ETV Bharat / state

তেভাগা এক্সপ্রেসের মাথায় ছিঁড়ে পড়ল বৈদ্যুতিক তার, দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকায় ভোগান্তি - TEBHAGA EXPRESS ACCIDENT

বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় তেভাগা এক্সপ্রেস প্রায় তিন ঘণ্টা দেরিতে চলে । ভোগান্তির শিকার হন যাত্রীরা ৷ আতঙ্কের সৃষ্টি হয় ৷

Tebhaga Express accident
দুর্ঘটনার কবলে তেভাগা এক্সপ্রেস (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 25, 2024, 6:25 PM IST

বালুরঘাট, 25 নভেম্বর: দুর্ঘটনার কবলে বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস ৷ রওনা দিতেই ঘটে বিপত্তি। রামপুর স্টেশনের কাছে পতিরাম থানার পলানপুরে ইলেকট্রিকের ওভারহেড তার ছিঁড়ে যায় । মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি ।

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর 5টা 45 মিনিটে তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে ছাড়ে । এরপর সকাল 6টা 10 মিনিটে মল্লিকপুর স্টেশন পার হয়ে রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি । তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা । ট্রেন বা যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি । দ্রুত শুরু হয় রেললাইনের মেরামতির কাজ । ফলে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে পড়ে ট্রেনটি । রেল ইলেকট্রিফিকেশনের ওই তার মেরামতির পর ফের ট্রেন চালু হয় । যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় ।

Tebhaga Express accident
ইলেকট্রিকের ওভারহেড তার ছিঁড়ে যায় (নিজস্ব ছবি)
Tebhaga Express accident
রওনা দিতেই ঘটে বিপত্তি (নিজস্ব ছবি)

সোমবার ভোরে 5টা 45 মিনিটে বালুরঘাট থেকে তেভাগা এক্সপ্রেস ছাড়ার পরে সকাল 6টা 10 মিনিটে মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি । হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় এই বিপত্তি । ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা । তাঁদের কাজ শুরু করার কিছুক্ষণ পর মালদা থেকে একটি ইঞ্জিন আনানো হয় । বৈদ্যুতিক কাজ ঠিক করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায় । অবশেষে তিন ঘণ্টা পরে কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি ।

Tebhaga Express accident
রামপুর স্টেশনে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি (নিজস্ব ছবি)

তবে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের ৷ গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় তাঁদের ৷ পাশাপাশি যাত্রীদের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি হয় ৷ কারণ বিগত দিনে একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য তথা দেশ ৷

Tebhaga Express accident
রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীদের তিন ঘণ্টা সময় লাগে পরিষেবা স্বাভাবিক করতে (নিজস্ব ছবি)

বালুরঘাট, 25 নভেম্বর: দুর্ঘটনার কবলে বালুরঘাট থেকে কলকাতাগামী তেভাগা এক্সপ্রেস ৷ রওনা দিতেই ঘটে বিপত্তি। রামপুর স্টেশনের কাছে পতিরাম থানার পলানপুরে ইলেকট্রিকের ওভারহেড তার ছিঁড়ে যায় । মুহূর্তের মধ্যেই সেখানে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি ।

রেল সূত্রে জানা গিয়েছে, এ দিন ভোর 5টা 45 মিনিটে তেভাগা এক্সপ্রেস বালুরঘাট থেকে ছাড়ে । এরপর সকাল 6টা 10 মিনিটে মল্লিকপুর স্টেশন পার হয়ে রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি । তবে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা । ট্রেন বা যাত্রীদের ক্ষয়ক্ষতি হয়নি । দ্রুত শুরু হয় রেললাইনের মেরামতির কাজ । ফলে প্রায় আড়াই ঘণ্টা ধরে আটকে পড়ে ট্রেনটি । রেল ইলেকট্রিফিকেশনের ওই তার মেরামতির পর ফের ট্রেন চালু হয় । যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়ায় ।

Tebhaga Express accident
ইলেকট্রিকের ওভারহেড তার ছিঁড়ে যায় (নিজস্ব ছবি)
Tebhaga Express accident
রওনা দিতেই ঘটে বিপত্তি (নিজস্ব ছবি)

সোমবার ভোরে 5টা 45 মিনিটে বালুরঘাট থেকে তেভাগা এক্সপ্রেস ছাড়ার পরে সকাল 6টা 10 মিনিটে মল্লিকপুর স্টেশন পার করে রামপুর স্টেশনের ঠিক আগে দুর্ঘটনার মুখোমুখি হয় ট্রেনটি । হঠাৎ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় এই বিপত্তি । ফলে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকে ট্রেনটি । খবর পেয়ে ঘটনাস্থলে আসেন রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীরা । তাঁদের কাজ শুরু করার কিছুক্ষণ পর মালদা থেকে একটি ইঞ্জিন আনানো হয় । বৈদ্যুতিক কাজ ঠিক করতে প্রায় তিন ঘণ্টা সময় লেগে যায় । অবশেষে তিন ঘণ্টা পরে কলকাতার দিকে রওনা দেয় ট্রেনটি ।

Tebhaga Express accident
রামপুর স্টেশনে দাঁড়িয়ে যায় এক্সপ্রেস ট্রেনটি (নিজস্ব ছবি)

তবে দীর্ঘক্ষণ ট্রেন দাঁড়িয়ে থাকার ফলে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের ৷ গন্তব্যে পৌঁছতে দেরি হয়ে যায় তাঁদের ৷ পাশাপাশি যাত্রীদের মধ্যে আতঙ্কেরও সৃষ্টি হয় ৷ কারণ বিগত দিনে একের পর এক রেল দুর্ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য তথা দেশ ৷

Tebhaga Express accident
রেলের বৈদ্যুতিক বিভাগের কর্মীদের তিন ঘণ্টা সময় লাগে পরিষেবা স্বাভাবিক করতে (নিজস্ব ছবি)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.