পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জমি দখল বিতর্ক! সবুজপত্রে সরকারি আধিকারিকদের ঝাঁটা উঁচিয়ে ফেরালেন জমিহারারা - Birbhum Land Grab Controversy - BIRBHUM LAND GRAB CONTROVERSY

Controversy Over Land Grabbing in Birbhum: জমিহারাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হলেন সরকারি আধিকারিকরা ৷ তাঁদের দেখেই তির-ধনুক নিয়ে তেড়ে আসেন জমিহারা কৃষকরা ৷

Birbhum News
জমিহারাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে গেলেন সরকারি আধিকারিকরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2024, 5:43 PM IST

বোলপুর, 29 অগস্ট: আদিবাসীদের পাট্টা জমি দখলে অভিযুক্ত 'সবুজপত্র'-র জমি মাপতে আসা সরকারি আধিকারিকদের ঝাঁটা উচিয়ে ফিরিয়ে দিলেন জমিহারা মহিলারা ৷ অভিযোগ, এখনও পর্যন্ত দখল হয়ে যাওয়া সরকারি পাট্টা জমি ফেরত পাননি কৃষকরা ৷ অথচ, বৃহস্পতিবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা সবুজপত্রের হয়ে জমি মাপজোক করতে আসেন । সেই সময় পথ অবরোধ করে ঝাঁটা, তির-ধনুক নিয়ে আধিকারিকদের ফিরিয়ে দেন চাষিরা ৷ তাঁদের দাবি, আগে তাঁদের জমি রেকর্ড করে চাষ করতে দিতে হবে ৷ তা না হলে বৃহত্তর আন্দোলন হবে ৷ ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তাল হয় পরিস্থিতি ।

জমিহারাদের বিক্ষোভে ফিরতে বাধ্য হলেন সরকারি আধিকারিক (ইটিভি ভারত)
এই বিষয়ে বীরভূম জেলা ভূমি ও ভূমি সংস্কার দফতরের সহযোগী আধিকারিক (ডেপুটি ডিএল অ্যান্ড আরও) রবিউল ইসলাম বলেন, "আমরা এসেছিলাম সবুজপত্রের একজনের জমি মাপজোক করতে ৷ কিন্তু, পাট্টা হোল্ডারদের দাবি একই সঙ্গে তাঁদের জমি মেপে ফিরিয়ে দিতে হবে ৷ আমরা ফিরে যাচ্ছি । বিষয়টি ঊর্ধ্বতন কর্তপক্ষকে জানাব ৷ তারপর দেখা যাক কী হয়।"বীরভূমের পাড়ুই থানার সাত্তোর গ্রাম পঞ্চায়েতের সরপুকুরডাঙা এলাকায় 1993 সালে 37 জন আদিবাসীকে পাট্টা প্রদান করা হয়েছিল । অভিযোগ, সেই জমি কার্যত বলপূর্বক ভয় দেখিয়ে দখল করে গড়ে উঠেছে 'সবুজপত্র' নামে বিলাসবহুল আবাসন । এই মর্মে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ বীরভূম জেলাশাসক, জেলা পরিষদের সভাধিপতি এবং ভূমি দফতরে অভিযোগ দায়ের হয় ৷ চাষিদের অভিযোগ পেয়েই সবুজপত্রের প্রায় 34 বিঘা জমি সরকারি খাতে অন্তর্ভুক্ত করে প্রশাসন । অর্থাৎ, জমি দখলের অভিযোগে সিলমোহর দেয় বীরভূম জেলা প্রশাসন । জেলাশাসক বিধান রায় আশ্বাস দিয়েছেন দ্রুত এই জমি পাট্টাকৃত চাষিদের নামে রেকর্ড করে দেওয়া হবে ৷

কিন্তু, চাষিদের অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতর 'সবুজপত্র'-র হয়ে জমি মাপজোক করতে আসছে। এদিন, ভূমি দফতরের ডেপুটি ডিএল অ্যান্ড আরও-র নেতৃত্বে আধিকারিকরা ও পুলিশ আসে ৷ সেই সময় জমিহারা চাষিরা ও মহিলারা ঝাঁটা, তির-ধনুক উঁচিয়ে স্লোগান দিয়ে সরকারি অফিসারদের ফিরিয়ে দেন ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি । জমিহারাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় সরকারি অফিসারদের ৷ জমিহারাদের স্পষ্ট দাবি, তাঁদের জমি চিহ্নিত করে ফিরিয়ে দেওয়া হোক । কারণ চার বছর ধরে নিজেদের পাট্টা পাওয়া জমিতেই চাষ করতে পারেনি তারা ।

জমিহারা বিক্ষোভকারী চাষিদের মধ্যে বদি মুর্মু, শ্যামলাল হাঁসদা ও কল্যাণী সরেনরা বলেন, "আমাদের জমি দখল করে 'সবুজপত্র' গড়ে উঠেছে । আমরা নিজেদের পাট্টা জমিতে চাষ করতে পারছি না ৷ আর প্রশাসন আসছে ওদের হয়ে জমি মাপতে ৷ আগে আমাদের জমি মেপে ফিরিয়ে দিক ৷ তা না হলে আমরা কোনও জমি মাপতে দেব না ৷ আগামিদিনে আরও বড় আন্দোলন হবে । পথ ছাড়ব না আমরা ।"

ABOUT THE AUTHOR

...view details