পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডান দিকে হৃদযন্ত্র, বাংলাদেশি বিরল রোগীর সফল বাইপাস সার্জারি কলকাতায় - Successful Surgery of Rare Patient - Rare Heart Surgery in Kolkata

Successful Heart Surgery of Rare Patient: প্রৌঢ়ার বুকের ডান দিকে হৃদযন্ত্র ৷ বাংলাদেশের বিরল এই রোগীর সফল বাইপাস সার্জারি হল কলকাতার একটি হাসপাতালে ৷

ETV BHARAT
বিরল রোগীর সফল বাইপাস সার্জারি কলকাতার হাসপাতালে

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2024, 8:05 PM IST

Updated : May 30, 2024, 9:23 PM IST

কলকাতা, 30 মে: আচমকাই অসহ্য যন্ত্রণা বুকের ডান দিকে । চিকিৎসকের কাছে গিয়ে বাংলাদেশি প্রৌঢ়া জানলেন তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে ৷ কিন্তু হৃদরোগে বুকের ডান দিকে ব্যথা কেন ? পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, তাঁর হৃদযন্ত্রটিই রয়েছে বুকের ডান দিকে ৷ চিকিৎসকের কথায়, 40 লক্ষ মানুষের মধ্যে একজনের শরীরে দেখা যায় এমন বিরল কাণ্ড ৷ শরীরের সব অঙ্গ বিপরীতে রয়েছে ওই প্রৌঢ়ার শরীরে ৷ মঙ্গলবার তাঁর করোনারি বাইপাস সার্জারি সফল ভাবে সম্পন্ন হল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এখন তিনি সুস্থ বলে জানা গিয়েছে ৷

এই ধরনের রোগীকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া সিটাস ইনভার্সাস । তাঁদের শরীরের অঙ্গগুলি স্বাভাবিক স্থানের পরিবর্তে থাকে তার বিপরীতে । অর্থাৎ, হৃদযন্ত্র ডানদিকে, লিভার বা যকৃৎ বাম দিকে আবার স্প্লিন বা প্লীহা এবং পাকস্থলী ডানদিকে । এমনই এক রোগী বাংলাদেশের মোনারানি দাস ৷ বয়স 54 বছর ৷ প্রায় এক বছর ধরে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি ৷ বাংলাদেশে প্রাথমিক চিকিৎসার পর তিনি জানতে পারেন যে, তাঁর হৃদযন্ত্র-সহ শরীরের অন্য অঙ্গগুলি স্বাভাবিক অবস্থানের বিপরীত দিকে রয়েছে । তখন প্রৌঢ়া মোনারানি পশ্চিমবঙ্গে এসে চিকিৎসা শুরু করেন ।

বাংলাদেশ থেকে আসা বিরল রোগীর সফল বাইপাস সার্জারি হল কলকাতার হাসপাতালে

তাঁর জামাই বলেন, "কল্যাণীতে চিকিৎসক সঞ্জয় মাইতির কাছে আমরা তাঁর চিকিৎসা করাচ্ছিলাম । অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরে অ্যাঞ্জিয়োগ্রাফি করতে বললে দেখা যায়, হৃদযন্ত্রে বিস্তর সমস্যা রয়েছে । তারপরে আমরা চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের যোগাযোগ পাই ।" তিনি আরও জানান, মে মাসের শুরুতে কল্যাণীতে সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে দেখানো হয় মোনারানিকে ৷ তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷ এরপর তাঁর তত্ত্বাবধানেই সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে হয় অস্ত্রোপচার ।

চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায় বলেন, "এই ধরনের ঘটনায় আমাদের চ্যালেঞ্জ থাকে । মূলত আমরা বাইপাস সার্জারি করি রোগীর ডান দিকে দাঁড়িয়ে । এ ক্ষেত্রে আমাদের বাঁ দিকে দাঁড়াতে হয়েছে । সার্জারি করতে করতে একটা অভ্যাস হয়ে গিয়েছে ৷ সেই অভ্যাসের বাইরে গিয়ে সার্জারি করতে হয়েছে । সাধারণত রোগীর এই অস্ত্রোপচার হতে সময় লাগে তিন ঘণ্টা, তাঁর ক্ষেত্রেও আমরা সেই তিন ঘণ্টাতেই সার্জারি শেষ করেছি । অনেক সময় আমাদের বাঁ হাতের সাহায্য লেগেছে এই সার্জারিতে ।"

মঙ্গলবার অস্ত্রোপচার হয় ওই রোগীর । এখন তিনি সম্পূর্ণ সুস্থ । যদিও এখনও তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন । আর পাঁচ-ছয় দিন পর তাঁকে ছেড়ে দেওয়া হবে হাসপাতাল থেকে । সাধারণ রোগীদের ক্ষেত্রে বাইপাস সার্জারির পর যে যে বিষয়গুলি মেনে চলতে হয়, ওই প্রৌঢ়াকেও সেই সবগুলিই মেনে চলতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা ।

তবে এই ঘটনাকে সামনে রেখে চিকিৎসক বলেন, "আমাদের আরও একটা উদাহরণ সামনে এল যে, প্রত্যেকটা মানুষেরই বছরে একবার চিকিৎসকের পরামর্শ নেওয়া দরকার । মূলত মহিলাদের 40 বছর পেরিয়ে যাওয়ার পর মেনোপজের সময় হার্টের সমস্যা বাড়ে । তাই সেই সময়ও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি ।"

Last Updated : May 30, 2024, 9:23 PM IST

ABOUT THE AUTHOR

...view details