পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আগামী বছরেই উচ্চমাধ্যমিকের সিলেবাসে বদলের সম্ভাবনা, অপেক্ষা মুখ্যমন্ত্রীর সম্মতির - উচ্চমাধ্যমিকের সিলেবাস

Higher Secondary Examination 2024: পরিবর্তন হবে উচ্চমাধ্যমিকের সিলেবাস, এ কথা জানালেন স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ETV Bharat
বদলাতে পারে উচ্চমাধ্যমিকের সিলেবাস

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 8:24 AM IST

কলকাতা, 10 ফেব্রুয়ারি: উচ্চমাধ্যমিকের নতুন পাঠ্যক্রম চালু হতে পারে ৷ এই বিষয়ে বিকাশ ভবনের সম্মতি রয়েছে ৷ তবে অপেক্ষা শুধু মুখ্যমন্ত্রী মমত বন্দ্যোপাধ্যায়ের সম্মতির ৷ শুক্রবার এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ৷ তাঁর কথা অনুযায়ী সব ঠিকঠাক থাকলে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস পেতে চলেছেন একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ৷ এমনকী নতুন পাঠ্যক্রম চালুর সঙ্গে সঙ্গেই শুরু হবে সেমিস্টার পদ্ধতিও ৷

আগেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছিল আগামী শিক্ষাবর্ষ থেকে সেমিস্টার পদ্ধতি চালু হতে পারে ৷ তার সঙ্গে ওই বছর থেকে ছাত্রছাত্রীরা পাবে নতুন সিলেবাস ৷ ইতিমধ্যে পরীক্ষা হলে সিলেবাস কেমন হতে পারে তার একটা প্রতিলিপি জমি পড়েছে ৷ এতে সম্মতি রয়েছে বিকাশ ভবনের ৷ শিক্ষামন্ত্রী বলেন, "আমাদের এই বিষয়ে ভাবনাচিন্তা চলছে ৷ বিধানসভা শেষ হওয়ার পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলব ৷ মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার পর আমরা সিদ্ধান্ত নেব ৷ এর সঙ্গে আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন সিলেবাস পেতে পারেন ৷"

অন্যদিকে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে এগিয়ে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ৷ পরীক্ষা সংক্রান্ত সমস্ত তথ্য এবার থেকে মিলবে সংসদের পোর্টালে ৷ 2012 সাল থেকে 2023 সাল পর্যন্ত যাঁরা উচ্চমাধ্যমিক দিয়েছেন, তাঁদের সবার ফলাফল তাঁরা দেখতে পাবেন সংসদের এই পোর্টালে ৷ এই কাজ আরও দীর্ঘ হবে ৷ 1996 থেকে 2011 সালের নথিও আপলোড করার কাজ চলছে ৷ তবে এর সঙ্গে সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "প্রথম উচ্চমাধ্যমিক পরীক্ষা হয়েছিল 1978 সালে ৷ সেই সময় থেকে 1995 সাল পর্যন্ত কোনও ডেটাই ডিজিটালে নেই ৷ সেই কাজটাও আমরা করব খুব দ্রুত ৷" এবছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হবে

ABOUT THE AUTHOR

...view details