কলকাতা, 8 মে: শ্লীলতাহানির অভিযোগ কি সত্য নাকি ষড়যন্ত্র ? এই বিতর্কের অবসান ঘটাতে ফুটেজ দেখাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গত বৃহস্পতিবার, 2 মে রাজভবনে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তোলেন এক মহিলা কর্মী ৷ তার আগের দিনই রাজ্যে প্রচারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই ঘটনায় তোলপাড় হয়ে যায় রাজ্য রাজনীতি ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু পুলিশ ৷ যদিও, রাজ্যের সর্বোচ্চ সাংবিধানিক পদের বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগে পুলিশ তদন্ত করতে পারে কি না, তা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে ৷ এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য বনাম রাজ্যপাল সংঘাত নতুন আকার নেয় ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এর কড়া সমালোচনা করেন ৷ তীব্র নিন্দা করেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা ৷ এই অভিযোগ অস্বীকার করেন রাজ্যপাল ৷
সেদিন থেকেই এ নিয়ে বিতর্ক চলছে রাজ্যজুড়ে ৷ এবার সেই দিনের ফুটেজ সামনে আনছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ 2 মে ঠিক কী ঘটেছিল রাজভবনে,তা আমজনতার কাছে প্রকাশ করবেন রাজ্যপাল ৷ এমনই বিবৃতি জারি করা হয়েছে রাজভবনের তরফে ৷
কী লেখা রয়েছে ওই বিবৃতিতে?
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের কথা বলা হয়েছে সেখানে ৷ নাম দেওয়া হয়েছে 'সচ কে সামনে' অর্থাৎ সত্যের সামনে ৷ রাজভবনে কর্মীদের উল্লেখ করে এদিন বলা হয়েছে, "রাজ্যপাল সিভি আনন্দ বোস একটি অনুষ্ঠান শুরু করছেন, নাম 'সচ কে সামনে' ৷ রাজভবনে এক মহিলা কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে রাজ্যপালের বিরুদ্ধে ৷ সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ রাজভবনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে চায় ৷ যদিও পুলিশের এই তদন্ত অবৈধ ও অসাংবিধানিক ৷"
বিবৃতিতে আরও বলা হয়, "রাজ্যপাল সিদ্ধান্ত নিয়েছেন, রাজনীতিবিদ মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর পুলিশের পদক্ষেপের পর, শুধুমাত্র তাঁরা বাদে এই সিসিটিভি ফুটেজ বাংলার যে কোনও নাগরিক দেখতে পারেন ৷ সচ কে সামনে অনুষ্ঠানে তত্ত্বাবধানে যাঁরা এই সিসিটিভি ফুটেজ পুরো দেখতে চান, তাঁরা মেল করুন abcrajbhavankolkata@gmail.com অথবা governor-wb@nic.in-এ ৷ অথবা ফোন করতে পারেন রাজভবনের পিবিএক্স বোর্ডে ৷ ফোন নম্বর 033-22001641 নম্বরে ৷" প্রথম 100 জন রাজভবনে এসে সেদিনের সিসিটিভি ফুটেজ দেখার সুযোগ পাবেন 9 মে অর্থাৎ বৃহস্পতিবার সকাল 11.30 মিনিটে ৷