কলকাতা, 25 মে: অতি গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে রেমাল। সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে সুন্দরবন এলাকার স্থলভাগে আছড়ে পড়ার সম্ভাবনা ঘূর্ণিঝড় 'রেমাল'-এর। প্রভাব পরবে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকা-সহ অন্যান্য জায়গায় ৷ ইতিমধ্যেই ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে প্রস্তুত লালবাজার। কলকাতা পুলিশের জল পুলিশ বা রিভার ট্রাফিক পুলিশও অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে।
কলকাতা রিভার ট্রাফিক পুলিশ সূত্রের খবর, বাগবাজার, বাজা কদমতলা ঘাট থেকে শুরু করে হাওড়ার একাধিক জায়গা, বেলুড়, বালি-সহ উত্তরপাড়া, কোন্নগরের একাধিক ঘটে বাড়তি নজরদারি চালানো হবে। পাশাপাশি দক্ষিণের আমতলা, গার্ডেনরিচ, দক্ষিণ বন্ধন থানা-সহ একাধিক ঘাটে শনিবার রাত থেকেই বাড়তি সতর্কতা জারি করেছে কলকাতার রিভার ট্রাফিক পুলিশ।
আরও পড়ুন:
লালবাজার সূত্রের খবর, কলকাতা রিভার ট্রাফিক পুলিশের তরফ থেকে উত্তর থেকে দক্ষিণের বিভিন্ন গঙ্গার ঘাটে প্রায় আট'টি স্পিড বাইক নিয়ে গঙ্গাবক্ষে টহল দেবেন পুলিশ কর্মীরা। বাগবাজার ঘাট, কাশি মিত্র ঘাটের পাশাপাশি নিমতলা শ্মশান ঘাটেও মাইকিং করা হবে ৷ যেহেতু অনেক শ্মশান যাত্রীরা গঙ্গার ঘাটে ভীড় জমান, তাই সাবধান করতেই প্রতিনিয়তই মাইকিং করা হবে বলে জানা গিয়েছে ৷