মালদা, 25 নভেম্বর: কুয়াশায় ঢাকা শীতের সকালে মাঠ থেকে এক ফেরিওয়ালার মুখ থেঁতলানো দেহ উদ্ধার ৷ সোমবার ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানার ছত্রক এলাকায় ৷ খবর পেয়ে দেহটি উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ ৷ ঘটনাটি খুন, নাকি দুর্ঘটনা তা নিয়ে দন্দ্বে এলাকার মানুষ ৷ দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷
পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম নিমাই সাহা ৷ বয়স 52 বছর ৷ তিনি বৈষ্ণবনগর থানার 16 মাইল এলাকার বাসিন্দা ৷ তবে ব্যবসার স্বার্থে গত 20 বছর ধরে হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা গ্রাম পঞ্চায়েতের জোত বহরমপুর গ্রামে বসবাস করছেন ৷ ওই গ্রামে টিনের একটি ছোট বাড়ি তৈরি করেন ৷ সাইকেলে বিহার ও বাংলা সীমান্তের গ্রামগুলিতে বিড়ি, ওয়েফার, চিপসের মতো জিনিস বিক্রি করতেন ৷ মূলত, মুদিখানার দোকানেই সেই সমস্ত জিনিসগুলি বিক্রি করতেন ৷ স্থানীয়দের মতে, প্রতিদিন বিকেলে বিভিন্ন গ্রামে সাইকেল নিয়ে জিনিস ফেরি করতেন নিমাই ৷ রাত হলে ঘরে ফিরতেন ৷ এলাকার প্রায় সবাই তাঁকে চিনতেন ৷
ফেরিওয়ালার মুখ থেঁতলানো দেহ উদ্ধার (ইটিভি ভারত)
সোমবার সকালে ছত্রক গ্রামের কয়েকজন বাসিন্দা মর্নিং ওয়াকে বেরিয়ে সাইরা বিলাইমারি মাঠে একটি দেহ পড়ে থাকতে দেখেন ৷ কাছে গিয়ে দেখেন, দেহটি নিমাইয়ের ৷ মাথা থেঁতলানো অবস্থায় কোনও রাসায়নিক দিয়ে মুখ বিকৃত করার চেষ্টা করা হয়েছে বলে অনুমান ৷ পাশের রাস্তায় তাঁর সাইকেল দাঁড় করানো রয়েছে ৷ সাইকেলে তখনও ফেরির জিনিসপত্র রাখা ছিল ৷ দেহটি দেখার পর হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেন এলাকাবাসীরা ৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে পুলিশ ৷ হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার জানান, দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷ তিনি বলেন, "আমাদের প্রাথমিক অনুমান, ব্যক্তিকে খুন করা হয়েছে ৷ তদন্ত শুরু হয়েছে ৷"
নিমাই সাহার এক প্রতিবেশী মন্টু দাস বলেন, "মানুষটি খুব ভালো ছিলেন ৷ কারও সঙ্গে কোনও ঝামেলা ছিল না ৷ আগে ফুলনদেবী টোলায় থাকতেন তিনি ৷ বছর দশেক ধরে আমাদের পাড়ায় থাকেন ৷ এখানে টিনের একটা ঘরও তৈরি করেছিলেন ৷ ওর পরিবার বৈষ্ণবনগরে থাকে ৷ কিন্তু আমরা কখনও পরিবারকে এখানে আসতে দেখিনি ৷"
খবর পেয়ে সাতসকালে ঘটনাস্থলে ছুটে যান স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য সোপান আলি ৷ তিনি বলেন, "আমাদের অনুমান এটা খুনের ঘটনা ৷ কিছু দিয়ে মাথা থেঁতলে লোকটিকে খুন করা হয়েছে ৷ তারপর রাসায়নিক ঢেলে মুখ বিকৃত করার চেষ্টা করা হয়েছে ৷ অবশ্য, পুলিশ বিষয়টি তদন্ত করে দেখবে ৷ দেহের পাশে রাস্তায় লোকটির সাইকেল ও ফেরির সামগ্রী পাওয়া গিয়েছে ৷ আমার ধারণা, পুরনো কোনও শত্রুতার বলে গতকাল গভীর রাতে তাঁকে নৃশংসভাবে খুন করা হয়েছে ৷