷ এমন পরিস্থিতিতে একা কুম্ভ হয়ে লড়াই করলেন দক্ষিণ মালদা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী ৷ শুধু নিজের জয় নিশ্চিত করাই নয়, এই বাংলায় এখনও বুদবুদের মতো ভাসিয়ে রাখলেন কংগ্রেসকে ৷
কংগ্রসের মান বাঁচালেন ইশা খান চৌধুরী (ইটিভি ভারত) এগারোর বিধানসভা নির্বাচনে বৈষ্ণবনগর, ষোলোয় সুজাপুর ৷ দু'বার দুই কেন্দ্র থেকে বিজয়ী হয়ে রাজ্য বিধানসভায় 10 বছর পার করেছেন প্রয়াত গনি খান চৌধুরীর ভ্রাতুষ্পুত্র ৷ কিন্তু 2021-এর নির্বাচনে সুজাপুর কেন্দ্রে তৃণমূল প্রার্থী আবদুল গনির কাছে রেকর্ড ভোটে হেরে যান তিনি ৷ এবারের লোকসভা নির্বাচনে যখন তাঁকে দক্ষিণ মালদা কেন্দ্রে প্রার্থী করা হয়, তখন অনেকে প্রশ্ন তুলেছিলেন ৷ কিন্তু মঙ্গলের বিকেলে লক্ষাধিক ভোটে জয়ের পথে হেঁটে সব প্রশ্নের উত্তর দিলেন তিনি ৷
ইশা বলেন, "শুধু ভোটের আগে নয়, ভোটের পরেও দক্ষিণ মালদা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে গিয়েছি ৷ মানুষের ভালোবাসা দেখে তখনই বুঝতে পেরেছি, এই কেন্দ্রে আমার জয় নিশ্চিত ৷ মানুষ কেন্দ্রে বদল চায় ৷ তাঁরা রাহুল গান্ধিকে প্রধানমন্ত্রী দেখতে চান ৷ তাই তাঁরা আমাকে জয়ী করেছে ৷ এই জয়ের পিছনে যেমন আমার জ্যেঠু গনি খান চৌধুরীর প্রেরণা রয়েছে, তেমনই রয়েছে বাবা আবু হাসেম খান চৌধুরীর আশীর্বাদ ৷ তাঁরা দু'জনেই আমাকে রাজনীতির মঞ্চে পা-ফেলতে শিখিয়েছেন ৷ এই জয়ের পর আগে আমি প্রতিটি বিধানসভা কেন্দ্র এলাকায় গিয়ে মানুষকে ধন্যবাদ জানাব ৷ এই এলাকার প্রধান দুই সমস্যা হল গঙ্গা ভাঙন আর পরিযায়ী শ্রমিক ৷ প্রথমেই এই দুই সমস্যা মেটানোর চেষ্টা করব ৷"
তিনি নিজে জয় নিশ্চিত করলেও রাজ্যের মানুষ এবার তৃণমূলের উপরই ভরসা রেখেছে ৷ বাম-কংগ্রেস জোট মানুষের মনে ছাপ ফেলতে পারল না কেন? তাঁর সতর্ক উত্তর, "রাজ্যবাসী হয়তো বিজেপি বিরোধী হিসাবে তৃণমূলের উপর বেশি ভরসা রেখেছে ৷ কিন্তু এবার ইন্ডিয়া জোটকেই সমর্থন করেছে তারা ৷ ভোটের পর যতগুলি বুথ ফেরক সমীক্ষা প্রকাশিত হয়েছে, প্রতিটিতেই ইন্ডিয়া জোটকে 130-140টি আসন দেওয়া হয়েছিল ৷ কিন্তু সব পোল গোল হয়ে গিয়েছে ৷ ইন্ডিয়া জোট 230টির গণ্ডি পেরিয়ে গিয়েছে ৷ এই পরিস্থিতিতে যদি এনডিএ জোটের কোনও দল আমাদের সমর্থন করে, তবে কেন্দ্রে ইন্ডিয়া জোটের সরকার গঠিত হতে পারে ৷ দেখা যাক, ভবিষ্যৎ কী বলে ৷"