কলকাতা, 30 মে: আচমকাই অসহ্য যন্ত্রণা বুকের ডান দিকে । চিকিৎসকের কাছে গিয়ে বাংলাদেশি প্রৌঢ়া জানলেন তাঁর হৃদরোগের সমস্যা রয়েছে ৷ কিন্তু হৃদরোগে বুকের ডান দিকে ব্যথা কেন ? পরীক্ষা-নিরীক্ষা করে জানা গেল, তাঁর হৃদযন্ত্রটিই রয়েছে বুকের ডান দিকে ৷ চিকিৎসকের কথায়, 40 লক্ষ মানুষের মধ্যে একজনের শরীরে দেখা যায় এমন বিরল কাণ্ড ৷ শরীরের সব অঙ্গ বিপরীতে রয়েছে ওই প্রৌঢ়ার শরীরে ৷ মঙ্গলবার তাঁর করোনারি বাইপাস সার্জারি সফল ভাবে সম্পন্ন হল সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে । এখন তিনি সুস্থ বলে জানা গিয়েছে ৷
এই ধরনের রোগীকে বলা হয় ডেক্সট্রোকার্ডিয়া সিটাস ইনভার্সাস । তাঁদের শরীরের অঙ্গগুলি স্বাভাবিক স্থানের পরিবর্তে থাকে তার বিপরীতে । অর্থাৎ, হৃদযন্ত্র ডানদিকে, লিভার বা যকৃৎ বাম দিকে আবার স্প্লিন বা প্লীহা এবং পাকস্থলী ডানদিকে । এমনই এক রোগী বাংলাদেশের মোনারানি দাস ৷ বয়স 54 বছর ৷ প্রায় এক বছর ধরে শ্বাসকষ্ট এবং বুকে ব্যথার সমস্যায় ভুগছিলেন তিনি ৷ বাংলাদেশে প্রাথমিক চিকিৎসার পর তিনি জানতে পারেন যে, তাঁর হৃদযন্ত্র-সহ শরীরের অন্য অঙ্গগুলি স্বাভাবিক অবস্থানের বিপরীত দিকে রয়েছে । তখন প্রৌঢ়া মোনারানি পশ্চিমবঙ্গে এসে চিকিৎসা শুরু করেন ।
তাঁর জামাই বলেন, "কল্যাণীতে চিকিৎসক সঞ্জয় মাইতির কাছে আমরা তাঁর চিকিৎসা করাচ্ছিলাম । অনেক পরীক্ষা-নিরীক্ষা করার পরে অ্যাঞ্জিয়োগ্রাফি করতে বললে দেখা যায়, হৃদযন্ত্রে বিস্তর সমস্যা রয়েছে । তারপরে আমরা চিকিৎসক সিদ্ধার্থ মুখোপাধ্যায়ের যোগাযোগ পাই ।" তিনি আরও জানান, মে মাসের শুরুতে কল্যাণীতে সিদ্ধার্থ মুখোপাধ্যায়কে দেখানো হয় মোনারানিকে ৷ তিনি অস্ত্রোপচারের পরামর্শ দেন ৷ এরপর তাঁর তত্ত্বাবধানেই সল্টলেকের ওই বেসরকারি হাসপাতালে হয় অস্ত্রোপচার ।