পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, উত্তরে ঠান্ডার আমেজ; দক্ষিণে চড়বে পারদ - Kolkata Weather

West Bengal Weather Update: রাজ্যের দক্ষিণে ইতিমধ্যে গরম অনুভূত হচ্ছে ৷ উত্তরে অবশ্য ঠান্ডার আমেজই রয়েছে ৷ এর মধ্যে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷

ETV Bharat
দক্ষিণে মেঘলা আকাশ

By ETV Bharat Bangla Team

Published : Mar 3, 2024, 6:48 AM IST

কলকাতা, 3 মার্চ: রবি এবং সোমে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ একইসঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে বইতে পারে দমকা বাতাস ৷ রবিবার উত্তরবঙ্গেও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷ হাওয়া অফিস বলছে ধীরে ধীরে আবহাওয়ার পরিবর্তন হবে ৷ পারদ ইতিমধ্যেই চড়তে শুরু করেছে, যা আরও বাড়বে ৷ তবে আপাতত আগামী পাঁচদিনে তাপমাত্রার উল্লেখযোগ্য পরিবর্তন নেই ৷

শনিবার দুপুরে কলকাতায় রোদ বেশ চড়াই ছিল ৷ দিনের বেলা ঘামতেই হচ্ছে ৷ ঘরে থাকলেও ফ্যান চালাতে হয়েছে ৷ মার্চের দ্বিতীয় দিনে গরমের এই অনুভূতিতে গ্রীষ্মে গলদঘর্ম হওয়ার ইঙ্গিত ৷ ইতিমধ্যে সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি পেরিয়ে 32 ডিগ্রিতে পা দেওয়ার ইঙ্গিত দিচ্ছে ৷ যদিও উত্তরবঙ্গে এখনও যথেষ্ট ঠান্ডার আমেজ রয়েছে ৷

দার্জিলিংয়ে তাপমাত্রা 7.6 ডিগ্রিতে রয়েছে ৷ কালিম্পংয়ে পারদ 13 ডিগ্রিতে ৷ কোচবিহারে 13.6 ডিগ্রি, জলপাইগুড়িতে 15.3 ডিগ্রি এবং মালদায় 18.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ৷ ফলে উত্তরবঙ্গে বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস সত্ত্বেও ঠান্ডার অনুভূতি যথেষ্টই পাওয়া যাবে ৷ দক্ষিণবঙ্গে মূলত পশ্চিমের জেলাগুলিতে ঠান্ডার আমেজ হালকা হলেও আছে ৷

তবে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ছবিটা ভিন্ন ৷ সেখানে ভোর বা রাত কোনও সময়েই আর হালকা ঠান্ডার আমেজ পাওয়া যাচ্ছে না ৷ বরং অস্বস্তিকর গরমের আবাহন চলছে ৷ শনিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.5 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন দু'টি তাপমাত্রাই স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি নীচে ছিল ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 92 শতাংশ ৷ আজ রবিবার দিনের আকাশ আংশিক মেঘলাই থাকবে ৷ সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷

আরও পড়ুন:

  1. অর্থলাভের যোগ কার, কার ভাগ্যে বিবাহ; জানুন রাশিফলে
  2. ফাগুনের সন্ধেয় একইদিনে বিয়ের পিঁড়িতে কাঞ্চন-শ্রীময়ী ও অনুপম-প্রশ্মিতা
  3. প্রার্থী ঘোষণা হতেই কালীর চরণে লকেট, নজর কাটাতে লেবু দিয়ে পুজো মা'কে

ABOUT THE AUTHOR

...view details