মুম্বই, 23 ডিসেম্বর: অস্ট্রেলিয়ার মাটিতে অবশিষ্ট দু'টি টেস্টে তাঁকে খেলানোর চিন্তাভাবনা চলছিল ভীষণভাবে ৷ ফলত বোর্ডের মেডিক্যাল টিমে নিবিড় তত্ত্বাবধানে ছিলেন মহম্মদ শামি ৷ তবে তাঁর চোটের পর্যালোচনা করে শেষমেশ বিসিসিআই জানিয়ে দিল বর্ডার-গাভাসকর ট্রফির বাকি দু'টি টেস্টে খেলার কোনওরকম সম্ভাবনা নেই বঙ্গ পেসারের ৷ বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ঘরোয়া ক্রিকেট খেলার পর শামির বাঁ-হাঁটুতে সমস্যা তৈরি হয়েছে ৷
তবে আশার আলো, যে গোড়ালির চোটে গত একবছর ধরে কাবু ছিলেন ভারতীয় স্পিডস্টার ৷ যে চোটের কারণে তাঁকে বিদেশে অস্ত্রোপচারের মধ্যে দিয়েও যেতে হয়েছে, সেই চোট পুরোপুরি সারিয়ে উঠেছেন শামি ৷ সোমবার সন্ধেয় এক বিবৃতিতে ডানহাতি পেসারের ফিটনেস আপডেট দেওয়া হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে ৷ সেখানে জানানো হয়েছে, অস্ত্রোপচার এবং পরবর্তীতে সেন্টার অফ এক্সেলেন্সে রিহ্য়াবের মধ্যে দিয়ে চলা মহম্মদ শামি ডান পায়ের গোড়ালির চোট সারিয়ে এখন পুরোপুরি সুস্থ ৷ কিন্তু কেন তাঁকে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্টের জন্য নির্বাচন করা যাচ্ছে না, তাও বলা হয়েছে সেখানে ৷
বিসিসিআই'য়ের বিবৃতিতে বলা হয়েছে, "মধ্যপ্রদেশের বিরুদ্ধে নভেম্বরে রঞ্জি ট্রফি ম্যাচে 43 ওভার বল করেছিলেন শামি ৷ তারপর সঈদ মুস্তাক আলি টুর্নামেন্টে ন'টি ম্যাচে খেলেছেন তিনি ৷ পাশাপাশি সাইডলাইনে টেস্ট ম্য়াচের প্রস্তুতি হিসেবে অতিরিক্ত বোলিং সেশন জারি ছিল তাঁর ৷ আর ওয়ার্কলোডের কারণে তাঁর বাঁ-হাঁটুতে বর্তমানে ব্যথা অনুভূত হচ্ছে ৷" বিবৃতিতে শেষমেশ জানানো হয়, চোটের সাম্প্রতিক মূল্যায়ণের পর দেখা গিয়েছে পুরোদমে তাঁর বোলিংয়ে ফিরতে আরও সময় লাগবে ৷ সবমিলিয়ে বর্ডার-গাভাসকর ট্রফির শেষ দু'টি টেস্ট খেলার দৌড়ে কোনওভাবেই নেই তিনি ৷
🚨 News 🚨
— BCCI (@BCCI) December 23, 2024
Medical & Fitness Update on Mohammed Shami #TeamIndia
Read 🔽
সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের পর অবশ্য চলতি বিজয় হাজারে ট্রফিতে বাংলার স্কোয়াডে রাখা হয়নি শামিকে ৷ গত সপ্তাহে বিজয় হাজারের স্কোয়াডে শামিকে বাদ রাখার কারণ হিসেবে বিসিসিআই জানিয়েছিল বঙ্গ পেসারের ওয়ার্কলোডের বিষয়টি মূল্যায়ণ করা হবে মেডিক্য়াল টিমের তরফে ৷ প্রয়োজনে পরবর্তীতে ঘরোয়া 50 ওভারের টুর্নামেন্ট স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হতে পারে তাঁকে ৷