পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আলোর উৎসব বেড়েছে ঐতিহ্যবাহী মোমবাতির চাহিদা, চরমে ব্যস্ততা - KALI PUJA 2024

আর কয়েকদিন পর দীপাবলি ও কালীপুজো ৷ ইলেকট্রিক টুনি বাল্ব ও চাইনিজ ডিজিটাল লাইটের সঙ্গে আপনার ঘরও সাজিয়ে তুলতে পারেন ঐতিহ্যবাহী মোমবাতি দিয়ে ৷

candle makers busy
রায়গঞ্জে মোমবাতি তৈরিতে ব্যস্ত কারিগররা (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Oct 28, 2024, 10:10 PM IST

রায়গঞ্জ, 28 অক্টোবর: ইলেকট্রিক টুনি বাল্ব ও চাইনিজ ডিজিটাল লাইটের পরিবর্তে ক্রেতারা আবার ঝুঁকছেন মোমবাতির দিকে । ফলে একসময় ধুঁকতে থাকা মোমবাতি শিল্প এখন খানিকটা হলেও চাঙ্গা হয়েছে। সারা বছর মোমবাতির চাহিদা অল্পবিস্তর থাকে ৷ তবে দীপাবলির সময় চাহিদা ওঠে তুঙ্গে।

আর তাই রায়গঞ্জ শহরের কারখানাগুলোয় মোমবাতি নির্মাণকারী কারিগরদের ব্যস্ততা চরমে । নাওয়াখাওয়া ভুলে দিনরাত এক করে তাঁরা তৈরি করে চলেছেন ছোট থেকে বড় বিভিন্ন ডিজাইন ও রঙের দীপাবলির মোমবাতি ।

উৎসব বেড়েছে ঐতিহ্যবাহী মোমবাতির চাহিদা (ইটিভি ভারতের)

দীপাবলি বা কালীপুজোয় আর বাকি মাত্র কদিন । কালীপুজোর রাতে বাংলা তথা গোটা দেশের ঘরগুলি আলোকসজ্জায় সেজে উঠবে । একটা সময় ছিল মাটির প্রদীপ আর মোমবাতির আলো দিয়ে দীপাবলির রাতে সাজানো হতো বাড়িঘর থেকে সমস্ত ব্যবসায়ী প্রতিষ্ঠান । কিন্তু ইলেকট্রিক টুনি বাল্ব ও চাইনিজ ডিজিটাল লাইটের দাপটে ঢাকা পড়ে গিয়েছিল মোমবাতির আলো ।

আলোর উৎসবে ঐতিহ্যবাহী মোমবাতির চাহিদা এবারে তুঙ্গে (নিজস্ব ছবি)

অস্তিত্বের সঙ্কটে ধুঁকছিল মোমবাতি শিল্প । কিন্তু মানুষ আবার ফিরে এসেছে পুরানো ঐতিহ্যবাহী মাটির প্রদীপ ও মোমবাতির সুসজ্জিত আলোর ঝর্ণাধারায় । এই পরির্বতনে খুশি মোমবাতি নির্মাণকারীরা ৷ হাসি ফুটেছে কারখানার মালিক ও শ্রমিকদের মুখে ।

ছোট থেকে বড় বিভিন্ন ডিজাইন ও রঙের মোমবাতি তৈরি হচ্ছে (নিজস্ব ছবি)

মোমবাতি কারিগর সাইকুল হকের কথায়, "মোমবাতির চাহিদা আগের থেকে ফের বেড়েছে ৷ আমারা চাহিদা অনুযায়ী জোগান দিতে পারছি না ৷ দিনরাত এক করে কাজ করে চলেছি ৷ এই চাহিদা দেখে ভালো লাগছে ৷ মোমবাতি তৈরি করে আমাদের সংসার চলে ৷ মোমবাতি তৈরি করে আমরা ভালোই আয় করি ৷ এরকম চাহিদা থাকলে আমাদের সুবিধা হয় ৷"

দীপাবলির আগে মোমবাতির জোগান দেওয়াই বড় চ্যালেঞ্জ (নিজস্ব ছবি)

কারখানার মালিক দেবাংশু সাহা বলেন, "গতবারের তুলনায় এবারে দীপাবলির মোমবাতির চাহিদা অনেক বেশি । ছোট বড় স্ট্যান্ড মোমবাতি থেকে শুরু 25 রকমের মোমবাতি তৈরি করা হয় আমাদের কারখানায়। আর দীপাবলির জন্য সাত রকমের বিভিন্ন ডিজাইনের মোমবাতি তৈরি করা হয়েছে । উত্তর দিনাজপুর জেলার বিভিন্ন এলাকা থেকে শুরু করে বাংলার বিভিন্ন প্রান্তের বাজারে বিক্রি হয় আমাদের মোমবাতি ।"

ABOUT THE AUTHOR

...view details