হায়দরাবাদ, 18 এপ্রিল: বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব ৷ 19 এপ্রিল সেই উৎসবের ‘উদ্বোধনী’ অনুষ্ঠানে যোগ দিচ্ছে দেশের 102টি লোকসভা কেন্দ্র ৷ তারমধ্যে রয়েছে এ রাজ্যের তিন কেন্দ্র জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার ৷ দেশের সাধারণ নির্বাচনের ইতিহাস তিন কেন্দ্রকে ‘শান্ত’ তমকা দিলেও রাজ্যের 2021 বিধানসভা নির্বাচনে শীতলকুচি দেখেছিল দেশে ৷ সিআইএসএফ জওয়ানের ছোড়া গুলিতে প্রাণ হারিয়েছিলেন 4 জন ৷ ফলে উত্তরবঙ্গের নির্বাচন নিয়ে এবার নির্বাচন কমিশন আরও বেশি সতর্ক ৷
2024 সালের এই নির্বাচন হবে সাত দফায় ৷ লোকসভা ভোট শেষ হবে 1 জুন ৷ রাজ্যের 42টি আসনে সাত দফায় হবে ভোটগ্রহণ ৷ ভোটগণনা 4 জুন ৷ রাজ্যে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপি ৷ গত লোকসভা নির্বাচনে 18টি আসন জিতেছিল গেরুয়া শিবির ৷ উত্তরবঙ্গ উজার করে পদ্মশিবিরের ভোটবাক্স ভরিয়েছিল ৷ ফলে বঙ্গে আরও জোরালোভাবে দাঁত ফোটাতে উত্তরবঙ্গই বিজেপির তুরুপের তাস ৷
একনজরে জলপাইগুড়ি আসন:
জলপাইগুড়ি একসময় ছিল লাল-দুর্গ ৷ 2011 সাল থেকে এই এলাকা ক্রমশ তৃণমূলের দখলে আসতে শুরু করে ৷ 2014 সালে জলপাইগুড়ি লোকসভা আসন থেকে জয়ী হয় তৃণমূল ৷ 2019 সালে তা চলে যায় বিজেপির দখলে ৷
- মোট ভোটার: 18 লক্ষ 85 হাজার 963
- পুরুষ ভোটার: 9 লক্ষ 58 হাজার 611
- মহিলা ভোটার: 9 লক্ষ 27 হাজার 339
- তৃতীয় লিঙ্গের ভোটার: 13 জন
- পোল বুথের সংখ্যা: 1904টি
- স্পর্শকাতর বুথ সংখ্যা: 382টি
- নিরাপত্তা: মোতায়েন থাকবে 75 কোম্পানি সিএপিএফ, থাকবে 3077 জন রাজ্য পুলিশ
গতবার কী হয়েছিল ?
বিজেপি প্রার্থী ড. জয়ন্তকুমার রায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিজয়চন্দ্র বর্মনকে বিরাট ভোটের ব্যবধানে হারিয়ে দেন । ড. জয়ন্তকুমার রায় পেয়েছিলেন 7 লক্ষ 60 হাজার 150 ভোট । তৃণমূল কংগ্রেসের প্রার্থী পেয়েছিলেন 5 লক্ষ 76 হাজার 141 ভোট। 1 লক্ষ 84 হাজার 4 ভোটে জয়ী হয়েছিলেন বিজেপি প্রার্থী ডা: জয়ন্তকুমার রায় ।
2021 সালে বিধানসভায় তৃণমূল খানিকটা ঘুরে দাঁড়ায় । জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের জলপাইগুড়ি, রাজগঞ্জ, মালবাজার, মেখলিগঞ্জ বিধানসভা তৃণমূল দখল করে । অন্যদিকে ধূপগুড়ি, ময়নাগুড়ি ও ডাবগ্রাম-ফুলবাড়ি বিজেপি দখল করে । পরে উপ-নির্বাচনে ধূপগুড়িতে জয়ী হয় তৃণমূল ৷
কী কী বিধানসভা রয়েছে ?
- জলপাইগুড়ি বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে 39 হাজার 185 ভোটে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালে এই কেন্দ্রে প্রথম জয় পায় তৃণমূল কংগ্রেসের প্রদীপকুমার বর্মা ।
- ময়নাগুড়ি বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে দাপট দেখায় পদ্ম শিবির । এই কেন্দ্রে তৃণমূলের তুলনায় 14 হাজার 747 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালে বিজেপি প্রার্থী কৌশিক রায় জয়ী হন ।
- ধূপগুড়ি বিধানসভা: বামেদের শক্তঘাঁটি বলে পরিচিত ধূপগুড়ি বিধানসভায় 2019 লোকসভা নির্বাচনে 17 হাজার 766 ভোটে এগিয়ে ছিল বিজেপি । 2021 সালেও বিজেপি প্রার্থী বিষ্ণুপদ রায় জয়ী হন ধূপগুড়িতে । 2023 সালে বিষ্ণুপদ রায়ের মৃত্যুর পর এই আসনে উপ-নির্বাচনে জয়ী হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী নির্মলচন্দ্র রায় ।
- রাজগঞ্জ বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে জেলার সাত বিধানসভা আসনের মধ্যে ছ’টি আসনে যখন গেরুয়া ঝড় চলছে, তখন এই কেন্দ্রে ফুল ফোটাতে পারেনি পদ্ম । লোকসভায় বিজেপির থেকে 4320 ভোটের ব্যবধানে এগিয়ে ছিল তৃণমূল । 2021 সালে ফের জয়ী হন খগেশ্বর রায় ।
- ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা: রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর গৌতম দেবের কেন্দ্র ৷ 2019 সালে এই কেন্দ্রের রাজনীতির সমস্ত অঙ্ক গুলিয়ে দেয় বিজেপি । লোকসভায় তৃণমূলের সঙ্গে 86 হাজার 107 ভোটের ব্যবধান তৈরি হয় বিজেপির । 2021 সালেও এই কেন্দ্রে গৌতম দেবকে হারিয়ে দেন বিজেপির শিখা চট্টোপাধ্যায় ।
- মালবাজার বিধানসভা: 2019-এর লোকসভা নির্বাচনে বিজেপি ঝড় আছড়ে পড়ে এই কেন্দ্রেও । 24 হাজার 49 ভোটে এই কেন্দ্রে এগিয়ে যায় বিজেপি ৷ তবে 2021 সালে বিধানসভা ভোটে বুলুচিক বরাইক বিজেপি প্রার্থীকে হারিয়ে জয়ী হন ।
- মেখলিগঞ্জ বিধানসভা: 2019 সালে এই লোকসভা আসনেও বিজেপি ভালো লিড পেয়েছিল ৷
একনজরে আলিপুরদুয়ার আসন: