প্রবল ঘূর্ণিঝড় দানার প্রভাবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে শুরু হয়েছে তুমুল ঝড়-বৃষ্টি । আবহাওয়া দফতরের সর্বশেষ আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 210 কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার ধামারা থেকে 240 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের থেকে 310 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ৷
আরও কাছে ঘূর্ণিঝড় দানা ! শুরু ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি - CYCLONE DANA LIVE UPDATES
Published : Oct 23, 2024, 5:34 PM IST
|Updated : Oct 23, 2024, 10:23 PM IST
ঘূর্ণিঝড় দানা'র সম্ভাব্য ল্য়ান্ডফল সম্পর্কে জানাল মৌসম ভবন ৷ বুধবার কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, ওডিশার ভিতরকণিকা জাতীয় উদ্যান ও ধামরা বন্দরের মধ্যভাগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় দানা। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্য়ান্ডফলের ঘোষণার পরই আরও সতর্ক রাজ্য প্রশাসন ৷ বঙ্গোপসাগরের পাড়ে বিভিন্ন পর্যটন ক্ষেত্র থেকে মানুষজনকে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে ৷ পূর্বমেদিনীপুর ও দক্ষিণ 24 পরগানা জেলার নিচু এলাকা থেকে ইতিমধ্যেই লোকেদের নিরাপদ জায়গায় সরিয়ে আনার কাজ শুরু হয়েছে ৷
LIVE FEED
আরও কাছে ঘূর্ণিঝড় দানা, শুরু তুমুল ঝড়-বৃষ্টি
দানা’র প্রভাবে সকাল থেকেই বৃষ্টি শুরু দক্ষিণবঙ্গের একাধিক জেলায়
ঘূর্ণিঝড় দানা'র প্রভাবে সকাল থেকেই বৃষ্টি শুরু রাজ্যের সমুদ্র উপকূলবর্তী জেলাগুলিতে ৷ পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অংশে বৃষ্টি শুরু হয়েছে। কলকাতা, হাওড়া, হুগলিতেও হালকা বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ৷
শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় দানা
বুধবার মধ্যরাতেই প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে দানা। ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল-এর সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ হতে পারে প্রতি ঘণ্টায় 120 কিলোমিটার ৷ বৃহস্পতিবার (24 অক্টোবর) সকাল সাড়ে 5টার আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা ওড়িশার পারাদ্বীপ থেকে প্রায় 260 কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ওড়িশার ধামারা থেকে 290 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং পশ্চিমবঙ্গের সাগর দ্বীপের থেকে 350 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ৷
রাজভবনে খোলা হল কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড মোকাবিলায় রাজভবনে রাজ্যপালের নির্দেশে টাস্কফোর্স গঠন করা হয়েছে । তাতে প্রাক্তন এসএসবি আইজি শ্রীকুমার ব্যানার্জি নেতৃত্বে রয়েছেন । কন্ট্রোল রুমও খোলা হয়েছে । যে কেউ রাজভবনের সাহায্য প্রার্থনা করলে রাজভবন ব্যবস্থা করবে ।
পাকা শস্য কেটে নেওয়ার পরামর্শ কৃষিমন্ত্রীর
পুজোর আগেই টানা বৃষ্টি, তারপর জল ছাড়া নিয়ে বিতর্ক এবং বন্যা পরিস্থিতি বিপাকে পড়তে হয়েছিল রাজ্যে কৃষকদের। আরও একবার বাংলার কৃষকদের সামনে বিপদের ভ্রুকুটি। বাংলা এবং ওড়িশায় দরজায় কড়া নাড়ছে ঘূর্ণিঝড় দানা। এই অবস্থায় কৃষকদের ফসলে ক্ষতিক সম্ভাবনা। তবে বুধবার সাংবাদিক সম্মেলন করে রাজ্যের সাধারণ কৃষকদের আশ্বস্ত করলেন কৃষিমন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। পাকা শস্য কেটে নেওয়ার পরামর্শ দিয়েছেন কৃষিমন্ত্রী।
ঘূর্ণিঝড়ের জেরে বাতিল বহু দূরপাল্লার ট্রেনও
24 অক্টোবর দক্ষিণ-পূর্ব রেলে বাতিল উল্লেখযোগ্য ট্রেনগুলি হল-
- হাওড়া-সেকেন্দ্রবাদ (12703)
