পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুজো ফিরুক আগের মতো ! এবার উৎসবে ফেরার ডাক দুর্গাপুজো কমিটিগুলির - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

RG Kar Doctor Rape and Murder: উৎসবের পক্ষে সওয়াল করে পালটা স্লোগান দিল দুর্গাপুজো কমিটিগুলির যৌথ মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব । সমাজ মাধ্যমে সেই স্লোগান শেয়ার করেছে পুজো কমিটিগুলো ৷

ETV BHARAT
এবার উৎসবে ফেরার ডাক দুর্গাপুজো কমিটিগুলির (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Sep 9, 2024, 7:48 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উৎসবে ফেরার বার্তা দিয়েছেন ৷ যদিও আরজি কর আবহে তাঁর এই আবেদনকে কটাক্ষ করেছেন বিরোধী থেকে শুরু করে প্রতিবাদী মানুষের একাংশ ৷ আর এবার দুর্গাপুজোকে স্বমহিমায় ফেরানোর আবেদন জানাল দুর্গাপুজো কমিটিগুলির যৌথ মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব । আর এক্ষেত্রে তারা হাতিয়ার করেছে একটি স্লোগানকে ৷

আরজি কর হাসপাতালে চিকিৎসক ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে পুলিশের বিরুদ্ধে উঠেছে নানা স্লোগান ৷ পালটা স্লোগান দিয়ে জবাব দিয়েছে পুলিশও ৷ আর এবার সেই স্লোগানের মাধ্যমেই উৎসবের পক্ষে সওয়াল করল দুর্গাপুজো কমিটিগুলির যৌথ মঞ্চ ফোরাম ফর দুর্গোৎসব । ফোরামের তরফে সমাজ মাধ্যমে আজ একটি পোস্ট করা হয়েছে, যেখানে লেখা "চালচিত্র থাকলে খালি, ভালো কি লাগবে বাঙালির ? বিচার জুড়োক মেয়ের ক্ষত, পুজো ফিরুক আগের মতো ।"

মুহূর্তে এই পোস্ট সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে । মূলত পুজো কমিটিগুলোর সদস্যরা এই পোস্ট শেয়ার করেছেন । তবে প্রতিবাদের আবহে পুজো নিয়ে স্লোগানের সমালোচনাও হয়েছে তীব্র । তার পালটা জবাবও দিয়েছেন পুজো কর্তারা ।

আরজি কর-কাণ্ডের বিচার চেয়ে প্রতিদিন রাজপথে বিক্ষোভ আছড়ে পড়ছে । দিন থেকে রাত - রাজপথ দখল করেছেন আমজনতা । এই বিক্ষোভ শুধু কলকাতা বা রাজ্য নয়, গোটা দেশ তথা বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে । আর সেই আন্দোলনের ধাক্কায় আসন্ন দুর্গাপুজো ঘিরে উৎসবের আবহেও মিশেছে বিষাদের সুর । ফলে বিজ্ঞাপনদাতারা এখনও হাত গুটিয়ে বসে রয়েছেন ।

শুধু তাই নয়, পুজোর মাত্র একমাস বাকি থাকলেও ধরা পড়েনি উৎসবের মেজাজ । দোকানপাটে ভিড় নেই । আর তাতেই অশনি সংকেত দেখছেন পুজো কর্তারা । পুজো কমিটিগুলো পথে না-নামলেও থিম পুজোয় যুক্ত শিল্পীরা বিচার চেয়ে পথে নেমেছেন । প্রকাশ্যেই সরকারের বিরুদ্ধে তোপ দেগে প্রতিবাদে সামিল হয়েছেন অনেকে । আর এসবের মধ্যেই অনেকে উৎসব বয়কটের ডাক দিয়েছেন । তার পালটা জবাব দিয়ে এবার এই স্লোগান ছড়িয়ে দিল পুজো কমিটিগুলোর যৌথ মঞ্চ ।

বিভিন্ন মহলের ধারণা, আসন্ন দুর্গাপুজোয় উৎসবের বদলে শোক পালনের যে আওয়াজ উঠেছে, তাতে ব্যাপক ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছে পুজো কমিটিগুলো । চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটির কর্মকর্তা মৌসম মুখোপাধ্যায় বলেন, "বিচার আমরাও চাই । এই ঘটনার ধিক্কার আমারও জানাই । তবে দুর্গাপুজোর সঙ্গে এটা মিশিয়ে ফেলেছেন যাঁরা, তাঁরা অন্যায় করছেন । আমরা নিজেদের ঘর থেকে টাকা দিয়ে ডেকরেটর থেকে আলো, শিল্পী সব বুক করেছি । এখন বিজ্ঞাপনদাতারা মুখ ফেরাচ্ছেন পরিস্থিতির চাপে । আমাদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে কিছু মানুষের তৈরি ভুল বার্তার জন্য । এটা মানুষের মিলনোৎসব । আমরা পুজো করবই । আবেদন, পুজোকে এই আন্দোলনের টার্গেট করবেন না ।"

ABOUT THE AUTHOR

...view details