পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নতুন মাসে বাড়বে বৃষ্টি, তবুও বর্ষার ঘাটতি থাকবে দক্ষিণবঙ্গে; পূর্বাভাস হাওয়া অফিসের - WEST BENGAL MONSOON UPDATE - WEST BENGAL MONSOON UPDATE

west bengal weather forecast: জুলাইয়ের প্রথমার্ধে সমগ্র দেশজুড়ে বাড়বে বৃষ্টির পরিমাণ ৷ কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতি থাকবেই ৷ এবার এমনই পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর ৷

west bengal monsoon update
আলিপুর আবহাওয়া দফতর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jun 30, 2024, 6:59 AM IST

Updated : Jun 30, 2024, 8:22 AM IST

কলকাতা, 30 জুন: "ম্যাডেন জুলিয়ান অসিলেশন" অর্থাৎ হাওয়ার ধরনের প্রকৃতিগত আচরণের উপর সারা বছর বৃষ্টির পরিমাণ নির্ভর করে ৷ আলিপুর আবহাওয়া দফতরের মতে, চলতি মরসুমে অবশেষে এই হাওয়ার ধরনের প্রভাব ক্রমশ ভারতের উপর পড়বে ৷ আবহবিদদের আশা, জুলাই মাসের প্রথম সপ্তাহ থেকে দেশে বৃষ্টি পরিস্থিতি আরও জোরালো হবে ।

সোমনাথ দত্ত, আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা (ইটিভি ভারত)

ইতিমধ্যেই মৌসম ভবন চলতি বছরে 106 শতাংশ বেশি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । যদিও বাংলার ক্ষেত্রে ছবিটা দুই রকম । উত্তরবঙ্গ জুড়ে ধারাস্নান বাড়তি থাকলেও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ঘাটতি থাকছেই । আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত বলেন, "সারা দেশে বাড়তি বৃষ্টি হলেও দক্ষিণবঙ্গ বৃষ্টির ঘাটতিতেই থাকবে ।" দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু পুরোপুরি দখল নেওয়ার পরে ভিজছে দক্ষিণবঙ্গ । দিনভর দফায় দফায় কখনও হালকা, কখনও মাঝারি বৃষ্টিতে তাপমাত্রার পারদ নিম্নমুখী । তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রচুর পরিমাণে থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে ।

শনিবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1.3 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.4 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ 98 শতাংশ এবং সর্বনিম্ন 85 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 92.4 মিলিমিটার । আজ, রবিবার দিনের আকাশ থাকবে মেঘলা । বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 26 ডিগ্রির আশেপাশে থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ।

আবহাত্তয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তার কথায়, "আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । আগামী সাত দিনের মধ্যে পাঁচ দিনই পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । দু'দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত হবে । তবে উত্তরবঙ্গের সর্বত্র মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।" তিনি আরও জানান, এই মুহূর্তে সাগরে ঘনীভূত নিম্নচাপ রয়েছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছাকাছি ওড়িশা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে । সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার উপরে ঘূর্ণাবর্তটি অবস্থান করবে । এই ঘূর্ণাবর্তার অক্ষরেখাটি দক্ষিণ-পশ্চিম দিকে ঝুঁকে রয়েছে । ঘূর্ণাবর্তের এই অবস্থান বৃষ্টিপাতের জন্য অনুকূল বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের অধিকর্তা ।

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, 29 এবং 30 জুন অর্থাৎ গতকাল ও আজ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে । আগামীকাল ও পরশু অর্থাৎ 1 এবং 2 জুলাই দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । তবে আগামী 3, 4 এবং 5 জুলাইও রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে । তবে আজ, রবিবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় ৷

রবিবার হাওয়া অফিসের তরফে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৷ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং, দুই দিনাজপুর, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম এবং দুই বর্ধমানে ৷ সোমবার তথা 1 জুলাই ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলা দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ৷ সঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দুই দিনাজপুরে ৷ তবে সোমবার দক্ষিণবঙ্গে কোনও সতর্কতা নেই বলে আবহাওয়া দফতরের তরফে ৷

আগামী 2 তারিখ উত্তরবঙ্গের সমস্ত জেলাতেই রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা৷ যদিও দক্ষিণবঙ্গের জন্য কোনও সতর্কতা নেই ৷ তবে 3 তারিখ হাওয়া অফিসের তরফে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।

Last Updated : Jun 30, 2024, 8:22 AM IST

ABOUT THE AUTHOR

...view details