আসানসোল/ভাঙড় 10 ফেব্রুয়ারি: জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে টেনশনের কারণে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গেল তিন ছাত্রী । এই বিপদের সময় তাদের পাশে দাঁড়াল পুলিশ ৷ সাহায্যের হাত বাড়িয়ে দিলেন ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা ৷ গাড়ি করে ছাত্রীদের নিয়ে গিয়ে বাড়ি থেকে দ্রুততার সঙ্গে তাদের অ্যাডমিট কার্ড নিয়ে আসেন তাঁরা । শেষ পর্যন্ত স্বস্তি আসে পরীক্ষার্থীদের মুখে ৷ অ্যাডমিট নিয়ে এসে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে ওই তিন ছাত্রী । ঘটনা দুটি ঘটেছে পশ্চিম বর্ধমান ও দক্ষিণ 24 পরগনায় ৷
সোমবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা । আর মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই অ্যাডমিট কার্ড নিয়ে সমস্যা ৷ পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের কুলটি গার্লস স্কুলে দুই ছাত্রী পরীক্ষা দিতে এসে টেনশনে নিজেদের অ্যাডমিট কার্ডই আনতে ভুলে গেল । কুলটির বরাকর চুনগাড়ি এলাকার বাসিন্দা চন্দনা বাউড়ি এবং কুলটির নিয়ামতপুর কাঁকরশোল এলাকার বাসিন্দা গঙ্গা বাউড়ি । তাদের পরীক্ষার কেন্দ্র পড়েছিল কুলটি গার্লস স্কুলে ।
![Madhyamik exam 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511786-examinee_aspera.jpg)
দুজনেই পরীক্ষা কেন্দ্রে এসে দেখে তারা অ্যাডমিট কার্ড আনতে ভুলে গিয়েছে । বিষয়টি নিয়ে হইচই পড়ে যায় তাদের পরিবার পরিজনদের মধ্যে । তখন টেনশনে দুই ছাত্রীর মাথা খারাপ হওয়ার জোগার । বিষয়টি নজরে আসে কুলটি ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডলের । তিনি তৎক্ষণাৎ দায়িত্বপ্রাপ্ত এএসআই স্বপন রজককে বলেন, তাঁর মোটরসাইকেলে এক ছাত্রীকে নিয়ে তার বাড়ি যেতে এবং নিজের বোলেরো গাড়িতে তিনি আরেক ছাত্রীকে তুলে নিয়ে তার বাড়ি যান অ্যাডমিট কার্ড আনতে । এই দুই পুলিশ আধিকারিকের তৎপরতায় ছাত্রীদের বাড়ি থেকে পুনরায় অ্যাডমিট কার্ড নিয়ে আসা হয় এবং তারপর যথাসময়ে ছাত্রীরা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে পারে ।
কুলটি ট্রাফিক গার্ডের ওসি চিন্ময় মণ্ডল বলেন, "পরীক্ষা কেন্দ্রের বাইরে দেখি দুই ছাত্রী কান্নাকাটি করছে ৷ সামনে গিয়ে জিজ্ঞেস করাতে জানতে পারি দুজনেই অ্যাডমিট কার্ড ভুলে এসেছে বাড়িতে । তখন সেখানকার দায়িত্বপ্রাপ্ত এএসআই স্বপন রজককে জানাই তাঁর মোটরসাইকেলে এক ছাত্রীকে বাড়িতে নিয়ে গিয়ে অ্যাডমিট কার্ডটি নিয়ে আসতে এবং পাশাপাশি আমার গাড়িতে আমি আরও এক ছাত্রীকে নিয়ে গিয়ে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে আসি । বিষয়টি নির্বিঘ্নে মিটে গিয়েছে । দুই ছাত্রী অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে নির্বিঘ্নে যথাসময়ে ঢুকতে পেরেছে ।"
![Madhyamik exam 2025](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10-02-2025/23511786-police_aspera.jpg)
পুলিশের এমন তৎপরতায় খুশি ওই দুই ছাত্রের পরিবার এবং স্থানীয় এলাকার বাসিন্দারা । যদিও মোটরসাইকেল আরোহী পুলিশকর্মী স্বপন রজকের মাথায় কেন হেলমেট ছিল না, তা নিয়ে স্থানীয় বাসিন্দারা তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি । ছাত্রীকে মোটরসাইকেলে তুলে তিনি দ্রুততার সঙ্গে যেভাবে বেরিয়ে গেলেন তাতে দুর্ঘটনাও ঘটতে পারত । ছাত্রী বা পুলিশের কারও মাথাতেই হেলমেট ছিল না । একদিকে উপকার করতে গিয়ে অন্যদিকে বিপদ ঘটতেই পারত । পুলিশের তাই আগে থেকেই প্রস্তুত হয়ে মোটরসাইকেলের সঙ্গে দুইজোড়া হেলমেট রাখা উচিত ছিল বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা ।
একই ঘটনা ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে ৷ ভুল করে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড বাড়িতে ফেলে আসে এক পরীক্ষার্থী ৷ তার পাশে দাঁড়ায় কলকাতা পুলিশের ভাঙড় ট্রাফিক গার্ড । বাইকে করে বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন পুলিশ কর্মীরা ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে পরীক্ষা দিতে চণ্ডীপুর রাংসারা হাইস্কুলে আসে ওই পরীক্ষার্থী ৷ স্কুলের গেটের বাইরে এসে পরীক্ষার্থীর আচমকাই মনে পড়ে, সে অ্যাডমিট কার্ড আনতেই ভুলে গিয়েছে । ওই পরীক্ষার্থীকে গেটের বাইরে কাঁদতে দেখে দেরি করেননি সেখানে থাকা পুলিশকর্মীরা । বিষয়টি বুঝতে পেরে ওই পরীক্ষার্থীকে ভাঙড় ট্রাফিক গার্ডের ওসি ও অন্যান্য পুলিশ কর্মীরা সাহায্য করেন । তাঁরা পরীক্ষার্থীকে সঙ্গে নিয়ে তার বাড়ি থেকে অ্যাডমিট কার্ড সংগ্রহ করে তাকে যথাসময়ে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দেন ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগের এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, "মাধ্যমিক পরীক্ষার আগে কলকাতার নগরপাল মনোজ কুমার ভার্মা ট্রাফিক গার্ডের ওসিদের এবং বিভাগের উচ্চপদস্থ আধিকারিকদের বিশেষভাবে সতর্ক থাকতে বলেন । সেই মতোই আমরা বিভিন্ন পরীক্ষার সেন্টারের বাইরে কড়া নজর রেখেছি ।"
এমনিতেই আজ দক্ষিণ কলকাতার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে সরেজমিনে তদারকি করতে দেখা যায় কলকাতা পুলিশের নগরপালকে । সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের একাধিক উচ্চপদস্থ আধিকারিক এবং বিশেষ করে ট্রাফিক গার্ডের ওসিরা ।