বোলপুর, 29 অগস্ট: আদিবাসীদের পাট্টা জমি দখলে অভিযুক্ত 'সবুজপত্র'-র জমি মাপতে আসা সরকারি আধিকারিকদের ঝাঁটা উচিয়ে ফিরিয়ে দিলেন জমিহারা মহিলারা ৷ অভিযোগ, এখনও পর্যন্ত দখল হয়ে যাওয়া সরকারি পাট্টা জমি ফেরত পাননি কৃষকরা ৷ অথচ, বৃহস্পতিবার ভূমি ও ভূমি সংস্কার দফতরের আধিকারিকরা সবুজপত্রের হয়ে জমি মাপজোক করতে আসেন । সেই সময় পথ অবরোধ করে ঝাঁটা, তির-ধনুক নিয়ে আধিকারিকদের ফিরিয়ে দেন চাষিরা ৷ তাঁদের দাবি, আগে তাঁদের জমি রেকর্ড করে চাষ করতে দিতে হবে ৷ তা না হলে বৃহত্তর আন্দোলন হবে ৷ ঘটনাকে কেন্দ্র করে এদিন উত্তাল হয় পরিস্থিতি ।
জমি দখল বিতর্ক! সবুজপত্রে সরকারি আধিকারিকদের ঝাঁটা উঁচিয়ে ফেরালেন জমিহারারা - Birbhum Land Grab Controversy - BIRBHUM LAND GRAB CONTROVERSY
Controversy Over Land Grabbing in Birbhum: জমিহারাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরতে বাধ্য হলেন সরকারি আধিকারিকরা ৷ তাঁদের দেখেই তির-ধনুক নিয়ে তেড়ে আসেন জমিহারা কৃষকরা ৷
Published : Aug 29, 2024, 5:43 PM IST
কিন্তু, চাষিদের অভিযোগ ভূমি ও ভূমি সংস্কার দফতর 'সবুজপত্র'-র হয়ে জমি মাপজোক করতে আসছে। এদিন, ভূমি দফতরের ডেপুটি ডিএল অ্যান্ড আরও-র নেতৃত্বে আধিকারিকরা ও পুলিশ আসে ৷ সেই সময় জমিহারা চাষিরা ও মহিলারা ঝাঁটা, তির-ধনুক উঁচিয়ে স্লোগান দিয়ে সরকারি অফিসারদের ফিরিয়ে দেন ৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি । জমিহারাদের বিক্ষোভের মুখে পড়ে ফিরে যেতে হয় সরকারি অফিসারদের ৷ জমিহারাদের স্পষ্ট দাবি, তাঁদের জমি চিহ্নিত করে ফিরিয়ে দেওয়া হোক । কারণ চার বছর ধরে নিজেদের পাট্টা পাওয়া জমিতেই চাষ করতে পারেনি তারা ।
জমিহারা বিক্ষোভকারী চাষিদের মধ্যে বদি মুর্মু, শ্যামলাল হাঁসদা ও কল্যাণী সরেনরা বলেন, "আমাদের জমি দখল করে 'সবুজপত্র' গড়ে উঠেছে । আমরা নিজেদের পাট্টা জমিতে চাষ করতে পারছি না ৷ আর প্রশাসন আসছে ওদের হয়ে জমি মাপতে ৷ আগে আমাদের জমি মেপে ফিরিয়ে দিক ৷ তা না হলে আমরা কোনও জমি মাপতে দেব না ৷ আগামিদিনে আরও বড় আন্দোলন হবে । পথ ছাড়ব না আমরা ।"