পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপির ‘গড়’ কাড়তে মরিয়া তৃণমূল, শীতলকুচি ভাবাচ্ছে কমিশনকে; ভোট উৎসবে উত্তরবঙ্গের তিন কেন্দ্র - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

First Phase of Lok Sabha Election: আনুষ্ঠানিক সূচনার বাকি আর কয়েকঘণ্টা ৷ প্রথম দফার নির্বাচনে রয়েছে বাংলার তিনটি আসন, জলপাইগুড়ি-আলিপুরদুয়ার-কোচবিহারে ৷ নিজেদের গড় ধরে রাখতে সচেষ্ট বিজেপি ৷ তৃণমূলও চাইছে পুরনো জায়গা ফিরে পেতে ৷ ফলে রাজনীতির মানচিত্রে ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে উত্তরবঙ্গ...

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 10:03 PM IST

হায়দরাবাদ, 18 এপ্রিল: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 19 এপ্রিল সেই উৎসবের ‘উদ্বোধনী’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে দেশের 102টি লোকসভা কেন্দ্র ৷ তারমধ্যে রয়েছে এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশে ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ৷

2024 সালের এই নির্বাচন হবে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ রাজ্যের 42টি আসনে সাত দফায় হবে ভোটগ্রহণ ৷ ভোটগণনা 4 জুন ৷ রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গই বিজেপির তুরুপের তাস ৷

একনজরে জলপাইগুড়ি আসন:

জলপাইগুড়ি একসময় ছিল লাল-দুর্গ ৷ 2011 সাল থেকে এই এলাকা ক্রমশ তৃণমূলের দখলে আসতে শুরু করে ৷ 2014 সালে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে জয়ী হয় তৃণমূল ৷ 2019 সালে তা চলে যায় বিজেপির দখলে ৷

  • মোট ভোটার: 18 লক্ষ 85 হাজার 963
  • পুরুষ ভোটার: 9 লক্ষ 58 হাজার 611
  • মহিলা ভোটার: 9 লক্ষ 27 হাজার 339
  • তৃতীয় লিঙ্গের ভোটার: 13 জন
  • পোল বুথের সংখ্যা: 1904টি
  • স্পর্শকাতর বুথ সংখ্যা: 382টি
  • নিরাপত্তা: মোতায়েন থাকবে 75 কোম্পানি সিএপিএফ, থাকবে 3077 জন রাজ্য পুলিশ

গতবার কী হয়েছিল ?

বিজেপি প্রার্থী ড. জয়ন্তকুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে বিরাট ভোটের ব্যবধানে হারিয়ে দেন । ড. জয়ন্তকুমার রায় পেয়েছিলেন 7 লক্ষ 60 হাজার 150 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন 5 লক্ষ 76 হাজার 141 ভোট। 1 লক্ষ 84 হাজার 4 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্তকুমার রায় ।

First Phase of Lok Sabha Election

2021 সালে বিধানসভায় তৃণমূল খানিকটা ঘুরে দাঁড়ায় । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ি, রাজগঞ্জ, মালবাজার, মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল দখল করে । অন্যদিকে ধূপগুড়ি, ময়নাগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপি দখল করে । পরে উপ-নির্বাচনে ধূপগুড়িতে জয়ী হয় তৃণমূল ৷

First Phase of Lok Sabha Election

কী কী বিধানসভা রয়েছে ?

  1. জলপাইগুড়ি বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 39 হাজার 185 ভোটে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালে এই কেন্দ্রে প্রথম জয় পায় তৃণমূল কংগ্রেসের প্রদীপকুমার বর্মা ।
  2. ময়নাগুড়ি বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে দাপট দেখায় পদ্ম শিবির । এই কেন্দ্রে তৃণমূলের তুলনায় 14 হাজার 747 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালে বিজেপি প্রার্থী কৌশিক রায় জয়ী হন ।
  3. ধূপগুড়ি বিধানসভা: বামেদের শক্তঘাঁটি বলে পরিচিত ধূপগুড়ি বিধানসভায় 2019 লোকসভা নির্বাচনে 17 হাজার 766 ভোটে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালেও বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হন ধূপগুড়িতে । 2023 সালে বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় ।
  4. রাজগঞ্জ বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে জেলার সাত বিধানসভা আসনের মধ্যে ছ’টি আসনে যখন গেরুয়া ঝড় চলছে, তখন এই কেন্দ্রে ফুল ফোটাতে পারেনি পদ্ম । লোকসভায় বিজেপির থেকে 4320 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল । 2021 সালে ফের জয়ী হন খগেশ্বর রায় ।
  5. ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা: রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গৌতম দেবের কেন্দ্র ৷ 2019 সালে এই কেন্দ্রের রাজনীতির সমস্ত অঙ্ক গুলিয়ে দেয় বিজেপি । লোকসভায় তৃণমূলের সঙ্গে 86 হাজার 107 ভোটের ব্যবধান তৈরি হয় বিজেপির । 2021 সালেও এই কেন্দ্রে গৌতম দেবকে হারিয়ে দেন বিজেপির শিখা চট্টোপাধ্যায় ।
  6. মালবাজার বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি ঝড় আছড়ে পড়ে এই কেন্দ্রেও । 24 হাজার 49 ভোটে এই কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি ৷ তবে 2021 সালে বিধানসভা ভোটে বুলুচিক বরাইক বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন ।
  7. মেখলিগঞ্জ বিধানসভা: 2019 সালে এই লোকসভা আসনেও বিজেপি ভালো লিড পেয়েছিল ৷