- শালিমার-পুরী (12821)
- শালিমার-হায়দরাবাদ (18045)
- হাওড়া-ভুবনেশ্বর (12073)
- হাওড়া-পুরী (12277)
- শালিমার-চেন্নাই সেন্ট্রাল (12841)
- পুরী-শালিমার (12822)
- পুরী-শিয়ালদা (22202)
- হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু (12863)
- হাওড়া-চেন্নাই সেন্ট্রাল (12839)
- কলকাতা-পুরী (03101)
ম্যাচ পিছনোর আর্জি
ধেয়ে আসছে তীব্র ঘূর্নিঝড় দানা । আর তার জেরে বাংলার রঞ্জি ম্যাচ পিছনোর আর্জি জানিয়ে বোর্ডকে চিঠি দিল সিএবির
শিয়ালদায় বাতিল 190টি লোকাল ট্রেন
- শিয়ালদহ-ক্যানিং সেকশনের 13 টি আপ এবং 11 ডাউন লোকাল বাতিল
- সোনারপুরের-ক্যানিং সেকশনের 3টি আপ এবং 4টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ-লক্ষ্মীকান্তপুর সেকশনের 15টি আপ এবং 10টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ বজবজ সেকশনের 15টি আপ এবং 14টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ-সোনারপুর সেকশনের 4 টি আপ এবং 7 টি ডাউন লোকাল বাতিল
- সোনারপুর – বারুইপুর সেকশনের 1টি আপ এবং 1 টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ – বারুইপুর সেকশনের 7টি আপ এবং 9টি ডাউন লোকাল ট্রেন বাতিল
- শিয়ালদহ-নৈহাটি সেকশনের 2 টি ডাউন লোকাল বাতিল
- লক্ষ্মীকান্তপুর – বারুইপুর সেকশনের 1 টি 2 টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ- ডায়মন্ড হারবার সেকশনের 15 টি আপ এবং 15টি ডাউন লোকাল বাতিল
- লক্ষ্মীকান্তপুর – নামখানা সেকশনের 10 টি আপ এবং 9টি ডাউন লোকাল বাতিল
- শিয়ালদহ/বারাসাত – হাসনাবাদ সেকশনে 11 টি আপ ও 9 টি ডাউন লোকাল বাতিল
- সার্কুলার রেলওয়ে সেকশনের একটি 1টি আপ এবং 1টি ডাউন লোকাল বাতিল
15 ঘণ্টা বন্ধ বিমান চলাচল
ঘূর্ণিঝড় দানার প্রভাব এবার কলকাতা বিমানবন্দরে। ঘূর্ণিঝড়ের ফলে বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে শুক্রবার সকাল 9টা পর্যন্ত বিমান ওঠানামা বন্ধ থাকবে। ঘূর্ণিঝড়ের কারণেই আগাম সতর্কতা হিসেবে এই সিদ্ধান্ত নিল কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ।
শিয়ালদায় কন্ট্রোল রুম
ঘূর্ণিঝড় সম্পর্কিত তথ্য দিতে এবং পরিস্থিতির উপর নজর রাখতে কন্ট্রোল রুম খোলা হল শিয়ালদায় ।
কলকাতায় হাওয়ার গতিবেগ
ঘূর্ণিঝডর দানার সরাসরি প্রভাব পড়বে কলকাতায়। শহরে হাওয়ার গতিবেগ ঘণ্টায় 80 কিলোমিটারের আশপাশে থাকবে বলে জানা গিয়েছে ।
লোহার বেড়িতে বাঁধা হল ট্রেন
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বুধবার রাতে ওড়িশার উপকূলের মাঝামাঝি কোনও জায়গায় আছড়ে পড়তে পারে ওই ঘূর্ণিঝড়। তার প্রভাব পড়তে পারে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ওই সব এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সেই আশঙ্কায় লোহার শিকলে বেঁধে দেওয়া হল ট্রেন। বুধবার হাওড়া বিভাগের শালিমার রেল ইয়ার্ডে দেখা গিয়েছে এমন ছবি।
শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন
ঘূর্ণিঝড় দানার জেরে বৃহস্পতিবার রাত 8টা থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন ৷ যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে পূর্বরেল ৷ বন্ধ থাকবে ফেরি পরিষেবাও ৷ শুক্রবার সকাল 10টা থেকে আবারও শুরু হবে পরিষেবা।
সবচেয়ে বেশি প্রভাব পূর্ব মেদিনীপুর
শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা ৷ বৃহস্পতিবার ভোরে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হবে ৷ এর সবচেয়ে বেশি প্রভাব পড়বে পূর্ব মেদিনীপুরের উপকূলে ৷
খোঁজ নিচ্ছেন মমতা
দক্ষিণবঙ্গে শুরু বৃষ্টি । প্রতি ঘণ্টায় মুখ্যসচিব মনোজ পন্থের থেকে পরিস্থিতির খোঁজ নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।