পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মধ্যরাতে আছড়ে পড়বে তীব্র ঘূর্ণিঝড় দানা, প্রবল দুর্যোগ দক্ষিণবঙ্গে - CYCLONE DANA UPDATE

ইতিমধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। নিম্নচাপ আর ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।

Cyclone Dana Bengal Weather Forecast
নিম্নচাপ আর ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Oct 24, 2024, 7:22 AM IST

কলকাতা, 24 অক্টোবর: আরও কাছে ঘূর্ণিঝড় দানা ! আজ মধ্যরাত এবং আগামীকাল সকালের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড় ওড়িশা উপকুলের পুরী এবং পশ্চিমবঙ্গ উপকুলের সাগরদ্বীপের মধবর্তী ভিতরকণিকা ও ধামারায় আছড়ে পড়বে। ইতিমধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং তা অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।

ঘূর্ণিঝড় দানার অবস্থান:

আজ, 24 অক্টোবর সকাল 5টা 30 মিনিটের আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গত 6 ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড় দানা ঘণ্টায় 12 কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 260 কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ধামারা (ওড়িশা) থেকে 290 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) 350 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ৷

মধ্যরাতে আছড়ে পড়বে তীব্র ঘূর্ণিঝড় দানা (ইটিভি ভারত)

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “শেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তারপর শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে গিয়ে 24 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ভিতরকণিকা, ধামরার কাছাকাছি জায়গায় আছড়ে পড়বে।”

ঘূর্ণিঝড় দানার প্রভাব:

নিম্নচাপ আর ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের উপকূল এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে থেকেই দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 24 এবং 25 অক্টোবর অর্থাৎ আজ এবং আগামিকাল দূর্যোগ বেশী হবে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন অঞ্চলগুলিতে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

ইতিমধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে (ইটিভি ভারত)

কোন জেলায় কতটা প্রভাব পড়বে?

আগামী 26 অক্টোবর এই ঘূর্ণিঝড়েরর তীব্রতা কমে যাবে । পূর্ব মেদিনীপুর জেলায় ঘূর্ণিঝড় দানার প্রভাব সব থেকে বেশি পড়বে। তীব্র ঘূর্ণিঝড়ে হওয়ার গতিবেগ 100 থেকে 120 কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। দমকা হাওয়ার গতিবেগ 120 কিলোমিটার পর্যন্ত হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলী, উত্তর 24 পরগনা, বাঁকুড়ায় ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। কলকাতায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা:

ঘূর্ণিঝড় দানার প্রভাবে তীব্র জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে, যার উচ্চতা 1 থেকে 2 মিটার পর্যন্ত হতে পারে । মৎস্যজীবীদের আগামী 25 অক্টোবর পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । হুগলি, কলকাতা, হলদিয়া বন্দর-সহ একাধিক জায়গায় 'হাই অ্যালার্ট' জারি করা হয়েছে ।

কলকাতার আবহাওয়ার পূর্বাভাস:

আমফানের সঙ্গে তীব্র ঘূর্ণিঝড় দানার কোনও তুলনা চলে না। তবে শক্তির দিক থেকে রেমালের মতো হওয়ার সম্ভাবনা রয়েছে দানার । বুধবার কলকাতা এবং সংলগ্ন অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বেশি।

আজ বৃহস্পতিবার দিনের আকাশ মেঘলা থাকবে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হবে এবং তা ক্রমশ তা বাড়বে। বিশেষ করে বিকেলের দিক থেকে দূর্যোগ বাড়বে বলে পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃহস্পতিবারের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 28 ডিগ্রি এবং 25 ডিগ্রির আশেপাশে থাকবে।

আরও পড়ুন
সাগরে শুরু প্রবল জলোচ্ছ্বাস, রাত থেকেই উপকূলবর্তী এলাকায় কড়া নজরদারি পুলিশের
ঘূর্ণিঝড় দানা: শিয়ালদা শাখায় 14 ঘণ্টা বন্ধ লোকাল ট্রেন, ব্যাহত হবে ফেরি পরিষেবাও
ধেয়ে আসছে দানা, দুর্ঘটনা এড়াতে শিকলে বাঁধা হল ট্রেনের চাকা

ABOUT THE AUTHOR

...view details