দার্জিলিংয়ের সংরক্ষিত অরণ্যে ভয়াবহ দাবানল দার্জিলিং, 2 মে: দার্জিলিংয়ের জঙ্গলে দাবানল ৷ বৃহস্পতিবার সকালে তিন মাইল ও ছয় মাইলের মাঝে দাবানল ভয়াবহ আকার ধারণ করে ৷ এর ফলে থমকে যায় যানচলাচলের গতি ৷ দাবানলের কারণে উদ্বেগ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ৷ সংরক্ষিত অরণ্যে দাবানল হওয়ায় পশু-পাখিদের ক্ষতি হতে পারে বলে আশংকা করা হচ্ছে ৷ আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে দমকল ৷
জানা গিয়েছে, 3 মাইল থেকে 6 মাইলের মধ্যে ঘন জঙ্গলে আগুন লাগে ৷ তার ফলে কালিম্পং, তিস্তা ও তাকদা যাওয়ার প্রধান রাস্তা পেশক রোডে বিপর্যস্ত হয় যান চলাচল ৷ সব চালকদেরই খুব সাবধানে গাড়ি চালানোর পরামর্শ দেওয়া হয়েছে ৷
সকালেই দাবানল জ্বলতে শুরু করলেও আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু হতে বেশ কিছুটা দেরি হয় ৷ দমকলের একটি ইঞ্জিন এসেছে দার্জিলিং থেকে এবং 9টি ব্যক্তিগত জল সরবরাহকারী ট্রাক আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে ৷ প্রায় আশি শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন রেঞ্জার উত্তম প্রধান ৷
তিনি এ দিন বলেন, "আজ 7.20তে দার্জিলিংয়ের এক বিট অফিসার ফোন করে আমাকে আগুনের কথা জানায় ৷ তারা বলে যে, বন থেকে ধোঁয়া বের হচ্ছে ৷ আমি উচ্চ কর্তৃপক্ষকে জানাই । সঙ্গে সঙ্গে এসে দমকলে খবর দিই ৷ এটা একটা সংরক্ষিত অরণ্য ৷ ফলে এখানে মানুষের প্রবেশ নিষেধ থাকায় হতাহতের আশংকা নেই ৷ তবে আগুন লাগার কারণে বন্য জন্তু ও পাখিদের ক্ষতির মুখে পড়তে হতে পারে ৷ পাখির বাসাগুলি পুড়ে যেতে পারে ৷"
দাবানলের কারণ কী জানতে চাওয়া হলে তিনি বলেন, "মার্চ থেকে এপ্রিল পর্যন্ত খুব শুষ্ক থাকে জঙ্গল ৷ শুকনো পাতার থেকেও দাবানল হয়ে থাকে ৷" তবে ঠিক কতটা জঙ্গল এলাকা এখনও পর্যন্ত দাবানলে ক্ষতিগ্রস্ত হয়েছে তা স্পষ্ট ভাবে জানাতে পারেননি ওই রেঞ্জার ৷ জিপিএসয়ের মাধ্যমে তা খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে ৷
আরও পড়ুন:
- চিলিতে বিধ্বংসী দাবানলে মৃত বেড়ে 123, দেশজুড়ে দু'দিনের জাতীয় শোক
- দাউ দাউ করে জ্বলছে বন, দাবানলের খবর আগেভাগে জানাতে ব্যবহার হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা
- জ্বলছে ক্যালিফোর্নিয়ার সিকোইয়া জাতীয় উদ্যান