কলকাতা, 22 অক্টোবর: বিজেপির দাবি মেনে নিল জাতীয় নির্বাচন কমিশন । বিধানসভা উপনির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে রুরাল হাউজিং স্কিমের অধীনে রাজ্য সরকারের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষার কাজ । মঙ্গলবার এমনটাই বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দিল নির্বাচন কমিশন ।
রাজ্যে বিধানসভা উপনির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে ৷ 13 নভেম্বর রাজ্যে উপনির্বাচন ৷ প্রার্থী তালিকাও প্রকাশ হতে শুরু করেছে ৷ এরই মাঝে বিজেপির পক্ষ থেকে দাবি ওঠে, উপনির্বাচনের প্রস্তুতি পর্ব চলাকালীন বাংলায় বন্ধ রাখা হোক রাজ্য সরকারের রুরাল হাউজিং স্কিমের কাজ । বিজেপির তরফ থেকে জানানো হয়েছিল, রাজ্যে ছ'টি বিধানসভা কেন্দ্র অর্থাৎ সিতাই, মাদারিহাট, নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর এবং তালড্যারায় বন্ধ রাখা হোক বাড়ি বাড়ি গিয়ে এই সমীক্ষা ও যাচাইয়ের কাজ ।
রবিবার এই মর্মে জাতীয় নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি ইমেল পাঠানো হয়েছিল বঙ্গ বিজেপির পক্ষ থেকে । তারপর সোমবারই মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে এসে হাতেনাতে সেই চিঠি প্রদান করে বিজেপির এক প্রতিনিধি দল । সেই দলে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় ও শিশির বাজোরিয়া ৷