ভেদিয়া (পূর্ব বর্ধমান), 24 জানুয়ারি: পূর্ব বর্ধমানের ভেদিয়া স্টেশনে প্ল্যাটফর্মে ধাক্কা খেল বন্দে ভারতের পাদানি বা ট্রেনে ওঠার ফুট-স্ট্যান্ড ৷ বুধবার সকাল সাড়ে 7টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে ৷ ট্রেনটি বর্ধমান স্টেশন পার করে, বর্ধমান-রামপুরহাট লুপলাইন দিয়ে যাওয়ার সময় হঠাৎই ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ে ৷ দেখা যায় সামনের দিকের বেশ কয়েকটি বগির পাদানি দুমড়ে ভেঙে গিয়েছে ৷ কিন্তু, কীভাবে ঘটনাটি ঘটল ? এ নিয়ে প্রশ্ন উঠছে ৷
রেল সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে সাতটা নাগাদ আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস বর্ধমান স্টেশন পার করে ৷ বর্ধমান-রামপুরহাট রুটের ভেদিয়া স্টেশনে হঠাৎই প্রচন্ড শব্দ হতে শুরু করে ট্রেনে ৷ চালক সেই সংকেত পেয়ে দ্রুত ট্রেন থামিয়ে দেন ৷ বন্দে ভারত এক্সপ্রেস হঠাৎ করে ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে পড়ায়, স্টেশন মাস্টার-সহ অন্যান্য রেল কর্মীরা সেখানে ছুটে যান ৷ ততক্ষণে ট্রেন থেকে নেমে আসেন চালক এবং অন্যান্য রেলকর্মীরাও ৷ দেখা যায়, সামনের দিকের কয়েকটি বগির পাদানি বেঁকে গিয়েছে ৷ আবার কয়েকটি ভেঙে প্ল্যাটফর্মের উপরে চলে এসেছে ৷
খবর পেয়ে দ্রুত রেলকর্মীরা ভেদিয়া স্টেশনে পৌঁছয় ৷ এই ঘটনার জেরে সকাল 7টা 35 মিনিট থেকে 8টা 37 মিনিট পর্যন্ত আপ হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে থাকে ৷ মেরামতির পর ট্রেন গন্তব্যের দিকে রওনা দেয় ৷ কিন্তু, প্রশ্ন উঠছে কীভাবে এটা হতে পারে ? রেল কর্মীরা মনে করছেন ভেদিয়া স্টেশনের প্ল্যাটফর্মের সঙ্গে ধাক্কা লেগেছে বন্দে ভারতের পাদানির ৷ কিন্তু, সেটা কীভাবে সম্ভব ? সপ্তাহে একাধিকবার ওই রুট দিয়ে বন্দে ভারত যাতায়াত করে ৷ তাহলে আজকে কীভাবে ট্রেনের পাদানি প্ল্যাটফর্মে ধাক্কা খেল ?
পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, "বন্দে ভারত এক্সপ্রেস প্রায় ঘণ্টাখানেক ভেদিয়া স্টেশনে দাঁড়িয়ে ছিল ৷ ট্রেনের বেশ কিছু কামরার পাদানি ভেঙে যায় ৷ কিন্তু পাদানিগুলো কীভাবে ভেঙেছে ? তা খতিয়ে দেখা হচ্ছে ৷ তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্ল্যাটফর্মের গা ঘেঁষে যাওয়ার সময়, সেগুলি ঘষতে ঘষতে ভেঙে যায়।" কিন্তু, প্রশ্ন থেকেই যাচ্ছে, কীভাবে ও কেন ঘষা খেল ? তাও আবার এতদিন পরে! যার জবাব এখনও মেলেনি রেলের তরফে ৷
আরও পড়ুন:
- গরুর সঙ্গে ধাক্কা, ক্ষতিগ্রস্ত বন্দে ভারত এক্সপ্রেসের সামনের অংশ
- বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় মৃত মা ও দুই মেয়ে
- শীতের মরশুমে উত্তরবঙ্গ ভ্রমণে বিশেষ পরিষেবা দেবে বন্দে ভারত, কতদিন পাবেন এই সুবিধা?