জলপাইগুড়ি, 21 সেপ্টেম্বর: আইএমএ বেঙ্গল ব্রাঞ্চের সম্পাদক পদে লড়তে চাইছেন চিকিৎসক সুশান্তকুমার রায় ! এমনই সম্ভাবনা রয়েছে বলে খবর ৷ রবিবার আইএমএ বেঙ্গল শাখার বৈঠক রয়েছে ৷ সেখানেই নির্বাচনের পদপ্রার্থীদের নামের প্রস্তাব পেশ করা হবে ৷ অন্যদিকে, আজ চক্ষু বিশেষজ্ঞদের সংগঠন অপথালমোলজিক্যাল সোসাইটি অব ওয়েস্ট বেঙ্গলের চিঠির উত্তর দিলেন সুশান্ত রায় ৷
আগামিকাল দুপুর দু’টোয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের পশ্চিমবঙ্গ শাখার বৈঠক রয়েছে ৷ বৈঠকে সুশান্ত রায় যোগ দিতে যাবেন কি না, সেটাই এখন দেখার ৷ তবে, তাঁকে সংগঠনের পক্ষ থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রীয় কমিটিকে সুপারিশ করা হয়েছে ৷ রবিবারের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, কবে নির্বাচন হবে ৷ নির্বাচনী প্যানেলের নামও প্রস্তাব করা হবে ৷ চিকিৎসক সুশান্ত রায় কোনও প্যানেলে দেন কি না বা তাঁর নাম নির্বাচনে থাকে কি না, সেই দিকে তাকিয়ে সবাই ৷ আইএমএ পশ্চিমবঙ্গের 170 টি শাখা আছে ৷ সেই সব শাখা থেকে স্টেট কাউন্সিল মেম্বাররা নির্বাচনে অংশ নেবেন ৷