পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি তো মাল-ই ! বিতর্ক উসকে দিলেন মদন, নারীদের 'মাতৃরূপে' দেখেন ফিরহাদ - FIRHAD HAKIM COMMENT

রেখা পাত্রের উদ্দেশে 'কুরুচিকর' মন্তব্য নিয়ে ফিরহাদ হাকিমের সাফাই, তিনি নারীদের মাতৃরূপে দেখেন ৷ তবে বিতর্ক আরও উসকে দিয়েছেন মদন মিত্র ৷

ETV BHARAT
বিজেপি তো মাল-ই ! বিতর্ক উসকে দিলেন মদন, নারীদের মাতৃরূপে দেখছেন ফিরহাদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 8, 2024, 3:42 PM IST

Updated : Nov 8, 2024, 3:57 PM IST

কলকাতা, 8 নভেম্বর:সব নারীকেই তিনি মাতৃরূপে দেখেন ৷ বিজেপি নেত্রী রেখা পাত্রকে 'কুমন্তব্য' করা নিয়ে জলঘোলা হওয়ায় এমনই সাফাই ফিরহাদ হাকিমের ৷ তাঁর দাবি, মহিলা হিসেবে নয়, হেরে যাওয়া ভোটের প্রার্থী হিসেবেই রেখা পাত্রের উদ্দেশে 'হেরো মাল' শব্দটি ব্যবহার করেছেন তিনি ৷ তবে তাঁর এই মন্তব্যে কোনও ভুল দেখছেন না কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ বরং বিতর্ক আরও উসকে দিয়ে তিনি বলেছেন, 'বিজেপি তো মাল-ই' ৷

সম্প্রতি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীর হয়ে উত্তর 24 পরগনায় হাড়োয়া বিধানসভা কেন্দ্রে প্রচার সমাবেশে গিয়েছিলেন কলকাতার মেয়র তথা রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম । সেখানেই তাঁর বক্তব্য নিয়ে তৈরি হয় বিতর্ক । সেখানে তিনি লোকসভা ভোটে বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্রকে ও বিজেপিকে তীব্র ভাষায় কটাক্ষ করেন । রেখা পাত্রকে নিয়ে তাঁকে বলতে শোনা যায়, "হেরো মাল লাফালাফি করছে ।"

বিতর্ক উসকে দিলেন মদন, নারীদের 'মাতৃরূপে' দেখেন ফিরহাদ (নিজস্ব ভিডিয়ো)

এই মন্তব্য নিয়েই ফিরহাদ হাকিমকে তীব্র ভাষায় আক্রমণ করা শুরু করে বিজেপি ৷ একজন মহিলাকে রাজ্যের মন্ত্রী 'মাল' বলে সম্বোধন করছেন এই অভিযোগে সরব হয় বিজেপি নেতৃত্ব ৷ ফিরহাদের এই বক্তব্যের তীব্র নিন্দা করে পুলিশের কাছে অভিযোগ দায়ের করার পরিকল্পনাও করেছে দলের একাংশ ৷

এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম শুক্রবার নিজের বক্তব্যের সাফাই দেন ৷ তিনি বলেন, "নারীদের আমি মাতৃরূপে দেখি । হেরে ভূত, হেরো মাল এটা হচ্ছে ভোটের প্রার্থীকে বলা । কোনও নারীর ব্যাপার নয়, বিজেপির ব্যাপার । আমি রেখা পাত্রকে ভদ্রমহিলা বলে সম্বোধন করেছি ।"

ফিরহাদ আরও বলেন, "তিন লাখ ভোটে হেরে গিয়েও হেরো মালরা মানে বিজেপি কেসে গিয়েছে (মামলা করেছে)। এটা দুর্ভাগ্যজনক । যদি কারও মনে আঘাত লেগে থাকে, আমি তার জন্য অত্যন্ত দুঃখিত । কোনও নারীকে অসম্মান করব এটা আমি স্বপ্নেও ভাবতে পারি না । আমার নেত্রী নারী, আমার মা, আমার স্ত্রী, তিন কন্যা, বাড়ির নাতনি সবাই নারী । আমি নারীদের অপমান করব এটা কখনও হতে পারে ? বাংলায় নারীদের সম্মান করি বলেই দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো করি । নারীদের অসম্মান করা বাংলার কৃষ্টি নয় ।"

ফিরহাদ এভাবে নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে দুঃখপ্রকাশ করলেও, এ ব্যাপারে সুর নরম করতে রাজি নন কামারহাটির বিধায়ক মদন মিত্র ৷ এ ব্যাপারে তাঁর স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মদন বলেন, "বিজেপি মালেদের এটা বলার জন্য এফআইআর কী হবে আমি জানি না । তাহলে যাঁরা টিয়া পাখি নিয়ে বসে নানা ভবিষ্যদ্বাণী দেন, তাঁদের সকলের বিরুদ্ধে অভিযোগ হওয়া উচিত ।" মদনের দাবি, "এফআইআর কেন হবে ? মাল বলার মধ্যে কোনও অন্যায় নেই ৷ বিজেপি তো মালই ।"

Last Updated : Nov 8, 2024, 3:57 PM IST

ABOUT THE AUTHOR

...view details