একনজরে আলিপুরদুয়ার আসন:

এককালের বামদুর্গে এখন পদ্মের আধিপত্য ৷ আর সেই আধিপত্যকে ভেঙে এখানে আবার ঘাসফুল ফোটানোর মরিয়া চেষ্টা করছে বাংলার শাসক দল ৷

  • মোট ভোটার: 17 লক্ষ 73 হাজার 282
  • পুরুষ ভোটার: 8 লক্ষ 89 হাজার 19
  • মহিলা ভোটার: 8 লক্ষ 84 হাজার 171
  • তৃতীয় লিঙ্গের ভোটার: 62 জন
  • পোল বুথের সংখ্যা: 1867টি
  • স্পর্শকাতর বুথ সংখ্যা: 159টি
  • নিরাপত্তা: মোতায়েন থাকবে 63 কোম্পানি সিএপিএফ, থাকবে 2454 জন রাজ্য পুলিশ ও 1964 জন লাঠিধারী পুলিশ

গতবার কী হয়েছিল ?

বিজেপি প্রার্থী জন বারলা বিরাট অঙ্কের ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে-কে পরাজিত করেন । 2019 সালে লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জন বারলা পেয়েছিলেন 7 লক্ষ 50 হাজার 804 ভোট । তৃণমূল কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন 5 লক্ষ 6 হাজার 815 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী দশরথ তিরকে-কে হারিয়ে 2 লক্ষ 43 হাজার 989 ভোটে জয়ী হয়েছিলেন জন বারলা ।

First Phase of Lok Sabha Election

আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভাতেই 2021 সালে বিজেপি জয়ী হয় । সাতটি বিধানসভা হল - আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট-বীরপাড়া, নাগরাকাটা ও তুফানগঞ্জ ৷ এর মধ্যে আলিপুরদুয়ার, ফালাকাটা, কুমারগ্রাম, কালচিনি ও মাদারিহাট-বীরপাড়া আলিপুরদুয়ার জেলার মধ্যে পড়ছে ৷ নাগরাকাটা জলপাইগুড়িতে ও তুফানগঞ্জ কোচবিহারে অবস্থিত ৷

First Phase of Lok Sabha Election

একনজরে কোচবিহার আসন:

ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত কোচবিহার বারবারই খবরের শিরোনামে উঠে এসেছে। কৃষিকাজই এই জেলার মূল জীবিকা। তবে সীমান্তে পাচার সমস্যা, শিল্প গড়ে না-ওঠার কারণে বহু মানুষ রুটি-রুজির সন্ধানে ভিন রাজ্যে গিয়েছে। তাই বেকারত্ব এখানে গুরুত্বপূর্ণ ইস্যু।

  • মোট ভোটার: 19 লক্ষ 66 হাজার 893
  • পুরুষ ভোটার: 10 লক্ষ 14 হাজার 864
  • মহিলা ভোটার: 9 লক্ষ 51 হাজার 996
  • তৃতীয় লিঙ্গের ভোটার: 33 জন
  • পোল বুথের সংখ্যা: 2043টি
  • স্পর্শকাতর বুথ সংখ্যা: 169টি
  • নিরাপত্তা: মোতায়েন থাকবে 112 কোম্পানি সিএপিএফ, থাকবে 10675 জন রাজ্য পুলিশ

গতবার কী হয়েছিল ?

2019 সালের লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক জয়ী হন । তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যেপাধ্যায় বারবার জগদীশ চন্দ্র বাসুনিয়ার হয়ে কোচবিহারে প্রচার করেছেন । 13 এপ্রিল তিনি জলপাইগুড়ির জনসভা থেকে এই কেন্দ্রে তৃণমূলকে জেতানোর আবেদন জানিয়েছেন । আবার নিশীথ প্রামাণিকের হয়ে জনসভা করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

First Phase of Lok Sabha Election

কোচবিহার লোকসভায় 7টি বিধানসভা কেন্দ্র – মাথাভাঙা, কোচবিহার উত্তর (এসসি সংক্ষরিত), কোচবিহার দক্ষিণ, শীতলকুচি (এসসি সংরক্ষিত), সিতাই (এসসি সংরক্ষিত), দিনহাটা, নাটাবাড়ি।

First Phase of Lok Sabha Election

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details