ETV Bharat West Bengal

পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাজার চষে কিনলেন মাছ, গরম থেকে বাঁচতে কর্মীদের খাওয়ালেন ঠেকুয়া - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Dilip Ghosh: প্রচারে বেরিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিলেন দিলীপ ঘোষ । বিক্রেতাদেরকে ধূমপান না করার পরামর্দেশ দেওয়ার পাশাপাশি কিনলেন মাছ ৷ পরে আবার স্টিল টাউনশিপের দোকান থেকে কর্মীদের শরীর ঠান্ডা রাখতে খাওয়ালেন খাবার ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 7:30 PM IST

দুর্গাপুরে মাছ কিনলেন দিলীপ ঘোষ (নিজস্ব ছবি)

দুর্গাপুর, 5 মে:একটু রগচটা ৷ কাট কাট কথা বলতে ভালোবাসেন ৷ মহিলা-পুরুষ নির্বিশেষে বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা তাঁর তোপের মুখে পড়েন মাঝেমধ্যেই । কখনও গদা হাতে, কখনও আবার হকিস্টিক হাতে প্রাত:ভ্রমণে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েন । রবিবারসীয় প্রচারে একটু অন্যরকম মেজাজে দেখা গেল গেরুয়া শিবিরের ডাকাবুকো নেতা দিলীপ ঘোষকে ।

বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রথমে অঙ্গোদপুরে জেলেদের কাছ থেকে চারাপোনা মাছ কিনলেন। মাছ সম্পর্কে খোঁজ-খবর নিলেন। বিক্রেতাদের প্রশ্ন করলেন, মাছের দাম বেশি নিচ্ছেন না তো? দুঁদে রাজনীতিবিদকে দেখা গেল দক্ষ খরিদ্দার হিসেবে মাছ কিনতে । এরপরেই মাছ বিক্রেতাকে ধূমপান না করার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ । তারপর রোড শো করতে বেরিয়ে গেলেন দুর্গাপুর স্টিল টাউনশিপের বিভিন্ন এলাকায় ।

দুর্গাপুর স্টিল টাউনশিপের এ-জোন ডি-সেক্টর মার্কেটে ভুজিয়ার দোকানে ঢুকে এটার ওটার দাম জিজ্ঞাসা করার পর দিলীপ ঘোষ ছোলার ছাতু কিনে নিলেন কিলোখানেক । তার সঙ্গে সঙ্গে 5 কিলো ঠেকুয়া কিনে খেতে দিলেন দলীয় নেতাকর্মীদের। তিনি বললেন, "এই গরমে ওঁরা আমার সঙ্গে ঘুরে বেড়াচ্ছে । শুদ্ধ স্বদেশী খাবার ঠেকুয়া । বাজারে বাজারে ঘুরতে গিয়ে চোখে পড়ল ঠেকুয়া বিক্রি হচ্ছে । ঘি,আটা,চিনি দিয়ে তৈরি হয় ঠেকুয়া ৷ ঠেকুয়া খেয়ে জল খেয়ে নিলে শরীর একেবারে ঠান্ডা হয়ে যাবে ।"

ছোটবেলা থেকেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সঙ্গে যুক্ত দিলীপ ঘোষ ৷ তাঁর হাত ধরেই এই রাজ্যে গেরুয়া শিবিরের আগ্রাসন শুরু হয়। লোকসভায় দুটি আসন থেকে এক লাফে আঠারোটি আসন পাওয়ার 'ম্যাজিক ম্যান' তিনিই । বিরোধী বামপন্থীদের এক ঝটকায় একেবারে শূন্যে পৌঁছে দেওয়ার অন্যতম প্রধান কারিগরও এই দিলীপই । কারণ তাঁর হাত ধরেই গ্রাম বাংলার রাজনীতিতে বামের ভোট রামে চলে যায় ৷ এমনই কথা উঠে আসে রাজনৈতিকমহলে ।

মেদিনীপুরের মাটির ছেলের আটপৌরে কথাবার্তা আকৃষ্ট করে গ্রাম বাংলার মানুষকে । ঘরে বাইরে বহুবার বেফাঁস মন্তব্য করার কারণে সমালোচিত হয়েছেন তিনি ৷ কখনও গরুর দুধে সোনা পাওয়ার তত্ত্ব ৷ আবার কখনও মুখ্যমন্ত্রীকে পিতৃপরিচয় নিয়ে লাগাম ছাড়া আক্রমণ । দিলীপ ঘোষকে বারবার সেন্সর করেও লাভ হয়নি।

দুর্গাপুরেও প্রচারে দিলীপ ঘোষ কখনও হকিস্টিক হাতে, কখনও ক্রিকেট খেলায় ব্যাটিংয়ে মেতে উঠছেন ৷ কখনও আবার বাঁ পায়ে নিখুঁত কিকে জালে জড়াচ্ছেন ফুটবল । আজ যেন একেবারে ফুরফুরে মেজাজে ধরা দিলেন প্রার্থী দিলীপ ঘোষ ৷ বাজারে এটা ওটা কিনে জনসংযোগ সারলেন এবং এটাও যে প্রচারের একটা অঙ্গ সেটা তিনি প্রমাণ করলেন ।

আরও পড়ুন:

  1. আমরা স্টেশনে সাইকেল রাখি, উনি কপ্টার রাখেন সিটি সেন্টারে ! মমতাকে বিঁধলেন দিলীপ
  2. 'টাকা নিলে বিজেপি মণ্ডল সভাপতির শাস্তি হওয়া উচিত', সন্দেশখালি ভাইরাল ভিডিয়ো নিয়ে দিলীপ
  3. ভোটের ময়দানে হিংসা-বিদ্বেষের মাঝে রাজনৈতিক সৌজন্যবোধ

ABOUT THE AUTHOR

...view details