পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে খাক 104 বছরের চা-বাগানের ম্যানেজারের বাংলো - FIRE IN DARJEELING TEA GARDEN

দার্জিলিংয়ের সিংটামে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 104 বছরের পুরনো চা-বাগানের ম্যানেজারের বাংলো ৷ পুলিশ ও দমকল ঘটনার তদন্ত শুরু করেছে ৷

ETV BHARAT
দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 14, 2024, 3:17 PM IST

দার্জিলিং, 14 অক্টোবর: চলতি বছরের জুন মাসে বিধ্বংসী আগুনে ভস্মীভূত হয়েছিল জলদাপাড়ার ঐতিহ্যবাহী হলং বাংলো ৷ আর এবার দার্জিলিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল 104 বছরের চা-বাগানের বাংলো ৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শৈলরানিতে ।

সোমবার ভোররাতে দার্জিলিং সংলগ্ন সিংটামে চা-বাগানে ওই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে । সিংটাম চা-বাগানে 104 বছরের পুরোনো ম্যানেজারের বাংলোটি আগুনে ভস্মীভূত হয়ে যায় । কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা । তবে আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয় । প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে ।

অগ্নিকাণ্ডে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি । বেশ কিছুক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসে । দমকলের দুটি ইঞ্জিন দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে । কয়েকদিন আগে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের বাংলোটিও অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গিয়েছিল ।

প্রসঙ্গত, চলতি বছর দার্জিলিংয়ের ‘ন্যাশনাল রিসার্চ ফর অর্কিড’-এর বাংলোয় আগুন লাগে । ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় বাংলোটি । গত জুন মাসে আলিপুরদুয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঐতিহ্যবাহী হলং বাংলো কার্যত পুড়ে ছাই হয়ে যায় । দেশ-বিদেশের বহু পর্যটকের অত্যন্ত পছন্দের জায়গা ছিল ওই হলং বাংলো । কয়েক বছর আগে বাংলোটি সংস্কারও করা হয়েছিল ।

2010 সালে জুন মাসে আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল বক্সা ব্যাঘ্র প্রকল্পের অন্তর্গত জয়ন্তী বনবাংলোও । বারবার এরকম আগুন লাগার ঘটনায় প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনের ভূমিকা নিয়ে । দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল এবিষয়ে বলেন, "সিংটামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । একটা বাংলো পুড়ে গিয়েছে । পুলিশ ও দমকল তদন্ত করে দেখছে । তদন্তের পরই আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে ৷"

ABOUT THE AUTHOR

...view details