মালদা, 3 ফেব্রুয়ারি: সাতসকালে বিপত্তি ৷ রাধিকাপুর থেকে হাওড়া যাওয়ার পথে ডাউন কুলিক এক্সপ্রেসে আগুন দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে ৷ শনিবার সকালে মালদার খালতিপুর ও চামাগ্রাম স্টেশনের মাঝামাঝি সুলতানগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে ৷ সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি ৷ ঘণ্টাখানেকের মধ্যে ত্রুটি মেরামতি হয় ৷ তার পর ফের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ট্রেন ৷ রেলের তরফে জানানো হয়েছে, চাকায় যান্ত্রিক গোলযোগের জন্যই এই ঘটনা ঘটেছে ৷
প্রতিদিনের মতো এ দিন সকাল সোওয়া ন’টা নাগাদ মালদা টাউন স্টেশন থেকে হাওড়ার উদ্দেশে রওনা দেয় 13054 নম্বর ডাউন রাধিকাপুর-হাওড়া কুলিক এক্সপ্রেস ৷ ট্রেনটি খালতিপুর স্টেশন পেরোতেই অসংরক্ষিত একটি কামরার নিচ থেকে প্রবল ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা ৷ সেই ঘটনা দেখতে পান চালকও ৷ সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেওয়া হয় ৷ আতঙ্কিত যাত্রীরা কামরা থেকে নিচে নেমে আসেন ৷ ঘটনাস্থলের দিকে ছুটে যান স্থানীয় মানুষজনও ৷
পরীক্ষা নিরীক্ষা করে দেখা যায়, ওই কামরার ‘ব্রেক বাইন্ডিং’ থেকে ধোঁয়া বেরোচ্ছে ৷ কোনও কারণে সেই ব্রেক বাইন্ডিং টাইট হয়ে যাওয়ার জন্যই এই বিপত্তি ৷ খানিক বাদেই রেলের কর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছান ৷ তাঁরা সেই যান্ত্রিক ত্রুটি ঠিক করে দিলে ঘণ্টাখানেক বাদে ট্রেনটি ফের গন্তব্যস্থলের উদ্দেশে রওনা দেয় ৷