সন্দেশখালি, 11 ফেব্রুয়ারি: সন্দেশখালিকাণ্ডে নতুন ট্যুইস্ট ৷ গ্রেফতার করা হল সিপিএমের প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে । বেপাত্তা তৃণমূলের দাপুটে নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুর অভিযোগের ভিত্তিতেই এই সিপিএম নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে । গ্রেফতার করে সিপিএম নেতা নিরাপদ সরদার বাঁশদ্রোণী থানাতে নিয়ে যাওয়া হয়েছে । আপাতত তিনি বাঁশদ্রোণী থানাতে রয়েছেন ৷ তবে নিরাপদ সর্দারকে পরবর্তী সন্দেশখালি থানাতে নিয়ে যাওয়া হতে পারে বলে সূত্রের খবর । ফলে তাঁর গ্রেফতারির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।
স্থানীয় সূত্রে খবর, রবিবার সকাল 10টা নাগাদ বাঁশদ্রোণীতে তাঁর বাড়িতে যায় পুলিশ । সেখানে তাঁকে বলা হয় থানার বড়বাবু তাঁকে ডাকছেন । বাঁশদ্রোণী থানার পুলিশ আধিকারিকরা তাঁকে স্বস্ত্রীক তুলে নিয়ে আসেন । তারপরেই বাঁশদ্রোণী থানার বাইরে বিক্ষোভ দেখাচ্ছেন সিপিএম নেতা-কর্মীরা । চলতি মাসের 7 ও 8 তারিখ নিরাপদ সরদার রাজ্য কমিটির মিটিংয়ে ছিলেন । কেন শিবু হাজরা ও শেখ শাহজাহানকে না ধরে নিরাপদ সরদারকে গ্রেফতার করা হল ৷
অন্যদিকে দু'ঘণ্টার বেশি সময় পেরনোর পরেও কেন পুলিশ নিরাপদ সরদারকে তুলে নিয়ে এসেছে, সে বিষয়ে কোনো উত্তর দিতে পারেনি । এরই বিরুদ্ধে সিপিএম কলকাতা জেলার কর্মী সমর্থকরা বাঁশদ্রোণী থানার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছেন । থানায় পৌঁছেছেন সিপিএম সমর্থক আইনজীবী শামীম আহমেদ ।
সিপিএম নেতার গ্রেফতারি নিয়ে সুজন চক্রবর্তী বলেন, "অপরাধী শাহজাহান-শিবু'রা পুলিশের ঘেরাটোপে । অথচ শিবু হাজরার মিথ্যা অভিযোগে সিপিএম নেতা নিরাপদ সরদার গ্রেফতার । কয়েক হাজার পুলিশ দ্বীপ এলাকা ঘিরে কার্যত রাষ্ট্রীয় সন্ত্রাস চালাচ্ছে । রাজ্যজুড়ে বিক্ষোভ কর্মসূচি হবে । মীনাক্ষী-সহ ছাত্র যুব মহিলারা সন্দেশখালিতে যাচ্ছে । জনরোষ বাড়বেই, লড়াই চলবেই ।"