কলকাতা, 24 অক্টোবর: আরও কাছে ঘূর্ণিঝড় দানা ! আজ মধ্যরাত এবং আগামীকাল সকালের মধ্যে এই তীব্র ঘূর্ণিঝড় ওড়িশা উপকুলের পুরী এবং পশ্চিমবঙ্গ উপকুলের সাগরদ্বীপের মধবর্তী ভিতরকণিকা ও ধামারায় আছড়ে পড়বে। ইতিমধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে এবং তা অবস্থান করছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে।
ঘূর্ণিঝড় দানার অবস্থান:
আজ, 24 অক্টোবর সকাল 5টা 30 মিনিটের আবহাওয়া দফতরের আপডেট অনুযায়ী, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর গত 6 ঘণ্টায় প্রবল ঘূর্ণিঝড় দানা ঘণ্টায় 12 কিলোমিটার বেগে উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে ৷ পারাদ্বীপ (ওড়িশা) থেকে প্রায় 260 কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ধামারা (ওড়িশা) থেকে 290 কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে এবং সাগর দ্বীপের (পশ্চিমবঙ্গ) 350 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে ৷
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, “শেষ পর্যবেক্ষণ অনুযায়ী, ঘূর্ণিঝড় দানা উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে আজ তীব্র ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে। তারপর শক্তি বাড়িয়ে উত্তর-পশ্চিম দিকে গিয়ে 24 অক্টোবর মধ্যরাত থেকে 25 অক্টোবর সকালের মধ্যে পুরী এবং সাগরদ্বীপের মাঝামাঝি ভিতরকণিকা, ধামরার কাছাকাছি জায়গায় আছড়ে পড়বে।”
ঘূর্ণিঝড় দানার প্রভাব:
নিম্নচাপ আর ঘূর্ণিঝড় দানার প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের উপকূল এবং তার সংলগ্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজকে থেকেই দু-এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । 24 এবং 25 অক্টোবর অর্থাৎ আজ এবং আগামিকাল দূর্যোগ বেশী হবে। কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূল সংলগ্ন অঞ্চলগুলিতে কুড়ি সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।