পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টি এখন অতীত ! শুষ্ক আবহাওয়ায় মিলছে পারদ পতনের পূর্বাভাস

বৃষ্টি বিদায় নিয়েছে ৷ বঙ্গ জুড়ে এখন শীতের অপেক্ষা ৷ আজ আপনার জেলায় সারাদিন কেমন থাকবে আবহাওয়া ? দেখে নিন ৷

West Bengal Weather Report Today
শুষ্ক আবহাওয়ায় পারদ পতনের পূর্বাভাস (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 6:19 AM IST

কলকাতা, 3 নভেম্বর:ভোরে কুয়াশা, বেলায় রোদের তাপ । বিকেলে হালকা ঠান্ডার অনুভূতি । ঠান্ডা গরমে মিলেমিশে শীতের অপেক্ষা । এখনও আর্দ্রতাজনিত অস্বস্তিকর গরমের অনুভূতি রয়েছে মধ্যদুপুরে । ঘামও হলেও গরমের তীব্রতা নেই হেমন্তে । তবে ঠান্ডা-গরমের মিশেলে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছে আবহাওয়া ।

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামিকাল থেকে শুরু হওয়া নতুন সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ নামবে । 2-4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা । উত্তরবঙ্গেও পারদ পতনের ইঙ্গিত । তবে দক্ষিণের মতো উত্তরবঙ্গে এখনই বৃষ্টি ছেড়ে যাচ্ছে না । হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরে।

আজ রবিবার ভাইফোঁটার দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া মোটের ওপর শুষ্কই থাকবে । 7 নভেম্বর অর্থাৎ আগামী বৃহস্পতিবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই সেভাবে বৃষ্টির সম্ভাবনা নেই । তবে বুধবার পর্যন্ত দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে খুব হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । মুর্শিদাবাদেও হালকা বৃষ্টি হতে পারে ।

উত্তরবঙ্গের সব জেলাতেই বুধবার পর্যন্ত কমবেশি বৃষ্টি হতে পারে । আগামিকাল পর্যন্ত উত্তরবঙ্গের ওপরের চার জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । বাকি চার জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে । নতুন সপ্তাহের প্রথম তিনদিন অর্থাৎ সোমবার থেকে বুধবার উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা । বঙ্গ থেকে বর্ষা আগেই বিদায় নিয়েছিল । এবার বৃষ্টির পরিমাণ তলানিতে । বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য স্থানীয় মেঘের কারণে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হচ্ছে ।

দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও পারদ পতন শুরু হতে চলেছে । আগামী চারদিনে 2-4 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা । শনিবার কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 শতাংশ, সর্বনিম্ন 88 শতাংশ । বৃষ্টিপাত সেভাবে হয়নি । আজ রবিবার দিনের আকাশ পরিস্কার হলেও ভোরের দিকে কুয়াশা হতে পারে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ।

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details