দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায় কলকাতা, 19 মার্চ: তৃণমূল কংগ্রেসের কর্মিসভায় নির্দল কাউন্সিলরকে ডাক। তাঁকে তৃণমূল কংগ্রেসের যোগদানের আহ্বান সভামঞ্চ থেকে। আর সেই সভামঞ্চে দাঁড়িয়েই তৃণমূল কংগ্রেসে যোগদানের আহ্বানকে অস্বীকার করলেন দক্ষিণ দমদমের 15 নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনি নির্দল হিসেবে জয়ের জন্য তাঁর এলাকার যে সমস্ত মানুষের সহযোগিতা ও ভোট পেয়েছিলেন তাঁদের সঙ্গে কথা না-বলে কোনওভাবেই তৃণমূলে যোগদান করতে পারবেন না বলে জানিয়ে দেন।
মঙ্গলবার দুপুরে লোকসভা নির্বাচনকে সামনে রেখে দমদম রবীন্দ্র ভবনে কর্মী সম্মেলনের আয়োজন করেছিল দক্ষিণ দমদম টাউন তৃণমূল কংগ্রেস। সভামঞ্চে উপস্থিত ছিলেন দমদমের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী সৌগত রায় ও রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু। সেই মঞ্চ থেকে দলে যোগ দেওয়ার কথা ছিল দক্ষিণ দমদমের দুই নির্দল কাউন্সিলরের। কর্মী সম্মেলনের শেষে যোগদানের জন্য তাঁদের নাম ঘোষণা করা হয়। কিন্তু এরপরেই নাটকীয় মোড় নেয় পুরো ঘটনা।
রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় উপস্থিতিতেই সেইসময় মঞ্চে দাঁড়িয়ে তৃণমূলে যোগ দেওয়ার সুযোগ ফিরিয়ে দেন দেবাশিষ বন্দ্যোপাধ্যায়। মঞ্চে দাঁড়িয়েই তিনি দমদম লোকসভার তৃণমূল প্রার্থী ও রাজ্যের মন্ত্রীর কাছে সময় চেয়ে নেন। তিনি মঞ্চ থেকে জানিয়ে দেন দলের কাছে তিনি কৃতজ্ঞ কিন্তু 15 নম্বর ওয়ার্ডের যে 96 শতাংশ মানুষ তাঁকে নির্দল থাকাকালীন বেছে নিয়েছিলেন, তাই তাঁদের মতামত নিয়েই তিনি পরবর্তীতে দলের কাছে আহ্বান জানাবেন তাঁর যোগদানের বিষয়।
এই ঘোষণার পরই কেঁদে ফেলেন ওই কাউন্সিলর ৷ পাশাপাশি আবেগপ্রবণ হয়ে পড়েন মন্ত্রী ও অন্যান্য কাউন্সিলররা। দেবাশিস বন্দ্যোপাধ্যায় জানান, তিনি সর্বাত্মকভাবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে রয়েছেন ৷ মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দোপাধ্যায় নেতৃত্বেই তিনি কাজ করবেন, তবে দলে যোগ দিতে তাঁর সময় লাগবে। এলাকাবাসীর মতামত নেওয়ার পরে তিনি দলে যোগদানের সিদ্ধান্ত নেবেন। রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুও মঞ্চে দাঁড়িয়ে তার এই সিদ্ধান্তকে মেনে নেন।
আরও পড়ুন:
- দিল্লির উদ্দেশ্যে রওনা দিলেন অর্জুন, সঙ্গী দিব্যেন্দু; শুক্রেই বিজেপিতে যোগদান !
- ফুলবদল নিশ্চিত তাপস রায়ের, বুধ-সন্ধ্যায় গেরুয়া শিবিরে যোগদান
- চায়ের কাপে অভিমান গলে জল, সুদীপের বাড়িতে খোশমেজাজে আড্ডা কুণালের